০৬ নভেম্বর ২০২৫, বৃহস্পতিবার, ১৯ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

সিবিএসই’র দশম শ্রেণির ফলে রাজ্যে প্রথম নারায়ণা স্কুলের তৃষা

সুস্মিতা
  • আপডেট : ১৬ মে ২০২৫, শুক্রবার
  • / 192

নারায়ণা স্কুলে দশম-দ্বাদশে পাশের হার ৯৯.২ শতাংশ

পুবের কলম ওয়েবডেস্ক: সিবিএস’ই দশম এবং দ্বাদশ শ্রেণির পরীক্ষার ফলাফলে রাজ্যের বেসরকারি স্কুলগুলির মধ্যে শীর্ষে রয়েছে নারায়ণা স্কুলের দশম এবং দ্বাদশ শ্রেণির পরীক্ষার্থীরা। সারা দেশের মধ্যেও এ রাজ্যের নারায়ণা স্কুলের স্থান অন্যতম। এ বারও তার প্রতিফলন ঘটল। নারায়ণা স্কুল থেকে মোট দশম শ্রেণিতে পরীক্ষা দিয়েছিল ১৩০২ জন এবং দ্বাদশ থেকে পরীক্ষা দিয়েছিল ১৭৬৮ জন। দশম-দ্বাদশ শ্রেণি মিলে মোট পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছে ৯৯.২ শতাংশ।

বৃহস্পতিবার কলকাতা প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলনে নারায়ণা স্কুলের পশ্চিমবঙ্গের অ্যাকাডেমিক প্রধান প্রিয়াঙ্কা মুখার্জি বলেন, দু’দিন আগে সিবিএসই রেজাল্ট বের হয়েছে। এ রাজ্যের স্কুলগুলিতে গত বছর থেকে ফল ভাল হয়েছে এবছর। এ রাজ্যের পড়ুয়াদের যাতে আরও ভাল পরিষেবা দিতে পারি, তার প্রয়াস চলছে। সারা দেশে নারায়ণার স্কুলের সংখ্যা ৯০০। এ রাজ্যে নারায়ণার ৩২টি স্কুল রয়েছে। এ বছর ৩টি স্কুল নতুন হয়েছে। দশম-দ্বাদশে আগামীতে আশাকরি আরও ভাল ফল হবে। এই স্কুলের পড়ুয়ারা যাতে আরও উন্নতি করতে পারে, সেই জন্য শিক্ষক-শিক্ষিকারা সবরকম প্রচেষ্টা চালাচ্ছে। দশম শ্রেণির পরীক্ষায় তৃষা ঘোষ শুধু স্কুলের মুখ উজ্বল করেনি, রাজ্যে প্রথম হয়েছে। আগামীতে ইঞ্জিনিয়ার হতে চায় তৃষা। আমরা চাই, বাংলার পড়ুয়াদের ভাল কুয়ালিটির শিক্ষা দিতে। পড়ুয়াদের সার্বিক উৎকর্ষ বৃদ্ধিতে স্কুল কর্তৃপক্ষ ইতিমধ্যে রাজ্যের একাধিক সংস্থাকে নিয়েও কাজ শুরু করেছে।

সিবিএসই’র দশম শ্রেণির ফলে রাজ্যে প্রথম নারায়ণা স্কুলের তৃষা

এ বছর সব স্কুলের মধ্যে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ অনুমোদিত নারায়ণা শিক্ষায়তন শুরু হয়েছে। রয়েছে নারায়ণা ইন্টারন্যাশনাল স্কুল। পশ্চিমবঙ্গ থেকে দশম শ্রেণিতে ১৩০২ জন পরীক্ষার্থীর মধ্যে ৯৯.২ শতাংশ পাশ করেছে। উচ্চ মাধ্যমিকে পরীক্ষার্থী ছিল ১৭৬৮ জন। এর মধ্যে পাশ করেছে ৯৮ শতাংশ।সিবিএসই’র দশম এবং দ্বাদশ শ্রেণির পরীক্ষার ফলাফলে নারায়ণার প্রথম ১০ জনের নামের তালিকা প্রকাশ করা হয়েছে। দশম শ্রেণিতে প্রথম দশ জনের মধ্যে ৯৫ শতাংশের বেশি নম্বর পেয়েছে ৪৯ জন পড়ুয়া। ৯০ শতাংশের বেশি নম্বর পেয়েছে ১৯৭ জন।

প্রথম দশ জনের মধ্যে রয়েছে কল্যাণীর তৃষা ঘোষ। ৫০০ নম্বরের মধ্যে তার প্রাপ্ত নম্বর ৪৯৮। মহেশতলার যশ রাজ চৌধুরি, হাওড়ার অঞ্জিশনা শ্রীমানি, বারাসতের তাবাসুম আবেদিন (হতে চায় চিকিৎসক), সোদপুরের পুষ্কর কুমার ঝা, নিউটাউনের অনুপম সিং, সোদপুরের সৌমিত্র ঘোষ, নিউটাউনের মুহাম্মদ আলবাব উল হক সহ মোট ১০ জন।এদের সকলের প্রাপ্ত নম্বর ৯৯.৬ থেকে ৯৬.৮ শতাংশ পর্যন্ত।

এদিকে নারায়ণার দ্বাদশ শ্রেণির ১৭৬৮ জন পরীক্ষার্থীর মধ্যে ৯৫ শতাংশের উপর নম্বর পেয়েছে ১৮ জন। ৯০ শতাংশের উপর নম্বর পেয়েছে ১২০ জন। হিউম্যানেটিস থেকে নারায়ণায় প্রথম হয়েছে অতির্য্য চৌধুরি (৯৮.২ শতাংশ), বিজ্ঞান বিভাগে প্রথম বেলাল খুরসিদ আহমেদ (৯৬.৬ শতাংশ), কমার্স থেকে প্রথম স্বরাজ পোদ্দার(৯৫.৬ শতাংশ)।

সিবিএসই’র দশম শ্রেণির ফলে রাজ্যে প্রথম নারায়ণা স্কুলের তৃষা

প্রথম দশ জনের মধ্যে রয়েছে নিউটাউনের অতির্য্য চৌধুরি, সামিহা আহমেদ, সোদপুরের সোমনাথ মাঝি, নিউটাউনের বেলাল খুরশিদ আহমেদ, হাওড়ার আরিবা তাহাসিন, নাসরিন সুলতানা ( হতে চায় চিকিৎসক) সহ বিভিন্ন ক্যাম্পাসের মোট ১০ জন। তাদের প্রাপ্ত নম্বর ৯৮.২ শতাংশ থেকে ৯৫.২ শতাংশের মধ্যে। ইতিমধ্যে নারায়ণা স্কুলের চেয়ারম্যান শুব্রমানিয়াম পংগুরু ঘোষণা করেছেন সিবিএসই’র দশম শ্রেণির প্রথম স্থানাধিকারি তৃষা ঘোষের স্নাতকে পড়াশোনায় সমস্তরকম সহযোগিতা করা হবে।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

সিবিএসই’র দশম শ্রেণির ফলে রাজ্যে প্রথম নারায়ণা স্কুলের তৃষা

আপডেট : ১৬ মে ২০২৫, শুক্রবার

নারায়ণা স্কুলে দশম-দ্বাদশে পাশের হার ৯৯.২ শতাংশ

পুবের কলম ওয়েবডেস্ক: সিবিএস’ই দশম এবং দ্বাদশ শ্রেণির পরীক্ষার ফলাফলে রাজ্যের বেসরকারি স্কুলগুলির মধ্যে শীর্ষে রয়েছে নারায়ণা স্কুলের দশম এবং দ্বাদশ শ্রেণির পরীক্ষার্থীরা। সারা দেশের মধ্যেও এ রাজ্যের নারায়ণা স্কুলের স্থান অন্যতম। এ বারও তার প্রতিফলন ঘটল। নারায়ণা স্কুল থেকে মোট দশম শ্রেণিতে পরীক্ষা দিয়েছিল ১৩০২ জন এবং দ্বাদশ থেকে পরীক্ষা দিয়েছিল ১৭৬৮ জন। দশম-দ্বাদশ শ্রেণি মিলে মোট পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছে ৯৯.২ শতাংশ।

বৃহস্পতিবার কলকাতা প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলনে নারায়ণা স্কুলের পশ্চিমবঙ্গের অ্যাকাডেমিক প্রধান প্রিয়াঙ্কা মুখার্জি বলেন, দু’দিন আগে সিবিএসই রেজাল্ট বের হয়েছে। এ রাজ্যের স্কুলগুলিতে গত বছর থেকে ফল ভাল হয়েছে এবছর। এ রাজ্যের পড়ুয়াদের যাতে আরও ভাল পরিষেবা দিতে পারি, তার প্রয়াস চলছে। সারা দেশে নারায়ণার স্কুলের সংখ্যা ৯০০। এ রাজ্যে নারায়ণার ৩২টি স্কুল রয়েছে। এ বছর ৩টি স্কুল নতুন হয়েছে। দশম-দ্বাদশে আগামীতে আশাকরি আরও ভাল ফল হবে। এই স্কুলের পড়ুয়ারা যাতে আরও উন্নতি করতে পারে, সেই জন্য শিক্ষক-শিক্ষিকারা সবরকম প্রচেষ্টা চালাচ্ছে। দশম শ্রেণির পরীক্ষায় তৃষা ঘোষ শুধু স্কুলের মুখ উজ্বল করেনি, রাজ্যে প্রথম হয়েছে। আগামীতে ইঞ্জিনিয়ার হতে চায় তৃষা। আমরা চাই, বাংলার পড়ুয়াদের ভাল কুয়ালিটির শিক্ষা দিতে। পড়ুয়াদের সার্বিক উৎকর্ষ বৃদ্ধিতে স্কুল কর্তৃপক্ষ ইতিমধ্যে রাজ্যের একাধিক সংস্থাকে নিয়েও কাজ শুরু করেছে।

সিবিএসই’র দশম শ্রেণির ফলে রাজ্যে প্রথম নারায়ণা স্কুলের তৃষা

এ বছর সব স্কুলের মধ্যে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ অনুমোদিত নারায়ণা শিক্ষায়তন শুরু হয়েছে। রয়েছে নারায়ণা ইন্টারন্যাশনাল স্কুল। পশ্চিমবঙ্গ থেকে দশম শ্রেণিতে ১৩০২ জন পরীক্ষার্থীর মধ্যে ৯৯.২ শতাংশ পাশ করেছে। উচ্চ মাধ্যমিকে পরীক্ষার্থী ছিল ১৭৬৮ জন। এর মধ্যে পাশ করেছে ৯৮ শতাংশ।সিবিএসই’র দশম এবং দ্বাদশ শ্রেণির পরীক্ষার ফলাফলে নারায়ণার প্রথম ১০ জনের নামের তালিকা প্রকাশ করা হয়েছে। দশম শ্রেণিতে প্রথম দশ জনের মধ্যে ৯৫ শতাংশের বেশি নম্বর পেয়েছে ৪৯ জন পড়ুয়া। ৯০ শতাংশের বেশি নম্বর পেয়েছে ১৯৭ জন।

প্রথম দশ জনের মধ্যে রয়েছে কল্যাণীর তৃষা ঘোষ। ৫০০ নম্বরের মধ্যে তার প্রাপ্ত নম্বর ৪৯৮। মহেশতলার যশ রাজ চৌধুরি, হাওড়ার অঞ্জিশনা শ্রীমানি, বারাসতের তাবাসুম আবেদিন (হতে চায় চিকিৎসক), সোদপুরের পুষ্কর কুমার ঝা, নিউটাউনের অনুপম সিং, সোদপুরের সৌমিত্র ঘোষ, নিউটাউনের মুহাম্মদ আলবাব উল হক সহ মোট ১০ জন।এদের সকলের প্রাপ্ত নম্বর ৯৯.৬ থেকে ৯৬.৮ শতাংশ পর্যন্ত।

এদিকে নারায়ণার দ্বাদশ শ্রেণির ১৭৬৮ জন পরীক্ষার্থীর মধ্যে ৯৫ শতাংশের উপর নম্বর পেয়েছে ১৮ জন। ৯০ শতাংশের উপর নম্বর পেয়েছে ১২০ জন। হিউম্যানেটিস থেকে নারায়ণায় প্রথম হয়েছে অতির্য্য চৌধুরি (৯৮.২ শতাংশ), বিজ্ঞান বিভাগে প্রথম বেলাল খুরসিদ আহমেদ (৯৬.৬ শতাংশ), কমার্স থেকে প্রথম স্বরাজ পোদ্দার(৯৫.৬ শতাংশ)।

সিবিএসই’র দশম শ্রেণির ফলে রাজ্যে প্রথম নারায়ণা স্কুলের তৃষা

প্রথম দশ জনের মধ্যে রয়েছে নিউটাউনের অতির্য্য চৌধুরি, সামিহা আহমেদ, সোদপুরের সোমনাথ মাঝি, নিউটাউনের বেলাল খুরশিদ আহমেদ, হাওড়ার আরিবা তাহাসিন, নাসরিন সুলতানা ( হতে চায় চিকিৎসক) সহ বিভিন্ন ক্যাম্পাসের মোট ১০ জন। তাদের প্রাপ্ত নম্বর ৯৮.২ শতাংশ থেকে ৯৫.২ শতাংশের মধ্যে। ইতিমধ্যে নারায়ণা স্কুলের চেয়ারম্যান শুব্রমানিয়াম পংগুরু ঘোষণা করেছেন সিবিএসই’র দশম শ্রেণির প্রথম স্থানাধিকারি তৃষা ঘোষের স্নাতকে পড়াশোনায় সমস্তরকম সহযোগিতা করা হবে।