২৫ অক্টোবর ২০২৫, শনিবার, ৭ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

৩৭০ ধারা বিলোপের পর প্রথম রাজ্যসভা ভোটে জম্মু-কাশ্মীরে তিন আসনে জয়ী ন্যাশনাল কনফারেন্স, একটিতে বিজেপি

মোক্তার হোসেন মন্ডল
  • আপডেট : ২৫ অক্টোবর ২০২৫, শনিবার
  • / 124

 

২০১৯ সালে অনুচ্ছেদ ৩৭০ বিলোপের পর প্রথমবার রাজ্যসভা নির্বাচন অনুষ্ঠিত হল জম্মু-কাশ্মীরে। চারটি আসনের মধ্যে তিনটি দখল করেছে ওমর আবদুল্লার ন্যাশনাল কনফারেন্স (এনসি) এবং একটি জিতেছে বিজেপি। এনসি-র প্রার্থীরা চৌধুরী মহম্মদ রামজ়ান, সজ্জাদ কিচলু ও গুরবিন্দর সিংহ ওবেরয় জয়ী হয়েছেন। চতুর্থ আসনে হাড্ডাহাড্ডি লড়াই হয়। তবে বিজেপির সত শর্মা শেষ রাউন্ডে এগিয়ে গিয়ে একটি আসন জয়লাভ করেন।

২০২১ সালের ফেব্রুয়ারি থেকে আসনগুলো খালি ছিল। এনসি প্রধান ফারুক আবদুল্লা তিনটি নিরাপদ আসনে প্রার্থীদের নাম ঘোষণা করায় কংগ্রেসের সঙ্গে জোটে টানাপোড়েন দেখা দেয়। কংগ্রেস চতুর্থ আসনে না লড়ায়, এনসি নিজস্ব প্রার্থী দেয়।

জাতীয় কংগ্রেস, পিডিপি, সিপিআই(এম), এআইপি এবং কয়েকজন নির্দল বিধায়ক শাসকদল ন্যাশনাল কনফারেন্সকে সমর্থন করেছে ৷ কিন্তু এর মধ্যে বিজেপি কীভাবে একটি আসনে ৩২টি ভোট পেল তা নিয়ে ইঙ্গিতপূর্ণ পোস্ট করেছেন ওমর আবদুল্লা ৷ তিনি লিখেছেন, “চারটি আসনে নির্বাচনে আমাদের ভোটার এজেন্ট প্রতিটি ভোটার স্লিপ দেখেছেন ৷ আমাদের কোনও বিধায়ক অন্য দলের প্রার্থীকে ভোট দেননি ৷ তাহলে প্রশ্ন- চারটি অতিরিক্ত ভোট বিজেপি পেল কোথা থেকে ? কোন বিধায়করা ইচ্ছাকৃত তাদের ভোটগুলি ভুল জায়গায় দিলেন ? তাঁরা তাঁদের হাত তুলে এটা স্বীকার করতে পারবেন ? তাঁরা আমাদের ভোট দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে বিজেপিকে সাহায্য করলেন ৷ কোন চাপে তাঁরা তাঁদের পছন্দ বদলালেন ? বিজেপির কোন গোপন দল তাঁদের আত্মা বিক্রি করে দিল, সেটা আমরাও নজরে রাখছি ৷”

Tag :

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

৩৭০ ধারা বিলোপের পর প্রথম রাজ্যসভা ভোটে জম্মু-কাশ্মীরে তিন আসনে জয়ী ন্যাশনাল কনফারেন্স, একটিতে বিজেপি

আপডেট : ২৫ অক্টোবর ২০২৫, শনিবার

 

২০১৯ সালে অনুচ্ছেদ ৩৭০ বিলোপের পর প্রথমবার রাজ্যসভা নির্বাচন অনুষ্ঠিত হল জম্মু-কাশ্মীরে। চারটি আসনের মধ্যে তিনটি দখল করেছে ওমর আবদুল্লার ন্যাশনাল কনফারেন্স (এনসি) এবং একটি জিতেছে বিজেপি। এনসি-র প্রার্থীরা চৌধুরী মহম্মদ রামজ়ান, সজ্জাদ কিচলু ও গুরবিন্দর সিংহ ওবেরয় জয়ী হয়েছেন। চতুর্থ আসনে হাড্ডাহাড্ডি লড়াই হয়। তবে বিজেপির সত শর্মা শেষ রাউন্ডে এগিয়ে গিয়ে একটি আসন জয়লাভ করেন।

২০২১ সালের ফেব্রুয়ারি থেকে আসনগুলো খালি ছিল। এনসি প্রধান ফারুক আবদুল্লা তিনটি নিরাপদ আসনে প্রার্থীদের নাম ঘোষণা করায় কংগ্রেসের সঙ্গে জোটে টানাপোড়েন দেখা দেয়। কংগ্রেস চতুর্থ আসনে না লড়ায়, এনসি নিজস্ব প্রার্থী দেয়।

জাতীয় কংগ্রেস, পিডিপি, সিপিআই(এম), এআইপি এবং কয়েকজন নির্দল বিধায়ক শাসকদল ন্যাশনাল কনফারেন্সকে সমর্থন করেছে ৷ কিন্তু এর মধ্যে বিজেপি কীভাবে একটি আসনে ৩২টি ভোট পেল তা নিয়ে ইঙ্গিতপূর্ণ পোস্ট করেছেন ওমর আবদুল্লা ৷ তিনি লিখেছেন, “চারটি আসনে নির্বাচনে আমাদের ভোটার এজেন্ট প্রতিটি ভোটার স্লিপ দেখেছেন ৷ আমাদের কোনও বিধায়ক অন্য দলের প্রার্থীকে ভোট দেননি ৷ তাহলে প্রশ্ন- চারটি অতিরিক্ত ভোট বিজেপি পেল কোথা থেকে ? কোন বিধায়করা ইচ্ছাকৃত তাদের ভোটগুলি ভুল জায়গায় দিলেন ? তাঁরা তাঁদের হাত তুলে এটা স্বীকার করতে পারবেন ? তাঁরা আমাদের ভোট দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে বিজেপিকে সাহায্য করলেন ৷ কোন চাপে তাঁরা তাঁদের পছন্দ বদলালেন ? বিজেপির কোন গোপন দল তাঁদের আত্মা বিক্রি করে দিল, সেটা আমরাও নজরে রাখছি ৷”