১৩ অগাস্ট ২০২৫, বুধবার, ২৭ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
BREAKING :
এমফিলে ভর্তি হবেন না, পড়ুয়াদের সচেতন করল ইউজিসি

সামিমা এহসানা
- আপডেট : ২৭ ডিসেম্বর ২০২৩, বুধবার
- / 12
পুবের কলম ওয়েব ডেস্ক: ২০২২ সালেই এমফিল অর্থাৎ মাস্টার অফ ফিলোজফি ডিগ্রিকে অবৈধ ঘোষণা করে দিয়েছিল ইউজিসি। কোনও বিশ্ববিদ্যালয় যেন এই ডিগ্রির জন্য পড়ুয়াদের ভর্তি না নেয় এই নির্দেশিকা দেওয়ার পরও কয়েকটি বিশ্ববিদ্যালয় এমফিল প্রোগ্রাম চালিয়ে যাচ্ছিল। এই মর্মে বুধবার নতুন করে আবার ইউজিসি সচেতন করল বিশ্ববিদ্যালয়গুলিকে। পাশাপাশি পড়ুয়াদেরও পরামর্শ দেওয়া হয়েছে, তারা যেন কোনও বিশ্ববিদ্যালয়ের এমফিল কোর্সে ভর্তি না হয়।
Tag :
MPhil not recognised degree anymore warns university panel এমফিল এমফিল স্বীকৃত ডিগ্রি নয় এমফিলে ভর্তি হবেন না পড়ুয়াদের সচেতন করল ইউজিসি