এক্সপ্রেস ট্রেনে এটিএম চালু করার সিদ্ধান্ত ভারতীয় রেলের, যাত্রী দুর্ভোগ কমাতে সিদ্ধান্ত
- আপডেট : ৪ জুলাই ২০২৫, শুক্রবার
- / 106
পুবের কলম ওয়েবডেস্ক: এবার ট্রেনের মধ্যেই মিলবে ব্যাঙ্কের পরিষেবা। এক্সপ্রেস ট্রেনে অটোমেটেড টেলার মেশিনা বা এটিএম বসানোর পরিকল্পনা নিয়েছে ভারতীয় রেল। সেন্ট্রাল রেলওয়ের আওতাধীন মুম্বই-মানমাদ পঞ্চবটী এক্সপ্রেসে একটি বেসরকারি ব্যাঙ্কের সহযোগিতায় এটিএম বসানোর পরিকল্পনা হয়েছে। ট্রেনের প্যান্ট্রি কারের কাছে টাকা তোলার জন্য এই যন্ত্র বসানো হবে বলে ঠিক হয়েছে। আপাতত পঞ্চবটী এক্সপ্রেসের একটি রেককে মানমাদ ওয়ার্কশপে নিয়ে গিয়ে সেখানে এটিএম বসানোর কাজ শুরুও হয়েছে।
দূরপাল্লার ট্রেনে টাকা তোলা একটা সমস্যা হয়ে দাঁড়ায়। সেই অসুবিধা থেকে রেহাই দিতে রেলের এই উদ্যোগ। এরফলে যাত্রীরা কিছুটা স্বস্তি পাবে বলে মনে করা হচ্ছে। সেন্ট্রাল রেলের পরীক্ষামূলক প্রজেক্ট যদি আশনুরূপ ফল দেয়, তা হলে অনেক দূরপাল্লার ট্রেনেই টাকা তোলার এমন যন্ত্র বসবে বলে খবর। তবে তার আগে রেকগুলির কিছু প্রয়োজনীয় পরিবর্তন করা প্রয়োজন বলেও জানাচ্ছেন রেলের কর্তারা।
সেন্ট্রাল রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক স্বপ্নিল নীলা জানিয়েছেন, “এটিএম সুরক্ষিত রাখতেও বিশেষ ব্যবস্থা করা হচ্ছে। যে জায়গায় ওই যন্ত্র থাকবে, সেখানে সর্বক্ষণের জন্যে সশস্ত্র প্রহরী মোতায়েন রাখা হবে। যন্ত্র যাতে ঠিকমতো কাজ করতে পারে, তার জন্যে সেটিকে বাতানুকূল জায়গায় রাখা হবে।”
এটিএম-এর জন্য দরকার ইন্টারনেট সংযোগ। চলন্ত ট্রেনে এটিএম-এর সঙ্গে ব্যাঙ্কের রিয়েল টাইম সংযোগ রক্ষার একমাত্র উপায় ওয়ারলেস ইন্টারনেট সংযোগ। সেটি যাতে সব সময়ের জন্যে সক্রিয় থাকে, সেটাও নিশ্চিত করার কাজ চলছে। মুম্বইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাস থেকে মানমাদের দূরত্ব পার হতে সময় লাগে সাড়ে চার ঘণ্টা। এই দূরত্বে এটিএম সক্রিয় রাখা হয়তো খুব কঠিন হবে না। কিন্তু অন্য রুটে এবং তুলনায় দীর্ঘ সময়ের ট্রেন সফরে কি সেটা সম্ভব? জবাব পেতে অপেক্ষা করতে হবে পাইলট প্রজেক্ট চালুর জন্যে।

































