ফের স্বাস্থ্যভবন উড়িয়ে দেওয়ার হুমকি মেল, তল্লাশি পুলিশের

- আপডেট : ২৭ মে ২০২৫, মঙ্গলবার
- / 148
পুবের কলম, ওয়েবডেস্ক: ফের স্বাস্থ্যভবন উড়িয়ে দেওয়ার হুমকি। সোমবারের পর মঙ্গলবারও মেলে হুমকি। IED বিস্ফোরণে স্বাস্থ্যভবন উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে। স্বাস্থ্যভবনে চারটি আরডিএক্স রাখা আছে। বিকেল পাঁচটার মধ্যে বিস্ফোরণ ঘটানো হবে বলে হুমকি দিয়ে মেল করা হয়েছে। খবর পেয়ে তড়িঘড়ি স্বাস্থ্যভবনে যায় বিধাননগর পুলিশ। তল্লাশি চালানো হয়।
পুলিশ সূত্রে খবর, তল্লাশি অভিযানে এখনও পর্যন্ত কিছুই মেলেনি। তবুও স্বাস্থ্য ভবনের সব জায়গায় ভাল করে তল্লাশি চালানো হচ্ছে। পর পর দু’দিন একই মর্মে বোমা রাখার হুমকি ইমেলকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। আতঙ্কও দেখা দিয়েছে স্বাস্থ্য ভবনের কর্মীদের মধ্যে। তবে কে বা কারা এই ইমেল পাঠিয়েছেন, তা এখনও জানা যায়নি। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।
প্রসঙ্গত, সোমবারও একটি হুমকি মেল করা হয়েছিল। বিধাননগরের পুলিশ আধিকারিকরা স্বাস্থ্যভবনে গিয়ে তল্লাশি চালায়। যদিও তল্লাশি চালিয়ে সন্দেহজনক কিছু পায়নি পুলিশ। সোমবারের মেলে দাবি করা হয়েছিল, ৩০ মিনিটের মধ্যে ৪টি আইইডি দিয়ে গোটা স্বাস্থ্যভবন উড়িয়ে দেওয়া হবে। এর পরেই আতঙ্ক ছড়িয়ে পড়ে। হুমকি মেলটি ভুয়ো বলে জানা যায়। এর পর সল্টলেক স্বাস্থ্যভবনের নিরাপত্তাও বাড়ানো হয়েছিল। মঙ্গলবার ফের একই ধরনের হুমকি পেয়ে রীতিমতো শোরগোল পড়ে যায়। কে বা কারা এই হুমকি মেল করছে, তা খতিয়ে দেখছে পুলিশ।