নেপালে বিক্ষোভে আটক ভারতীয়দের উদ্ধার করতে বিশেষ বিমান পাঠাচ্ছে কেন্দ্র
- আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২৫, বুধবার
- / 194
পুবের কলম ওয়েবডেস্ক: নেপালে সরকারের বিরুদ্ধে তরুণ প্রজন্মের ব্যাপক বিক্ষোভ ও সংঘর্ষের কারণে বিপজ্জনক পরিস্থিতি তৈরি হয়েছে। এই অবস্থায় কাঠমান্ডু বিমানবন্দরে অন্তত ৪০০ ভারতীয় পর্যটক ও ভ্রমণকারী আটকে রয়েছেন। আতঙ্কিত অবস্থায় তারা দ্রুত নিরাপদে দেশে ফেরার আর্জি জানাচ্ছেন।
ভারতীয় দূতাবাস ইতিমধ্যেই নেপালি সেনার সঙ্গে যোগাযোগ করেছে এবং কেন্দ্রের নির্দেশে নেপালে আটকে থাকা ভারতীয়দের উদ্ধার করার প্রক্রিয়া শুরু হয়েছে। সূত্রের খবর, ভারতীয় বায়ুসেনা সম্ভবত দু’টি বিশেষ বিমান নেপালে পাঠাবে, যা দ্রুত তাদের দেশে ফিরিয়ে আনবে।
আশা করা হচ্ছে, আগামী বৃহস্পতিবার বিমানগুলি কাঠমান্ডু পৌঁছাবে। নেপালে সরকার বিরোধী বিক্ষোভের মধ্যে দেশটির প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির বিরুদ্ধে দুর্নীতি ও অন্যান্য অভিযোগ রয়েছে। সম্প্রতি সেখানকার ২৬টি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম নিষিদ্ধ করা হলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে।
রাস্তায় নেমে তরুণরা পুলিশের ব্যারিকেড ভেঙে সহিংসতা শুরু করেছে। এখন পর্যন্ত সংঘর্ষে অন্তত ২২ বিক্ষোভকারী নিহত এবং ২৫০’র বেশি আহত।ভারতীয় বিদেশ মন্ত্রক ইতিমধ্যেই নেপালে থাকা নাগরিকদের সতর্ক করেছে। কেন্দ্রের এই উদ্যোগকে ‘নিরাপত্তা ও উদ্ধার অভিযান’ হিসেবে দেখা হচ্ছে।



























