কাবুলে পাকিস্তানের বিমান হামলা, নিহত টিটিপি প্রধান নূর ওয়ালি মেসুদ বলে আশঙ্কা

- আপডেট : ১০ অক্টোবর ২০২৫, শুক্রবার
- / 242
পুবের কলম ওয়েবডেস্ক: আফগানিস্তানের রাজধানী কাবুলে বিমান হামলা চালিয়েছে পাকিস্তানের বিমানবাহিনী। বৃহস্পতিবার গভীর রাতে ঘটে এই হামলা। পাক সংবাদমাধ্যম Pakistan Observer জানিয়েছে, নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠন তেহরিক-ই-তালিবান পাকিস্তান (টিটিপি)-এর প্রধান নূর ওয়ালি মেসুদ নিহত হয়েছেন বলে গুঞ্জন রয়েছে। ধারণা করা হচ্ছে, হামলায় টিটিপির শীর্ষ নেতা ক্বারী সাইফুল্লাহ মেসুদসহ আরও কয়েকজন সহযোগীও প্রাণ হারিয়েছেন।
সূত্রের বরাতে জানা গেছে, কাবুলে নূর ওয়ালির গাড়ি লক্ষ্য করেই হামলা চালানো হয়। এতে গাড়িটি সম্পূর্ণ ধ্বংস হয় এবং তিনি গুরুতর আহত হন। সম্প্রতি টিটিপির হামলায় পাকিস্তানের ১২ সেনা নিহত হওয়ার প্রতিশোধ হিসেবেই এই অভিযান চালানো হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
আফগান তালেবান সরকারের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ হামলার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, ঘটনাস্থলে ছোট আকারের বিস্ফোরণ হয়েছে এবং জনগণকে আতঙ্কিত না হওয়ার আহ্বান জানিয়েছেন।