০২ জুলাই ২০২৫, বুধবার, ১৭ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

নবজাতকের জন্মের কয়েক ঘন্টার মধ্যেই মৃত্যুকে ঘিরে উত্তেজনা; ভাঙচুর বসিরহাট জেলা হাসপাতালে

রফিকুল হাসান
  • আপডেট : ১৯ অক্টোবর ২০২১, মঙ্গলবার
  • / 65

পুবের কলম প্রতিবেদক, বসিরহাটঃ নবজাতকের জন্মের পর কয়েক ঘন্টা কাটতে না কাটতেই মৃত্যুর সংবাদ আসায় উত্তেজনা ও ভাঙচুরের ঘটনা ঘটলো বসিরহাট জেলা হাসপাতালে।বসিরহাট মহকুমার হাড়োয়া থানার পুকুরিয়া গ্রামের বাসিন্দা রেজাউল মন্ডলের স্ত্রী রেশমা বিবি রবিবার  প্রসব যন্ত্রণা নিয়ে বসিরহাট জেলা হাসপাতালে ভর্তি হন। সোমবার রাতে তিনি এক পুত্র সন্তানের জন্ম দেন।

 পরিবারের লোকেদের অভিযোগ, শিশু জন্মানোর পর থেকে একবারও তাদের সামনে আনা হয়নি। তাদের পুত্র সন্তানের মুখও দেখানো হয়নি। মঙ্গলবার সকালে হাসপাতালে কর্মীরা বাড়ির লোককে জানান, তাদের নবজাতক পুত্র সন্তানের মৃত্যু হয়েছে। তখনই ক্ষোভে ফেটে পড়েন পরিবারের সদস্যরা। তাদের অভিযোগ শিশুপুত্রকে একবারও তাদের সামনে আনা হয়নি। তারপরে হঠাৎ করে মৃত্যুর সংবাদ দেওয়া হয়, যা যথেষ্টই সন্দেহজনক।

আরও পড়ুন: কাঁথিতে প্রসাদ খেয়ে অসুস্থ বহু গ্রামবাসী!

 বিষয়টি নিয়ে পরিবারের লোকজন বিক্ষোভ দেখাতে শুরু করে হাসপাতাল চত্বরে। এমনকি হাসপাতালে ভাঙচুরও চালানো হয়। ঘটনাস্থলে বসিরহাট থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলেও পুলিশকে ঘিরেও বিক্ষোভ দেখান পরিবারের সদস্যরা। তারা দাবী করছেন অবিলম্বে মৃত্যুর সঠিক কারণ তাদের জানাতে হবে এবং দোষীদের শাস্তির ব্যবস্থা করতে হবে। পাশাপাশি বসিরহাট স্বাস্থ্য জেলার সুপার কালিদাস পোদ্দার জানান এ ব্যাপারে কোনো নির্দিষ্ট অভিযোগ আমাদের কাছে জমা পড়েনি। তাও বিষয়টা আমরা দেখছি ঠিক কি হয়েছে।

আরও পড়ুন: ফ্লুর প্রাদুর্ভাব: উদ্বেগজনক হারে বাড়ছে রোগী, সরকারকে সতর্ক করল বিশেষজ্ঞরা

আরও পড়ুন: রোগী মৃত্যুকে কেন্দ্র করে উত্তাল হাসপাতাল, বিক্ষোভ

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

নবজাতকের জন্মের কয়েক ঘন্টার মধ্যেই মৃত্যুকে ঘিরে উত্তেজনা; ভাঙচুর বসিরহাট জেলা হাসপাতালে

আপডেট : ১৯ অক্টোবর ২০২১, মঙ্গলবার

পুবের কলম প্রতিবেদক, বসিরহাটঃ নবজাতকের জন্মের পর কয়েক ঘন্টা কাটতে না কাটতেই মৃত্যুর সংবাদ আসায় উত্তেজনা ও ভাঙচুরের ঘটনা ঘটলো বসিরহাট জেলা হাসপাতালে।বসিরহাট মহকুমার হাড়োয়া থানার পুকুরিয়া গ্রামের বাসিন্দা রেজাউল মন্ডলের স্ত্রী রেশমা বিবি রবিবার  প্রসব যন্ত্রণা নিয়ে বসিরহাট জেলা হাসপাতালে ভর্তি হন। সোমবার রাতে তিনি এক পুত্র সন্তানের জন্ম দেন।

 পরিবারের লোকেদের অভিযোগ, শিশু জন্মানোর পর থেকে একবারও তাদের সামনে আনা হয়নি। তাদের পুত্র সন্তানের মুখও দেখানো হয়নি। মঙ্গলবার সকালে হাসপাতালে কর্মীরা বাড়ির লোককে জানান, তাদের নবজাতক পুত্র সন্তানের মৃত্যু হয়েছে। তখনই ক্ষোভে ফেটে পড়েন পরিবারের সদস্যরা। তাদের অভিযোগ শিশুপুত্রকে একবারও তাদের সামনে আনা হয়নি। তারপরে হঠাৎ করে মৃত্যুর সংবাদ দেওয়া হয়, যা যথেষ্টই সন্দেহজনক।

আরও পড়ুন: কাঁথিতে প্রসাদ খেয়ে অসুস্থ বহু গ্রামবাসী!

 বিষয়টি নিয়ে পরিবারের লোকজন বিক্ষোভ দেখাতে শুরু করে হাসপাতাল চত্বরে। এমনকি হাসপাতালে ভাঙচুরও চালানো হয়। ঘটনাস্থলে বসিরহাট থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলেও পুলিশকে ঘিরেও বিক্ষোভ দেখান পরিবারের সদস্যরা। তারা দাবী করছেন অবিলম্বে মৃত্যুর সঠিক কারণ তাদের জানাতে হবে এবং দোষীদের শাস্তির ব্যবস্থা করতে হবে। পাশাপাশি বসিরহাট স্বাস্থ্য জেলার সুপার কালিদাস পোদ্দার জানান এ ব্যাপারে কোনো নির্দিষ্ট অভিযোগ আমাদের কাছে জমা পড়েনি। তাও বিষয়টা আমরা দেখছি ঠিক কি হয়েছে।

আরও পড়ুন: ফ্লুর প্রাদুর্ভাব: উদ্বেগজনক হারে বাড়ছে রোগী, সরকারকে সতর্ক করল বিশেষজ্ঞরা

আরও পড়ুন: রোগী মৃত্যুকে কেন্দ্র করে উত্তাল হাসপাতাল, বিক্ষোভ