০১ অগাস্ট ২০২৫, শুক্রবার, ১৬ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

বিয়ার খাচ্ছে বাঁদর! ভাইরাল ভিডিও

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ২ নভেম্বর ২০২২, বুধবার
  • / 64

পুবের কলম, ওয়েবডেস্ক:  সোশ্যাল মিডিয়ায় অনেক অদ্ভূত ভিডিও ভাইরাল হয়। যা জনমানসে নানা ধরনের ভাবধারা তৈরি করে। অনেক সময় কিছু মজাদার ভিডিও সামাজিক মাধ্যমে দেখা যায়, যা মানুষকে আনন্দ দেয়।

বর্তমান সময় প্রায় সকলের কাছেই রয়েছে মুঠোফোন। আর সেই মোবাইলের এক ক্লিকেই গোটা দুনিয়ার নানাধরনের কর্মকাণ্ডই এখন মানুষের হাতের মুঠোয়। এবার সেই ধরনের একটি ভিডিও পাওয়া গেল, যেখানে দেখা গেছে এক সুরাপ্রেমী বাঁদরকে, যার হাতে রয়েছে একটি বিয়ারের বোতল।

আরও পড়ুন: ভারতীয় ছাত্রের সঙ্গে অমানবিক আচরণ, হাতকড়া পরিয়ে দেশে ফেরত পাঠাল ট্রাম্প প্রশাসন

উত্তরপ্রদেশের রায়বরেলিতে এই সুরাপ্রেমী বাঁদরের বিয়ার পান করার ভিডিও ভাইরাল হয়েছে। এমনকী শুধু সুরা পান করাই নয়, বাঁদরটি রীতিমতো আস্তানা গেড়েছে, রায়বরেলির আঁচলগঞ্জের একটি মদের দোকানে।

দোকান থেকে মদ,  বিয়ার চুরি করে দিব্যি কাজ চালাচ্ছে সে। এমনকী  খদ্দেরের হাত থেকে বিয়ারের ক্যান ছোঁ মেরে টেনে নিয়ে তড়তড়িয়ে গাছের উপর উঠে যাচ্ছে। আর তার পর ক্যান খুলে দিব্যি গলায় ঢকঢক করে বিয়ার ঢালছে সে। সুরাপ্রেমী বাঁদরের জ্বালায় প্রাণ ওষ্ঠাগত হয়ে উঠেছে খদ্দের থেকে মদের দোকানের কর্মীদের।

ক্রমশই উৎপাত বেড়েই চলেছে সুরাপ্রেমী বাঁদরের। বাঁদরের কারণে বিক্রি বাট্টা লাটে উঠতে বসেছে। মাতাল বাঁদরের জ্বালায় সোজা কর্তৃপক্ষকে নালিশও জানিয়েছেন মদের দোকানের এক  কর্মচারী।

ওই দোকানের এক কর্মচারীর অভিযোগ,  বাঁদরের এতটাই দাপট যে, সে খরিদ্দারদের থেকে মদের  বোতল বা বিয়ারের ক্যান নিয়েই ক্ষান্ত থাকে না, বিয়ার নেওয়ার জন্য সোজা দোকানের ভিতর হানা দেয় সে। তার পরেই বোতল তুলে নিয়েই চম্পট।

সুরাপ্রেমী বাঁদর নিয়ে নাজেহাল মদের দোকানের মালিক। রাজ্যের আবগারি দফতরকে বিষয়টি জানানো হয়েছে। বন দফতরের সাহায্য নিয়ে মাতাল বাঁদরকে ধরার চেষ্টা চালানো হচ্ছে।

 

 

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

বিয়ার খাচ্ছে বাঁদর! ভাইরাল ভিডিও

আপডেট : ২ নভেম্বর ২০২২, বুধবার

পুবের কলম, ওয়েবডেস্ক:  সোশ্যাল মিডিয়ায় অনেক অদ্ভূত ভিডিও ভাইরাল হয়। যা জনমানসে নানা ধরনের ভাবধারা তৈরি করে। অনেক সময় কিছু মজাদার ভিডিও সামাজিক মাধ্যমে দেখা যায়, যা মানুষকে আনন্দ দেয়।

বর্তমান সময় প্রায় সকলের কাছেই রয়েছে মুঠোফোন। আর সেই মোবাইলের এক ক্লিকেই গোটা দুনিয়ার নানাধরনের কর্মকাণ্ডই এখন মানুষের হাতের মুঠোয়। এবার সেই ধরনের একটি ভিডিও পাওয়া গেল, যেখানে দেখা গেছে এক সুরাপ্রেমী বাঁদরকে, যার হাতে রয়েছে একটি বিয়ারের বোতল।

আরও পড়ুন: ভারতীয় ছাত্রের সঙ্গে অমানবিক আচরণ, হাতকড়া পরিয়ে দেশে ফেরত পাঠাল ট্রাম্প প্রশাসন

উত্তরপ্রদেশের রায়বরেলিতে এই সুরাপ্রেমী বাঁদরের বিয়ার পান করার ভিডিও ভাইরাল হয়েছে। এমনকী শুধু সুরা পান করাই নয়, বাঁদরটি রীতিমতো আস্তানা গেড়েছে, রায়বরেলির আঁচলগঞ্জের একটি মদের দোকানে।

দোকান থেকে মদ,  বিয়ার চুরি করে দিব্যি কাজ চালাচ্ছে সে। এমনকী  খদ্দেরের হাত থেকে বিয়ারের ক্যান ছোঁ মেরে টেনে নিয়ে তড়তড়িয়ে গাছের উপর উঠে যাচ্ছে। আর তার পর ক্যান খুলে দিব্যি গলায় ঢকঢক করে বিয়ার ঢালছে সে। সুরাপ্রেমী বাঁদরের জ্বালায় প্রাণ ওষ্ঠাগত হয়ে উঠেছে খদ্দের থেকে মদের দোকানের কর্মীদের।

ক্রমশই উৎপাত বেড়েই চলেছে সুরাপ্রেমী বাঁদরের। বাঁদরের কারণে বিক্রি বাট্টা লাটে উঠতে বসেছে। মাতাল বাঁদরের জ্বালায় সোজা কর্তৃপক্ষকে নালিশও জানিয়েছেন মদের দোকানের এক  কর্মচারী।

ওই দোকানের এক কর্মচারীর অভিযোগ,  বাঁদরের এতটাই দাপট যে, সে খরিদ্দারদের থেকে মদের  বোতল বা বিয়ারের ক্যান নিয়েই ক্ষান্ত থাকে না, বিয়ার নেওয়ার জন্য সোজা দোকানের ভিতর হানা দেয় সে। তার পরেই বোতল তুলে নিয়েই চম্পট।

সুরাপ্রেমী বাঁদর নিয়ে নাজেহাল মদের দোকানের মালিক। রাজ্যের আবগারি দফতরকে বিষয়টি জানানো হয়েছে। বন দফতরের সাহায্য নিয়ে মাতাল বাঁদরকে ধরার চেষ্টা চালানো হচ্ছে।