পাকিস্তানের বিমান হামলার প্রতিশোধে সীমান্তে প্রবল সংঘর্ষ, ভারী অস্ত্রে পালটা আফগান সেনাদের হামলা

- আপডেট : ১২ অক্টোবর ২০২৫, রবিবার
- / 259
পুবের কলম ওয়েবডেস্ক: আফগানিস্তানের রাজধানী কাবুলে পাকিস্তানের বিমানবাহিনীর হামলার জেরে দুই দেশের মধ্যে নতুন করে সংঘাত ছড়াল। শুক্রবার রাতে টিটিপি প্রধান নূর ওয়ালী মেসুদকে লক্ষ্য করে বিমান হামলা চালায় পাকিস্তান। তার প্রতিশোধে শনিবার রাতেই সীমান্তে পাক সেনাদের ওপর ভারী অস্ত্রে পালটা আক্রমণ চালায় আফগান সেনারা। ফলে দুই দেশের সেনাদের মধ্যে ব্যাপক গুলিবিনিময় ও সংঘর্ষের ঘটনা ঘটে।
আফগান সেনাবাহিনী জানিয়েছে, কাবুলে হামলার জবাবে তালেবান সীমান্তরক্ষীরা পূর্বাঞ্চলে পাকিস্তানি বাহিনীর বিভিন্ন পোস্টে আঘাত হেনেছে। সামাজিক মাধ্যমে ভাইরাল ভিডিওয় দেখা গেছে, আফগান সেনাদের কনভয় সীমান্তের দিকে অগ্রসর হচ্ছে।
এর আগে আফগান প্রতিরক্ষামন্ত্রী অভিযোগ করেন, পাকিস্তান কাবুলের আকাশসীমা লঙ্ঘন করে পাকতিকা প্রদেশের একটি মার্কেটে বোমাবর্ষণ করেছে। আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয় একে “নজিরবিহীন ও নিন্দনীয় আগ্রাসন” বলে অভিহিত করেছে।
সূত্র: আল-জাজিরা, রয়টার্স