০৬ নভেম্বর ২০২৫, বৃহস্পতিবার, ১৯ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

চোট, বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন শাকিব

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ৩১ অক্টোবর ২০২১, রবিবার
  • / 32

পুবের কলম, ওয়েবডেস্কঃ টি-২০ বিশ্বকাপ থেকে কার্যত বিদায় হয়ে গিয়েছে বাংলাদেশের। প্রথম তিনটি ম্যাচেই তারা হেরে গিয়েছে। আর এবার চোটের কারণে টুর্নামেন্ট থেকেই ছিটকে গেলেন দলের তারকা অলরাউন্ডার শাকিব আল হাসান।

বাংলাদেশ দলের তরফ থেকে জানানো হয়েছে– হ্যামস্ট্রিংয়ে চোটের কারণে চলতি বিশ্বকাপে আর খেলতে পারবেন না শাকিব। বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার এই বিশ্বকাপে চেনা ছন্দে ছিলেন না। তবে টি-২০ বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ উইকটের মালিক এখন শাকিব। তাঁর  ঝুলিতে রয়েছে ৪০টি উইকেট। তিনি পিছনে ফেলে দিয়েছেন পাক তারকা শাহিদ আফ্রিদিকে (৩৯)।

গত ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে হ্যামস্ট্রিংয়ের চোটই শাকিবকে বিশ্বকাপ থেকে ছিটকে দিল। মেডিক্যাল টিমের পরামর্শে আপাতত তাঁকে মাঠের বাইরেই থাকতে হবে। ফলে তাঁকে ছাড়াই গ্রুপের বাকি দুটি ম্যাচে (দক্ষিণ আফ্রিকা এবং অস্ট্রেলিয়ার বিরুদ্ধে) নামতে হবে বাংলাদেশকে। যে দুটি ম্যাচ বাংলাদেশের কাছে কার্যত নিয়মরক্ষার।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

চোট, বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন শাকিব

আপডেট : ৩১ অক্টোবর ২০২১, রবিবার

পুবের কলম, ওয়েবডেস্কঃ টি-২০ বিশ্বকাপ থেকে কার্যত বিদায় হয়ে গিয়েছে বাংলাদেশের। প্রথম তিনটি ম্যাচেই তারা হেরে গিয়েছে। আর এবার চোটের কারণে টুর্নামেন্ট থেকেই ছিটকে গেলেন দলের তারকা অলরাউন্ডার শাকিব আল হাসান।

বাংলাদেশ দলের তরফ থেকে জানানো হয়েছে– হ্যামস্ট্রিংয়ে চোটের কারণে চলতি বিশ্বকাপে আর খেলতে পারবেন না শাকিব। বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার এই বিশ্বকাপে চেনা ছন্দে ছিলেন না। তবে টি-২০ বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ উইকটের মালিক এখন শাকিব। তাঁর  ঝুলিতে রয়েছে ৪০টি উইকেট। তিনি পিছনে ফেলে দিয়েছেন পাক তারকা শাহিদ আফ্রিদিকে (৩৯)।

গত ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে হ্যামস্ট্রিংয়ের চোটই শাকিবকে বিশ্বকাপ থেকে ছিটকে দিল। মেডিক্যাল টিমের পরামর্শে আপাতত তাঁকে মাঠের বাইরেই থাকতে হবে। ফলে তাঁকে ছাড়াই গ্রুপের বাকি দুটি ম্যাচে (দক্ষিণ আফ্রিকা এবং অস্ট্রেলিয়ার বিরুদ্ধে) নামতে হবে বাংলাদেশকে। যে দুটি ম্যাচ বাংলাদেশের কাছে কার্যত নিয়মরক্ষার।