তিরুবনন্তপুরমঃ লকডাউনে যখন ঘরবন্দি মানুষ কীভাবে দিন কাটাবেন তা ভেবে প্রাণ ওষ্ঠাগত হয়ে উঠেছিল তখন অনেকেই এই সময়টা ইতিবাচক কাজেও ব্যবহার করার চেষ্টা করেছেন। তবে কেরলের তিরুবনন্তপুরমের সফি বিক্রমণ যা করেছেন তা গিনেস বিশ্বরেকর্ডের বইতে স্থান পাওয়ার যোগ্য। সফি লকডাউনে ঘরবন্দি থাকার সময়ে ভারত এবং বিশ্বের কোথায় কোথায় ডাকযোগে কী কী কোর্স করা যায়, সে সম্পর্কে খোঁজখবর নিতে শুরু করেন। সব নথি সংগ্রহ করে সফি একের পরে এক কোর্সে ভর্তি হয়ে পড়াশোনা করে অনলাইনে পরীক্ষা দিয়ে যান। এভাবে তিনি বিশ্বের ১৬টি দেশের নানা শিক্ষা প্রতিষ্ঠানের ১৪৫টি কোর্সে পাশ করে সার্টিফিকেট পেয়েছেন।
এক সাক্ষাতকারে সফি বলেছেন, তিনি দিনে ২০ ঘণ্টা করে পড়াশোনা করতেন। কিছু কিছু কোর্স পড়তে পড়তে মনে হয়েছিল এতই কঠিন যে পাশ করতে পারবেন কিনা তা নিয়ে সংশয় ছিল। পরে অবশ্য সংশয় তিনি জয় করেছেন এবং সফল হয়েছেন।সফি আরও এক খবর দিয়েছেন, যা শুনে বিস্ময় জাগারই কথা।তিনি বলেছেন, পৃথিবীতে কত শিক্ষা প্রতিষ্ঠান কত কোর্স নিখরচায় পড়ায় তা সেই সময় চর্চা না করলে জানতেই পারতাম না। ১৪৫টি কোর্স করতে আমার কোনও খরচ হয়নি।ফি দিতে হলে এতগুলি কোর্স অআমি করতে পারতাম না। ফি দিতে হয়নি বলেই পেরেছি।



















