উত্তরবঙ্গে বন্যায় ক্ষতিগ্রস্ত পড়ুয়াদের পাশে এসআইও

- আপডেট : ১৭ অক্টোবর ২০২৫, শুক্রবার
- / 180
পুবের কলম ওয়েবডেস্ক: উত্তরবঙ্গের বন্যায় ক্ষতিগ্রস্ত ছাত্রছাত্রীদের পাশে দাঁড়াল ছাত্র সংগঠন স্টুডেন্টস ইসলামিক অর্গানাইজেশন অফ ইন্ডিয়া বা এসআইও। সংগঠনের উদ্যোগে নিউ জলপাইগুড়ি ও আশপাশের বন্যাকবলিত এলাকায় ক্ষতিগ্রস্ত পড়ুয়াদের হাতে বিশেষ স্কলারশিপ তুলে দেওয়া হয়েছে বলে জানা গেছে।
ছাত্র সংগঠনটির রাজ্য সাধারণ সম্পাদক আব্দুল ওয়াকিলের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল ক্ষতিগ্রস্ত পরিবারের সঙ্গে কথা বলেন এবং তাঁদের পরিস্থিতি খতিয়ে দেখেন। তান্দুর চা বাগান, বামনডাঙা, সুলকাপাড়া, ছরটন্ডু ও খয়েরবাড়ি—এই পাঁচটি এলাকার মোট ৩৮ জন ছাত্রছাত্রীকে নগদ অর্থ সহায়তা দেওয়া হয়।
আব্দুল ওয়াকিল জানান, “বন্যায় বহু পড়ুয়ার বইখাতা ও সার্টিফিকেট নষ্ট হয়ে গেছে। এই স্কলারশিপ তাঁদের আবার পড়াশোনায় ফিরতে সাহায্য করবে।” তিনি আরও বলেন, “এটি প্রাথমিক পর্যায়ের উদ্যোগ। আগামীতেও দুঃস্থ ও ক্ষতিগ্রস্ত পড়ুয়াদের পাশে এসআইও থাকবে।” প্রতিনিধি দলে আরও ছিলেন রাসেল কাইজার, উমর আলি মোমিন, রফিকুল ইসলাম এবং স্থানীয় সমাজকর্মী সেখ আমিনুল।