০৪ অক্টোবর ২০২৫, শনিবার, ১৭ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

NEET PG Counseling: নিট পিজি’র কাউন্সেলিংয়ের নির্দেশিকা এমসিসি’র

সুস্মিতা
  • আপডেট : ৩ অক্টোবর ২০২৫, শুক্রবার
  • / 430

পুবের কলম ওয়েবডেস্ক: দ্রুত নিট পিজি’র কাউন্সেলিং শুরু হবে। তার আগে বিস্তারিত নির্দেশিকা জারি করল মেডিক্যাল কাউন্সেলিং কমিটি (এমসিসি) Medical Counselling Committee (MCC)। ওই নির্দেশিকায় এমসিসি জানিয়েছে, দ্রুত কাউন্সেলিংয়ের দিনক্ষণ প্রকাশিত হবে। উল্লেখ্য ২০২৫ সালের নিট পিজির পরীক্ষার ফল প্রকাশ হয় আগস্ট মাসে। ১ লক্ষের বেশি পরীক্ষার্থী পরীক্ষা দেয়।

কী ভাবে অ্যালটমেন্ট হবে এই সম্পর্কে এমসিসি (এমসিসি) জানিয়েছে, তিনটি নরম্যাল রাউন্ডে কাউন্সেলিং চলবে। যে যে পরীক্ষার্থীরা আগের কোনও কোনও আসন পাবেন না, তিনি পরের রাউন্ডগুলিতে ফের সুযোগ পাবেন।প্রতি রাউন্ডে সিট অ্যালটমেন্ট প্রক্রিয়ায় বসার জন্য রেজিস্টার এবং ফর্মপূরণ করতে হবে।

সূত্রের খবর, প্রথম রাউন্ডের কাউন্সেলিং মাসখানেক ধরে চলতে পারে। বাকিগুলি দিনসাতেক ধরে চলতে পারে। একবার ফি দিয়ে রেজিস্টার করে ফেলার পরে, সর্বোচ্চ ৩টি পছন্দের প্রতিষ্ঠান বেছে নিতে পারবেন পরীক্ষার্থীরা।

এরপরে সংশ্লিষ্ট কমিটি সিট অ্যালটমেন্ট করে তার ফলাফল ওয়েবসাইটে প্রকাশ করবে। যাঁরা ওই অ্যালটমেন্টে সন্তুষ্ট হবেন তাঁরা সেই প্রতিষ্ঠানে নিয়ে ভর্তির প্রক্রিয়া শুরু করতে পারবেন। এরপরে সেই প্রতিষ্ঠান পড়ুয়ার যাবতীয় তথ্য এমসিসি-র কাছে পাঠাবে। তারপরেই ক্লাস শুরু করতে পারবেন সেই পড়ুয়া। mcc.nic.in এই ওয়েবসাইটে গিয়ে কাউন্সেলিং করতে হবে।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

NEET PG Counseling: নিট পিজি’র কাউন্সেলিংয়ের নির্দেশিকা এমসিসি’র

আপডেট : ৩ অক্টোবর ২০২৫, শুক্রবার

পুবের কলম ওয়েবডেস্ক: দ্রুত নিট পিজি’র কাউন্সেলিং শুরু হবে। তার আগে বিস্তারিত নির্দেশিকা জারি করল মেডিক্যাল কাউন্সেলিং কমিটি (এমসিসি) Medical Counselling Committee (MCC)। ওই নির্দেশিকায় এমসিসি জানিয়েছে, দ্রুত কাউন্সেলিংয়ের দিনক্ষণ প্রকাশিত হবে। উল্লেখ্য ২০২৫ সালের নিট পিজির পরীক্ষার ফল প্রকাশ হয় আগস্ট মাসে। ১ লক্ষের বেশি পরীক্ষার্থী পরীক্ষা দেয়।

কী ভাবে অ্যালটমেন্ট হবে এই সম্পর্কে এমসিসি (এমসিসি) জানিয়েছে, তিনটি নরম্যাল রাউন্ডে কাউন্সেলিং চলবে। যে যে পরীক্ষার্থীরা আগের কোনও কোনও আসন পাবেন না, তিনি পরের রাউন্ডগুলিতে ফের সুযোগ পাবেন।প্রতি রাউন্ডে সিট অ্যালটমেন্ট প্রক্রিয়ায় বসার জন্য রেজিস্টার এবং ফর্মপূরণ করতে হবে।

সূত্রের খবর, প্রথম রাউন্ডের কাউন্সেলিং মাসখানেক ধরে চলতে পারে। বাকিগুলি দিনসাতেক ধরে চলতে পারে। একবার ফি দিয়ে রেজিস্টার করে ফেলার পরে, সর্বোচ্চ ৩টি পছন্দের প্রতিষ্ঠান বেছে নিতে পারবেন পরীক্ষার্থীরা।

এরপরে সংশ্লিষ্ট কমিটি সিট অ্যালটমেন্ট করে তার ফলাফল ওয়েবসাইটে প্রকাশ করবে। যাঁরা ওই অ্যালটমেন্টে সন্তুষ্ট হবেন তাঁরা সেই প্রতিষ্ঠানে নিয়ে ভর্তির প্রক্রিয়া শুরু করতে পারবেন। এরপরে সেই প্রতিষ্ঠান পড়ুয়ার যাবতীয় তথ্য এমসিসি-র কাছে পাঠাবে। তারপরেই ক্লাস শুরু করতে পারবেন সেই পড়ুয়া। mcc.nic.in এই ওয়েবসাইটে গিয়ে কাউন্সেলিং করতে হবে।