৪ অক্টোবর থেকে শুরু আরবিআই-এর নতুন চেক ক্লিয়ারিং ব্যবস্থা

- আপডেট : ১৪ অগাস্ট ২০২৫, বৃহস্পতিবার
- / 24
পুবের কলম ওয়েবডেস্ক : রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া (আরবিআই) এর তরফে ঘোষণা করা হয়েছে যে, তারা সম্প্রতি চেক ক্লিয়ারিং প্রক্রিয়ায় বড় পরিবর্তন আনতে চলেছে। যেটি আগামী ৪ অক্টোবর থেকে কার্যকর হবে বলে শোনা যাচ্ছে। এই নতুন ব্যবস্থায় ব্যাংকে টাকা জমা দেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই চেক ক্লিয়ার হয়ে যাবে।
বর্তমান প্রক্রিয়ায় চেক ক্লিয়ারিং-এ অনন্তকাল পর্যন্ত সময় লেগে যায়। তবে নতুন এই নিয়মে তা কমে আসবে মাত্র কয়েক ঘণ্টায়। আরবিআই সূত্রের খবর, চেক ট্রাঙ্কেশন সিস্টেম-কে সরিয়ে নিয়ে আসা হবে অন-রিয়েলাইজেশন-সেটেলমেন্ট সহ ক্রমাগত ক্লিয়ারিং পদ্ধতিতে। যেটি সকলের জন্যই খুবই সুবিধাজনক হবে।
প্রথম পর্ব শুরু হবে ৪ অক্টোবর ২০২৫ থেকে এবং চলবে ২ জানুয়ারি ২০২৬ পর্যন্ত। আর দ্বিতীয় ধাপ ৩ জানুয়ারি ২০২৬ থেকে শুরু হবে। এই সময়ের মধ্যে প্রাপ্ত চেক শাখা থেকে সঙ্গে সঙ্গে স্ক্যান করে ক্লিয়ারিং হাউসে পাঠিয়ে দিতে হবে। প্রতিটি চেকের জন্যই ব্যাংকগুলোকে ইতিবাচক বা নেতিবাচক নিশ্চিতকরণ দিতে হবে।
আরবিআই সূত্রে আরও জানা গেছে, প্রথম ধাপে ড্রই ব্যাংককে প্রতিদিন সন্ধ্যা ৭টার মধ্যে নিশ্চিতকরণ জানিয়ে দিতে হবে। তা না হলে চেক স্বয়ংক্রিয়ভাবে অনুমোদিত ধরে নিয়ে নিষ্পত্তিতে অন্তর্ভুক্ত করে দেওয়া হবে। এরপর দ্বিতীয় ধাপে আসবে T+3 ঘন্টা নিয়ম।
উল্লেখ্য, সকাল ১০টা থেকে ১১টার মধ্যে প্রাপ্ত চেক দুপুর ২টার মধ্যে নিশ্চিত করে নিতে হবে। পর্যাপ্ত সময়মত না করলে তা অনুমোদিত হিসেবে ধরে নেওয়া হবে। সমস্ত প্রক্রিয়া সম্পন্ন হয়ে গেলে ক্লিয়ারিং হাউস ব্যাংককে ফলাফল জানাবে।
তারপর ব্যাংককে গ্রাহকের অ্যাকাউন্টে টাকা জমা দিতে হবে এক ঘণ্টার মধ্যেই। এছাড়া আরবিআই আরও নির্দেশ দিয়েছে যে, ব্যাংকগুলোকে অবশ্যই গ্রাহকদের এই নতুন প্রক্রিয়া ও নিয়ম সম্পর্কে সচেতন করতে হবে।