‘আই লাভ মুহাম্মদ’ পোস্টার ইস্যুতে ফের গ্রেফতার, মুসলিম মহলে ক্ষোভ

- আপডেট : ৪ অক্টোবর ২০২৫, শনিবার
- / 125
পুবের কলম ওয়েবডেস্ক: উত্তরপ্রদেশের ‘আই লাভ মুহাম্মদ’ পোস্টার বিতর্ক আবারও উত্তেজনা সৃষ্টি করেছে। এবার মীরাট জেলার মাওয়ানা এলাকায় নবীজির প্রতি ভালোবাসা প্রকাশের উদ্দেশ্যে লাগানো পোস্টার ঘিরে শুরু হয় বিতর্ক, আর তার জেরে পুলিশ পাঁচজন মুসলিম যুবককে গ্রেফতার করেছে।
পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার গভীর রাতে শহরের প্রধান মোড় ও বাজার এলাকায় কয়েকটি স্থানে “I Love Mohammad” লেখা পোস্টার দেখা যায়। শনিবার সকালে স্থানীয় কিছু মানুষ আপত্তি জানালে পুলিশ তৎপর হয়ে পোস্টারগুলি সরিয়ে ফেলে। মাওয়ানা থানার ওসি পুনম সিং জানিয়েছেন, স্থানীয় পুলিশকর্মীর অভিযোগের ভিত্তিতে ইদ্রিস, তাসলিম, রিহান, গুলফাম ও হারুন নামে পাঁচজনের বিরুদ্ধে মামলা দায়ের করে তাদের গ্রেফতার করা হয়েছে। তদন্তে আরও কারও ভূমিকা প্রমাণিত হলে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
স্থানীয় মুসলিম সংগঠন ও সাধারণ মানুষের মতে, এই পোস্টারে কোনো উসকানিমূলক বা অপমানজনক বার্তা ছিল না। এটি শুধুমাত্র নবী মুহাম্মদ (সা.)-এর প্রতি ভালোবাসা ও শ্রদ্ধার প্রকাশ ছিল। মাওয়ানার এক ধর্মীয় নেতা বলেন, “নবীজির প্রতি ভালোবাসা প্রকাশ করা অপরাধ নয়। আমরা শান্তিপূর্ণভাবে আমাদের ধর্মীয় অনুভূতি প্রকাশ করছিলাম।” বিতর্কের পর প্রশাসন এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করেছে এবং মানুষকে শান্ত থাকার আহ্বান জানিয়েছে। প্রশাসনের দাবি, উত্তেজনা ছড়ানো রোধে দ্রুত পদক্ষেপ নেওয়া হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত।
উল্লেখ্য যে, এই বিতর্কের সূচনা হয় কানপুরে, ঈদ-এ-মিলাদুন্নবীর শোভাযাত্রার সময় মুসলিম সম্প্রদায়ের তরফে “আই লাভ মোহাম্মদ” ব্যানার লাগানোর মাধ্যমে। তখনও পুলিশের অভিযানে ২৪ জনের বিরুদ্ধে মামলা হয় এবং কয়েকজনকে গ্রেফতার করা হয়। পরে বেয়ারেলি ও সম্ভলসহ একাধিক জেলায় একই কারণে উত্তেজনা ছড়ায়।