০২ ডিসেম্বর ২০২৫, মঙ্গলবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

উত্তরবঙ্গেই আটকে বর্ষা, রাজ্যে বাড়বে তাপমাত্রা

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ৬ জুন ২০২২, সোমবার
  • / 137

পুবের কলম প্রতিবেদক: দক্ষিণবঙ্গে বর্ষা নিয়ে আশারবানী শোনাতে পারল না আবহাওয়া দফতর। নির্ধারিত সময়ের ৪ দিন আগেই উত্তরবঙ্গে ঢুকেছিল দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু। বর্তমানে একই জায়গায় অবস্থানে রয়েছে। উত্তর-পূর্ব ভারতের সব রাজ্য অতিক্রম করে উত্তরবঙ্গে থমকে আছে মৌসুমি বায়ু। দক্ষিণবঙ্গে কোনও সহযোগী সিস্টেম নেই। এর ফলে শুক্রবার থেকে রবিবার পর্যন্ত উত্তরবঙ্গেই আটকে বর্ষা। দক্ষিণবঙ্গে বর্ষার এখনও কোনও পূর্বাভাস নেই।

আবহাওয়া দফতর জানিয়েছে, দক্ষিণবঙ্গে আপাতত আবহাওয়ার পরিবর্তন হবে না। আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। স্থানীয়ভাবে বজ্রগর্ভ মেঘ থেকে বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। উত্তরবঙ্গ লাগোয়া জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা কিছুটা বেশি। মঙ্গল-বুধবার নাগাদ বীরভূম, নদিয়া, মুর্শিদাবাদ, পশ্চিম বর্ধমানে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা।

আরও পড়ুন: SIR আবহে তৃণমূলের মেগা বৈঠক ডাকলেন অভিষেক, নজরে মতুয়া এলাকা ও উত্তরবঙ্গ

আগামী দু-তিন দিনে তাপমাত্রা কিছুটা বাড়তে পারে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। পশ্চিমের জেলাগুলিতে গরম একটু বেশি হবে। মঙ্গল-বুধবার নাগাদ ঝাড়খন্ড,  ওড়িশা সংলগ্ন জেলাগুলিতে তাপপ্রবাহের প্রভাব পড়তে পারে।

আরও পড়ুন: মুখ্যমন্ত্রীর উদ্যোগে উত্তরবঙ্গের বালাসন নদীর উপর তৈরি হল অস্থায়ী সেতু, শিলিগুড়ি-মিরিক যোগাযোগ ফের সহজ

অন্যদিকে,আগামী কয়েকদিন বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এই পাঁচ জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস। মালদা এবং দুই দিনাজপুরে ও মাঝারি থেকে বিক্ষিপ্ত ও ভারী বৃষ্টি সম্ভাবনা রয়েছে। কোচবিহার-জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা। মঙ্গলবার প্রবল বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গে এবং সিকিমে।

আরও পড়ুন: উত্তরবঙ্গের জন্য ১০ লক্ষ টাকা মুখ্যমন্ত্রীর ত্রান তহবিলে দেবেন মেসি

 

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

উত্তরবঙ্গেই আটকে বর্ষা, রাজ্যে বাড়বে তাপমাত্রা

আপডেট : ৬ জুন ২০২২, সোমবার

পুবের কলম প্রতিবেদক: দক্ষিণবঙ্গে বর্ষা নিয়ে আশারবানী শোনাতে পারল না আবহাওয়া দফতর। নির্ধারিত সময়ের ৪ দিন আগেই উত্তরবঙ্গে ঢুকেছিল দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু। বর্তমানে একই জায়গায় অবস্থানে রয়েছে। উত্তর-পূর্ব ভারতের সব রাজ্য অতিক্রম করে উত্তরবঙ্গে থমকে আছে মৌসুমি বায়ু। দক্ষিণবঙ্গে কোনও সহযোগী সিস্টেম নেই। এর ফলে শুক্রবার থেকে রবিবার পর্যন্ত উত্তরবঙ্গেই আটকে বর্ষা। দক্ষিণবঙ্গে বর্ষার এখনও কোনও পূর্বাভাস নেই।

আবহাওয়া দফতর জানিয়েছে, দক্ষিণবঙ্গে আপাতত আবহাওয়ার পরিবর্তন হবে না। আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। স্থানীয়ভাবে বজ্রগর্ভ মেঘ থেকে বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। উত্তরবঙ্গ লাগোয়া জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা কিছুটা বেশি। মঙ্গল-বুধবার নাগাদ বীরভূম, নদিয়া, মুর্শিদাবাদ, পশ্চিম বর্ধমানে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা।

আরও পড়ুন: SIR আবহে তৃণমূলের মেগা বৈঠক ডাকলেন অভিষেক, নজরে মতুয়া এলাকা ও উত্তরবঙ্গ

আগামী দু-তিন দিনে তাপমাত্রা কিছুটা বাড়তে পারে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। পশ্চিমের জেলাগুলিতে গরম একটু বেশি হবে। মঙ্গল-বুধবার নাগাদ ঝাড়খন্ড,  ওড়িশা সংলগ্ন জেলাগুলিতে তাপপ্রবাহের প্রভাব পড়তে পারে।

আরও পড়ুন: মুখ্যমন্ত্রীর উদ্যোগে উত্তরবঙ্গের বালাসন নদীর উপর তৈরি হল অস্থায়ী সেতু, শিলিগুড়ি-মিরিক যোগাযোগ ফের সহজ

অন্যদিকে,আগামী কয়েকদিন বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এই পাঁচ জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস। মালদা এবং দুই দিনাজপুরে ও মাঝারি থেকে বিক্ষিপ্ত ও ভারী বৃষ্টি সম্ভাবনা রয়েছে। কোচবিহার-জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা। মঙ্গলবার প্রবল বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গে এবং সিকিমে।

আরও পড়ুন: উত্তরবঙ্গের জন্য ১০ লক্ষ টাকা মুখ্যমন্ত্রীর ত্রান তহবিলে দেবেন মেসি