২৭ অক্টোবর ২০২৫, সোমবার, ৯ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

টিকিট বুকিং থেকে খাবার এক অ্যাপের তলায় রেলের সব পরিষেবা, রেলের নয়া অ্যাপ ‘RailOne’

চামেলি দাস
  • আপডেট : ৪ জুলাই ২০২৫, শুক্রবার
  • / 171

পুবের কলম ওয়েবডেস্ক:  রেলের মুশকিল আসান অ্যাপ। একটি অ্যাপের মাধ্যমেই পাবেন একাধিক সুবিধা। ট্রেনের টিকিটও কাটা যাবে আবার খাবার নিয়েও থাকবে না কোনও চিন্তা। রেলের নয়া অ্যাপে সব কিছুই একসঙ্গে মিলবে। ‘রেলওয়ান’ (RailOne)  অ্যাপ এনেছে ভারতীয় রেল। অল-ইন-ওয়ান অ্যাপ বলা হচ্ছে এই অ্যাপকে।  ট্রেনের টিকিট বুকিং থেকে পিএনআর চেক, খাবার বুকিং থেকে যে কোনও সমস্যায় অভিযোগ জানানো- সবই পাবেন এক অ্যাপের মধ্যে।

মঙ্গলবার ছিল সেন্টার ফর রেলওয়ে ইনফরমেশন সিস্টেমের ৪০তম প্রতিষ্ঠা দিবস। ওই দিনই কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এই অ্যাপের উদ্বোধন করেন। সিআরআইএস-ই তৈরি করেছে ‘রেলওয়ান’ (RailOne) অ্যাপ।

আরও পড়ুন: এক্সপ্রেস ট্রেনে এটিএম চালু করার সিদ্ধান্ত ভারতীয় রেলের, যাত্রী দুর্ভোগ কমাতে সিদ্ধান্ত

ট্রেনের টিকিট থেকে  প্ল্যাটফর্ম টিকিট সব কাটা যাবে এই অ্যাপে। এমনকী ট্রেনের লাইভ ট্র্যাকিং অর্থাৎ ট্রেন কোথায় রয়েছে, তাও দেখা যাবে এই অ্যাপের মাধ্যমে। ট্রেনে খাবার বুকিংও করা যাবে এই অ্যাপ দিয়ে। যদি ট্রেনে কোনও পরিষেবা নিয়ে আপনার অভিযোগ থাকে, তা আগে রেল মদতের মাধ্যমে জানাতে হত। এবার এই অ্যাপের মাধ্যমেই তা করা যাবে।

আরও পড়ুন: ১ জুলাই থেকে বাড়ছে রেলের ভাড়া, নন-এসি মেল-এক্সপ্রেসে এক পয়সা এবং এসি ট্রেনে দুই পয়সা ভাড়া বৃ্দ্ধি

কোন স্টেশনের প্ল্যাটফর্মে কোন জায়গায় কোন কোচ দাঁড়াবে তা দেখার সুবিধাও মিলবে এই অ্যাপে। যাত্রীরা নিজেদের কোচ স্টেশনের যে জায়গায় পড়বে ঠিক সেখানেই অপেক্ষা করতে পারবেন। টিকিট ক্যানসেল করে তার রিফান্ডও পাওয়া যাবে রেলওয়ান অ্যাপের মাধ্যমে।

আরও পড়ুন: দূরপাল্লার ট্রেনে ফের চালু প্যান্ট্রি, স্বস্তিতে যাত্রীরা

একাধিক অ্যাপের বদলে একটিই অ্যাপে রেলের সমস্ত পরিষেবা দিতেই প্রস্তুত ‘রেলওয়ান’ (RailOne) অ্যাপ। এতে আরও একটি সুবিধা হল, এর মাধ্যমে জেনারেল টিকিট ও প্ল্যাটফর্ম টিকিট কাটলে, যাত্রীরা ৩ শতাংশ ডিসকাউন্ট বা ছাড়ও পাবেন। রেলের ই-ওয়ালেটের সুবিধাও দেওয়া হচ্ছে ‘রেলওয়ান’ অ্যাপে।

Tag :

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

টিকিট বুকিং থেকে খাবার এক অ্যাপের তলায় রেলের সব পরিষেবা, রেলের নয়া অ্যাপ ‘RailOne’

আপডেট : ৪ জুলাই ২০২৫, শুক্রবার

পুবের কলম ওয়েবডেস্ক:  রেলের মুশকিল আসান অ্যাপ। একটি অ্যাপের মাধ্যমেই পাবেন একাধিক সুবিধা। ট্রেনের টিকিটও কাটা যাবে আবার খাবার নিয়েও থাকবে না কোনও চিন্তা। রেলের নয়া অ্যাপে সব কিছুই একসঙ্গে মিলবে। ‘রেলওয়ান’ (RailOne)  অ্যাপ এনেছে ভারতীয় রেল। অল-ইন-ওয়ান অ্যাপ বলা হচ্ছে এই অ্যাপকে।  ট্রেনের টিকিট বুকিং থেকে পিএনআর চেক, খাবার বুকিং থেকে যে কোনও সমস্যায় অভিযোগ জানানো- সবই পাবেন এক অ্যাপের মধ্যে।

মঙ্গলবার ছিল সেন্টার ফর রেলওয়ে ইনফরমেশন সিস্টেমের ৪০তম প্রতিষ্ঠা দিবস। ওই দিনই কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এই অ্যাপের উদ্বোধন করেন। সিআরআইএস-ই তৈরি করেছে ‘রেলওয়ান’ (RailOne) অ্যাপ।

আরও পড়ুন: এক্সপ্রেস ট্রেনে এটিএম চালু করার সিদ্ধান্ত ভারতীয় রেলের, যাত্রী দুর্ভোগ কমাতে সিদ্ধান্ত

ট্রেনের টিকিট থেকে  প্ল্যাটফর্ম টিকিট সব কাটা যাবে এই অ্যাপে। এমনকী ট্রেনের লাইভ ট্র্যাকিং অর্থাৎ ট্রেন কোথায় রয়েছে, তাও দেখা যাবে এই অ্যাপের মাধ্যমে। ট্রেনে খাবার বুকিংও করা যাবে এই অ্যাপ দিয়ে। যদি ট্রেনে কোনও পরিষেবা নিয়ে আপনার অভিযোগ থাকে, তা আগে রেল মদতের মাধ্যমে জানাতে হত। এবার এই অ্যাপের মাধ্যমেই তা করা যাবে।

আরও পড়ুন: ১ জুলাই থেকে বাড়ছে রেলের ভাড়া, নন-এসি মেল-এক্সপ্রেসে এক পয়সা এবং এসি ট্রেনে দুই পয়সা ভাড়া বৃ্দ্ধি

কোন স্টেশনের প্ল্যাটফর্মে কোন জায়গায় কোন কোচ দাঁড়াবে তা দেখার সুবিধাও মিলবে এই অ্যাপে। যাত্রীরা নিজেদের কোচ স্টেশনের যে জায়গায় পড়বে ঠিক সেখানেই অপেক্ষা করতে পারবেন। টিকিট ক্যানসেল করে তার রিফান্ডও পাওয়া যাবে রেলওয়ান অ্যাপের মাধ্যমে।

আরও পড়ুন: দূরপাল্লার ট্রেনে ফের চালু প্যান্ট্রি, স্বস্তিতে যাত্রীরা

একাধিক অ্যাপের বদলে একটিই অ্যাপে রেলের সমস্ত পরিষেবা দিতেই প্রস্তুত ‘রেলওয়ান’ (RailOne) অ্যাপ। এতে আরও একটি সুবিধা হল, এর মাধ্যমে জেনারেল টিকিট ও প্ল্যাটফর্ম টিকিট কাটলে, যাত্রীরা ৩ শতাংশ ডিসকাউন্ট বা ছাড়ও পাবেন। রেলের ই-ওয়ালেটের সুবিধাও দেওয়া হচ্ছে ‘রেলওয়ান’ অ্যাপে।