১৪ অগাস্ট ২০২৫, বৃহস্পতিবার, ২৮ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

ন্যাকে ‘এ’ গ্রেড পেল লেডি ব্রেবোর্ন কলেজ

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ১ জুন ২০২২, বুধবার
  • / 43

পুবের কলম প্রতিবেদক:  ন্যাশনাল অ্যাসেসমেন্ট অ্যান্ড অ্যাক্রিডিটেশন কাউন্সিল (ন্যাক), এর মূল্যায়নে ‘এ’ গ্রেড পেল লেডি ব্রেবোর্ন কলেজ।

উল্লেখ্য, এর আগেও তিনবার ‘এ’ গ্রেড পেয়েছে এই কলেজ। এই বিষয়ে কলেজের অধ্যক্ষ শিউলি সরকার জানিয়েছেন, এই সাফল্য কলেজের গর্ব। পর পর তিনবার রাজ্যের কোনও কলেজ এ গ্রেড পায়নি। সেদিক থেকে দেখলে কলেজের এই সাফল্য নজিরবিহীন। অধ্যক্ষ জানান, এতে কলেজের ছাত্রী, শিক্ষক-শিক্ষিকা, শিক্ষাকর্মী, আধিকারিক, প্রাক্তনী সংসদ সবাই সমান কৃতিত্বের দাবিদার। সকলের সহযোগিতার ফলেই বারবার এই সাফল্য অর্জন করে চলেছে কলেজ। গত সপ্তাহেই মূল্যায়নের জন্য ন্যাক-এর সদস্যরা কলেজে এসেছিলেন। তাঁরা কলেজের পঠন-পাঠন গবেষণা ইত্যাদির ভূয়সী প্রশংসা করেছিলেন বলে জানান শিউলিদেবী।

আরও পড়ুন: ন্যাকের তালিকায় বিশ্বভারতীর অবনমন

বলেন, কলেজের ১১৬ শিক্ষকের মধ্যে ৯৪ জনেরই পিএইচডি রয়েছে।   ২০ জন আবার কলকাতা বিশ্ববিদ্যালয়ের পিএইচডি গাইড। গত ৫ বছরে বিভিন্ন জার্নালে ৩৭৪টি গবেষণাপত্র প্রকাশিত হয়েছে। গত ৫ বছরে গবেষণার বিভিন্ন খাতে কেন্দ্রের থেকে কলেজ ৮ কোটি ৬০ লক্ষ টাকার অনুদান পেয়েছে। এই তথ্যগুলির খুবই প্রশংসা করেন ন্যাক-এর সদস্যরা।

এর সঙ্গে প্রাক্তনী সংসদের ভূমিকাও তাঁদের মুগ্ধ করেছে। কারণ প্রাক্তনীদের পক্ষ থেকেও ১০ লক্ষ টাকা তুলে দেওয়া হয়েছে। এই উদ্যোগে খুশি কলেজ কর্তৃপক্ষ।

 

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ন্যাকে ‘এ’ গ্রেড পেল লেডি ব্রেবোর্ন কলেজ

আপডেট : ১ জুন ২০২২, বুধবার

পুবের কলম প্রতিবেদক:  ন্যাশনাল অ্যাসেসমেন্ট অ্যান্ড অ্যাক্রিডিটেশন কাউন্সিল (ন্যাক), এর মূল্যায়নে ‘এ’ গ্রেড পেল লেডি ব্রেবোর্ন কলেজ।

উল্লেখ্য, এর আগেও তিনবার ‘এ’ গ্রেড পেয়েছে এই কলেজ। এই বিষয়ে কলেজের অধ্যক্ষ শিউলি সরকার জানিয়েছেন, এই সাফল্য কলেজের গর্ব। পর পর তিনবার রাজ্যের কোনও কলেজ এ গ্রেড পায়নি। সেদিক থেকে দেখলে কলেজের এই সাফল্য নজিরবিহীন। অধ্যক্ষ জানান, এতে কলেজের ছাত্রী, শিক্ষক-শিক্ষিকা, শিক্ষাকর্মী, আধিকারিক, প্রাক্তনী সংসদ সবাই সমান কৃতিত্বের দাবিদার। সকলের সহযোগিতার ফলেই বারবার এই সাফল্য অর্জন করে চলেছে কলেজ। গত সপ্তাহেই মূল্যায়নের জন্য ন্যাক-এর সদস্যরা কলেজে এসেছিলেন। তাঁরা কলেজের পঠন-পাঠন গবেষণা ইত্যাদির ভূয়সী প্রশংসা করেছিলেন বলে জানান শিউলিদেবী।

আরও পড়ুন: ন্যাকের তালিকায় বিশ্বভারতীর অবনমন

বলেন, কলেজের ১১৬ শিক্ষকের মধ্যে ৯৪ জনেরই পিএইচডি রয়েছে।   ২০ জন আবার কলকাতা বিশ্ববিদ্যালয়ের পিএইচডি গাইড। গত ৫ বছরে বিভিন্ন জার্নালে ৩৭৪টি গবেষণাপত্র প্রকাশিত হয়েছে। গত ৫ বছরে গবেষণার বিভিন্ন খাতে কেন্দ্রের থেকে কলেজ ৮ কোটি ৬০ লক্ষ টাকার অনুদান পেয়েছে। এই তথ্যগুলির খুবই প্রশংসা করেন ন্যাক-এর সদস্যরা।

এর সঙ্গে প্রাক্তনী সংসদের ভূমিকাও তাঁদের মুগ্ধ করেছে। কারণ প্রাক্তনীদের পক্ষ থেকেও ১০ লক্ষ টাকা তুলে দেওয়া হয়েছে। এই উদ্যোগে খুশি কলেজ কর্তৃপক্ষ।