১৪ অক্টোবর ২০২৫, মঙ্গলবার, ২৭ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

চিনের পণ্যে ১০০ শতাংশ শুল্ক আরোপ, আরও তীব্র ট্রাম্পের ট্যারিফ যুদ্ধ

মোক্তার হোসেন মন্ডল
  • আপডেট : ১১ অক্টোবর ২০২৫, শনিবার
  • / 201

পুবের কলম ওয়েবডেস্ক: চিনের সঙ্গে বাণিজ্যযুদ্ধে আরও একধাপ এগোলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার তিনি ঘোষণা করেন, আগামী ১ নভেম্বর থেকে চিনা পণ্যের উপর ১০০ শতাংশ শুল্ক আরোপ করা হবে। একইসঙ্গে যুক্তরাষ্ট্র থেকে গুরুত্বপূর্ণ ও ‘ক্রিটিকাল’ সফটওয়্যার রপ্তানির ক্ষেত্রেও কঠোর নিয়ন্ত্রণ আরোপের কথা জানিয়েছেন তিনি।

ট্রাম্পের অভিযোগ, বাণিজ্যে চিন অতিরিক্ত আক্রমণাত্মক নীতি নিচ্ছে এবং মার্কিন শিল্পক্ষেত্রকে ক্ষতিগ্রস্ত করছে। ট্রুথ সোশ্যাল-এ দেওয়া পোস্টে তিনি বলেন, “বেজিংয়ের অন্যায্য বাণিজ্যনীতির বিরুদ্ধে আমেরিকা কঠোর প্রতিক্রিয়া দেখাবে।”

বিশেষজ্ঞরা মনে করছেন, এই সিদ্ধান্তে বিশ্বের দুই বৃহত্তম অর্থনীতির মধ্যে উত্তেজনা আরও বাড়বে। সম্প্রতি বিরল খনিজ রপ্তানিতে নিষেধাজ্ঞা আরোপ করেছিল বেজিং, যা আইফোন ও F-35 জেট তৈরিতে ব্যবহৃত হয়— ট্রাম্পের পদক্ষেপ সেই সিদ্ধান্তেরই জবাব।

Tag :

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

চিনের পণ্যে ১০০ শতাংশ শুল্ক আরোপ, আরও তীব্র ট্রাম্পের ট্যারিফ যুদ্ধ

আপডেট : ১১ অক্টোবর ২০২৫, শনিবার

পুবের কলম ওয়েবডেস্ক: চিনের সঙ্গে বাণিজ্যযুদ্ধে আরও একধাপ এগোলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার তিনি ঘোষণা করেন, আগামী ১ নভেম্বর থেকে চিনা পণ্যের উপর ১০০ শতাংশ শুল্ক আরোপ করা হবে। একইসঙ্গে যুক্তরাষ্ট্র থেকে গুরুত্বপূর্ণ ও ‘ক্রিটিকাল’ সফটওয়্যার রপ্তানির ক্ষেত্রেও কঠোর নিয়ন্ত্রণ আরোপের কথা জানিয়েছেন তিনি।

ট্রাম্পের অভিযোগ, বাণিজ্যে চিন অতিরিক্ত আক্রমণাত্মক নীতি নিচ্ছে এবং মার্কিন শিল্পক্ষেত্রকে ক্ষতিগ্রস্ত করছে। ট্রুথ সোশ্যাল-এ দেওয়া পোস্টে তিনি বলেন, “বেজিংয়ের অন্যায্য বাণিজ্যনীতির বিরুদ্ধে আমেরিকা কঠোর প্রতিক্রিয়া দেখাবে।”

বিশেষজ্ঞরা মনে করছেন, এই সিদ্ধান্তে বিশ্বের দুই বৃহত্তম অর্থনীতির মধ্যে উত্তেজনা আরও বাড়বে। সম্প্রতি বিরল খনিজ রপ্তানিতে নিষেধাজ্ঞা আরোপ করেছিল বেজিং, যা আইফোন ও F-35 জেট তৈরিতে ব্যবহৃত হয়— ট্রাম্পের পদক্ষেপ সেই সিদ্ধান্তেরই জবাব।