০১ মে ২০২৫, বৃহস্পতিবার, ১৮ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
BRAKING :
ফের সক্রিয় ইডি, ৩ জানুয়ারি কেজরিওয়ালকে তলব এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের

কিবরিয়া আনসারি
- আপডেট : ২৩ ডিসেম্বর ২০২৩, শনিবার
- / 15
নয়াদিল্লি, ২৩ ডিসেম্বর: ফের সক্রিয় ইডি। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ফের তলব করব এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। আগামী ৩ জানুয়ারি ইডি দফতরে তলব করা হয়েছে কেজরিওয়ালকে। আবগারি দুর্নীতি মামলায় ক্রমশ চাপ বাড়ছে আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়ালের। প্রসঙ্গত, এর আগেও দিল্লির মুখ্যমন্ত্রীকে দু’বার সমন পাঠিয়েছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। প্রথমবার হাজিরা দিলেও দ্বিতীয়বার হাজিরা দেননি তিনি। ৩ জানুয়ারি দিল্লির ইডি দফতরে তাঁকে হাজির হতে বলা হয়েছে। কিন্তু কেজরিওয়াল হাজির দেবেন কিনা! তা নিয়ে জল্পনা শুরু হয়েছে।