০৬ নভেম্বর ২০২৫, বৃহস্পতিবার, ১৯ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

মুহাম্মদ শামির পাশে দাঁড়ানোর বার্তা পাক তারকা রিজওয়ানের

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ২৬ অক্টোবর ২০২১, মঙ্গলবার
  • / 46

পুবের কলম, ওয়েবডেস্কঃ চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের কাছে টি-২০ বিশ্বকাপে হার স্বীকারের পর সমালোচনার মুখে পড়েছে কোহলিবাহিনী। তবে সোশ্যাল মিডিয়ায় সবচেয়ে বেশি হেনস্থার শিকার হয়েছেন ভারতের জোরে বোলার মুহাম্মদ শামি। কাকতালীয়ভাবে সেদিনের ম্যাচে সবচেয়ে বেশি রান দিয়েছিলেন শামি। মূলত, তিনি ইসলাম ধর্মাবলম্বীর হওয়ায় তাঁর ওপর হিন্দু উগ্রবাদীদের আক্রমণের ঝড় অনেকটা বেশি বইছে। শামিকে সরাসরি পাক এজেন্ট বলেও আক্রমণ করেছে তারা।শামির হেনস্থায় চুপ থাকেননি ভারতীয় ক্রিকেট মহল। শচীন তেন্ডুলকর থেকে শুরু করে বীরেন্দ্র সেহওয়াগ, হরভজন সিংহ, ইরফান পাঠানরা  এই ঘটনার নিন্দা করে শামির পাশে দাঁড়িয়েছেন।

এ বার ওয়াঘার ওপার থেকে শামির জন্য এল পাশে দাঁড়ানোর বার্তা। ওই ম্যাচে শামির বলে বেশ কিছু বড় শট খেলে পাকিস্তানের ওপেনার মুহাম্মদ রিজওয়ান এ বার তাঁর পাশে দাঁড়ালেন। ম্যাচ শেষ হয়ে যাওয়ার পরে কোনও এক জন ক্রিকেটারকে হারের জন্য দায়ী করা উচিত নয় বলেও জানিয়েছেন রিজওয়ান।

তিনি শামির একটি ছবি টুইট করে বলেন, ‘দেশ ও দেশের মানুষদের জন্য প্রচণ্ড চাপ, কষ্ট ও ত্যাগ স্বীকার করতে হয় ক্রিকেটারদের। শামি একজন তারকা ক্রিকেটার। বিশ্বের অন্যতম সেরা বোলার। দয়া করে তাঁকে যোগ্য সম্মান দিন। খেলা সবাইকে কাছাকাছি আনে, দূরত্ব তৈরি করে না।’

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

মুহাম্মদ শামির পাশে দাঁড়ানোর বার্তা পাক তারকা রিজওয়ানের

আপডেট : ২৬ অক্টোবর ২০২১, মঙ্গলবার

পুবের কলম, ওয়েবডেস্কঃ চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের কাছে টি-২০ বিশ্বকাপে হার স্বীকারের পর সমালোচনার মুখে পড়েছে কোহলিবাহিনী। তবে সোশ্যাল মিডিয়ায় সবচেয়ে বেশি হেনস্থার শিকার হয়েছেন ভারতের জোরে বোলার মুহাম্মদ শামি। কাকতালীয়ভাবে সেদিনের ম্যাচে সবচেয়ে বেশি রান দিয়েছিলেন শামি। মূলত, তিনি ইসলাম ধর্মাবলম্বীর হওয়ায় তাঁর ওপর হিন্দু উগ্রবাদীদের আক্রমণের ঝড় অনেকটা বেশি বইছে। শামিকে সরাসরি পাক এজেন্ট বলেও আক্রমণ করেছে তারা।শামির হেনস্থায় চুপ থাকেননি ভারতীয় ক্রিকেট মহল। শচীন তেন্ডুলকর থেকে শুরু করে বীরেন্দ্র সেহওয়াগ, হরভজন সিংহ, ইরফান পাঠানরা  এই ঘটনার নিন্দা করে শামির পাশে দাঁড়িয়েছেন।

এ বার ওয়াঘার ওপার থেকে শামির জন্য এল পাশে দাঁড়ানোর বার্তা। ওই ম্যাচে শামির বলে বেশ কিছু বড় শট খেলে পাকিস্তানের ওপেনার মুহাম্মদ রিজওয়ান এ বার তাঁর পাশে দাঁড়ালেন। ম্যাচ শেষ হয়ে যাওয়ার পরে কোনও এক জন ক্রিকেটারকে হারের জন্য দায়ী করা উচিত নয় বলেও জানিয়েছেন রিজওয়ান।

তিনি শামির একটি ছবি টুইট করে বলেন, ‘দেশ ও দেশের মানুষদের জন্য প্রচণ্ড চাপ, কষ্ট ও ত্যাগ স্বীকার করতে হয় ক্রিকেটারদের। শামি একজন তারকা ক্রিকেটার। বিশ্বের অন্যতম সেরা বোলার। দয়া করে তাঁকে যোগ্য সম্মান দিন। খেলা সবাইকে কাছাকাছি আনে, দূরত্ব তৈরি করে না।’