নিজেদের পক্ষে জনমত তৈরি করতে যুক্তরাষ্ট্রের প্রভাবশালীদের ডলার দিচ্ছে ইসরায়েল

- আপডেট : ৬ অক্টোবর ২০২৫, সোমবার
- / 96
গাজায় টানা দুই বছর ধরে ফিলিস্তিনিদের ওপর চালানো আগ্রাসনের কারণে বিশ্বব্যাপী, বিশেষত পশ্চিমা দেশগুলোতে ইসরায়েলের ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এই পরিস্থিতিতে জনমত নিজেদের পক্ষে আনতে যুক্তরাষ্ট্রের প্রভাবশালীদের বিপুল অঙ্কের অর্থ দিচ্ছে ইসরায়েল সরকার।
মার্কিন বিচার বিভাগের ফরেন এজেন্টস রেজিস্ট্রেশন অ্যাক্ট (FARA) রেকর্ড অনুযায়ী, জুন থেকে নভেম্বরের মধ্যে প্রভাবশালীদের অর্থ প্রদানের জন্য ইসরায়েল ৯ লাখ ডলার বরাদ্দ করেছে। এ অর্থ ‘ব্রিজেস পার্টনার্স এলএলসি’ নামের এক মার্কিন কোম্পানিকে দেওয়া হয়, যা হাভাস মিডিয়া গ্রুপের মাধ্যমে স্থানান্তরিত হয়েছে।
প্রতিষ্ঠানটির দাবি, তারা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাংস্কৃতিক সম্পর্ক জোরদারে কাজ করছে। তবে ওই রেকর্ডে উল্লেখ আছে, কোম্পানিটি ইনস্টাগ্রাম, টিকটক, এক্স, ইউটিউব ও থ্রেডসসহ বিভিন্ন প্ল্যাটফর্মে প্রতি মাসে ২৫–৩০টি ইসরায়েলপন্থী পোস্টের জন্য ১৪–১৮ জন প্রভাবশালী নিয়োগ দিয়েছে, যেখানে প্রতিটি পোস্টের জন্য পারিশ্রমিক ৬–৭ হাজার ডলার পর্যন্ত হতে পারে।
সম্প্রতি জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র সফরে গিয়ে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু প্রভাবশালীদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং জনমত পুনরুদ্ধারে সোশ্যাল মিডিয়া ব্যবহারের আহ্বান জানান।
সাম্প্রতিক জরিপে দেখা গেছে, যুক্তরাষ্ট্রে ডেমোক্র্যাটদের ৬৫% ইসরায়েলের ওপর নিষেধাজ্ঞার পক্ষে, আর ৭২% বিশ্বাস করেন, গাজায় ইসরায়েল গণহত্যা চালাচ্ছে।