নেই শ্মশান, মৃতদেহ নিয়ে পুরসভার গেটে বিক্ষোভ লিঙ্গায়েত সম্প্রদায়ের

- আপডেট : ২৭ জুলাই ২০২৫, রবিবার
- / 14
পুবের কলম, মুম্বাই: মৃতদেহ সৎকারের জন্য নেই কোনও শ্মশান। এনিয়ে দীর্ঘদিনের ক্ষোভ লিঙ্গায়েত সম্প্রদায়ের। রবিবার গ্রামের এক ব্যক্তি মৃত্যু হয়েছে, শ্মশান না থাকায় দেহ সৎকার হয়নি। মহারাষ্ট্রের বিজেপি সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে মৃতদেহ নিয়ে বিক্ষোভ দেখান বীড জেলার লিঙ্গায়েত সম্প্রদায়। এদিন বীড জেলার আম্বাজোগাই শহরে পুরসভার গেটের সামনে মৃতদেহ নিয়ে বসে পড়েন তারা। লিঙ্গায়েত সম্প্রদায়ের এক ব্যক্তির অভিযোগ, মৃতদেহ সৎকারের জন্য তাঁদের কোনও শ্মশান নেই। সরকারের উপর চাপ সৃষ্টি করতে এবং তাদের দাবি আদায়ের জন্য মৃতদেহ নিয়ে বিক্ষোভ করছি।
সূত্রের খবর, লিঙ্গায়েত সম্প্রদায় দীর্ঘদিন ধরে বারাখাম্বি এলাকার একটি শ্মশানের উপর নির্ভর করে আসছে। এই পবিত্র স্থানটি প্রত্নতাত্ত্বিক বিভাগ দ্বারা দখল করা হয়েছে বলে অভিযোগ। ফলে তাঁদের মৃতদেহের শেষকৃত্য সম্পন্ন করার জন্য কোনও জায়গা নেই। রবিবার লিঙ্গায়েত সম্প্রদায়ের এক ব্যক্তির মৃত্যু হলে ক্ষোভ চরমে ওঠে। মৃতদেহ নিয়ে পুরসভার কার্যালয়ে বিক্ষোভ দেখান তারা। পুরসভার গেটের সামনে দেহ রেখে প্রশাসনের বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন। প্ল্যাকার্ড হাতে রাজ্য সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন তারা। অম্বাজোগাই বিজেপি বিধায়ক নমিতা মুন্ডাদার বিরুদ্ধেও স্লোগান দিতে দেখা যায় তাঁদের। এই ঘটনা প্রকাশ্যে আসতেই অস্বস্তিতে পড়েছে ফড়নবীশ সরকার।