১৯ অক্টোবর ২০২৫, রবিবার, ১ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

২৭তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের সূচনা আগামী ৭ জানুয়ারি

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ৪ জানুয়ারী ২০২২, মঙ্গলবার
  • / 28

রামিজ আলি আহমেদ: মঙ্গলবার ২৭তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের সাংবাদিক সম্মেলন হয়ে গেল শিশির মঞ্চে। উপস্থিত ছিলেন মন্ত্রী ইন্দ্রনীল সেন– শান্তনু বসু (ডিজিকেআইএফএফ অ্যান্ড সেক্রেটারি আইএনসি ডিপার্টমেন্ট)–পরিচালক অরিন্দম শীল– হরনাথ চক্রবর্তী– অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়– অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়– আইএনসিএ প্রধান মিত্র চট্টোপাধ্যায়– সুব্রত হালদার– নৈরঞ্জনা ভট্টাচার্য– অনন্যা চক্রবর্তী প্রমুখ। কোভিডের মধ্যে সমস্ত নিয়মবিধি মেনে এবার চলচ্চিত্র উৎসব হতে চলেছে। মন্ত্রী ইন্দ্রনীল সেন জানালেন, আগামী ৭ জানুয়ারি– ২০২২ বিকেল ৪টায় নবান্ন সভাঘরে ২৭তম আন্তর্জাতিক চলচ্চিত্র  উৎসবের সূচনা হতে চলেছে ভার্চুয়ালি। সূচনা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চলবে ১৪ জানুয়ারি পর্যন্ত। ৫০¬ আসনে দর্শকরা বসতে পারবেন। মোট ১০টি ভেন্যুতে ছবি প্রদর্শিত হবে। নন্দন-১– নন্দন-২– নন্দন-৩– রবীন্দ্র সদন– শিশির মঞ্চ– কনফারেন্স হল কলকাতা ইনফরমেশন সেন্টার– চলচ্চিত্র শতবর্ষ ভবন– রবীন্দ্র ওকাকুরা ভবন– নজরুল তীর্থ-১– নজরুল তীর্থ-২। মোট শো ২০০টি– বিভাগ ১৩টি। মোট ৪২টি দেশ থেকে ১৬০টি ছবি দেখানো হবে। এবারের উদ্বোধনী ছবি সত্যজিৎ রায়ের ‘অরণ্যের দিনরাত্রি’।

পরিচালক অরিন্দম শীল জানালেন– এবারের ফোকাস কান্ট্রি ফিনল্যান্ড। ফিনল্যান্ডের মোট ছটি ছবি প্রদর্শিত হবে। তিনি আরও জানালেন– এবার যেহেতু সত্যজিৎ রায়ের শততম জন্ম শতবর্ষ। তাঁকে স্মরণ জানিয়ে তাঁর চলচ্চিত্রে কাজ করা সমস্ত জীবিত কলাকুশলীদের নিয়ে ‘সত্যজিতের শিল্পীরা’ নামে বিশেষ প্রোগ্রামের আয়োজন হয়েছে ৮ জানুয়ারি– ২০২২ বিকেল ৩টেয়। সেখানে এই গুণী শিল্পীদের সম্মান জানানো হবে। ১১ জানুয়ারি শিশির মঞ্চে বিকেল ৩টেয় সুজিত সরকার সত্যজিৎ রায় মেমোরিয়াল লেকচার দেবেন।

এবার সেন্টেনারি ট্রিবিউট জানানো হচ্ছে সত্যজিৎ রায়– চিদানন্দ দাশগুপ্ত– মিকলস জাঙ্কসকে। স্পেশাল ট্রিবিউট জানানো হবে বুদ্ধদেব দাশগুপ্ত– দিলীপ কুমার– জাঁ পল বেলমন্ড– হ ক্লড কারিয়ের– স্বাতীলেখা সেনগুপ্ত– সুমিতা ভাবেকে।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

২৭তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের সূচনা আগামী ৭ জানুয়ারি

আপডেট : ৪ জানুয়ারী ২০২২, মঙ্গলবার

রামিজ আলি আহমেদ: মঙ্গলবার ২৭তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের সাংবাদিক সম্মেলন হয়ে গেল শিশির মঞ্চে। উপস্থিত ছিলেন মন্ত্রী ইন্দ্রনীল সেন– শান্তনু বসু (ডিজিকেআইএফএফ অ্যান্ড সেক্রেটারি আইএনসি ডিপার্টমেন্ট)–পরিচালক অরিন্দম শীল– হরনাথ চক্রবর্তী– অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়– অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়– আইএনসিএ প্রধান মিত্র চট্টোপাধ্যায়– সুব্রত হালদার– নৈরঞ্জনা ভট্টাচার্য– অনন্যা চক্রবর্তী প্রমুখ। কোভিডের মধ্যে সমস্ত নিয়মবিধি মেনে এবার চলচ্চিত্র উৎসব হতে চলেছে। মন্ত্রী ইন্দ্রনীল সেন জানালেন, আগামী ৭ জানুয়ারি– ২০২২ বিকেল ৪টায় নবান্ন সভাঘরে ২৭তম আন্তর্জাতিক চলচ্চিত্র  উৎসবের সূচনা হতে চলেছে ভার্চুয়ালি। সূচনা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চলবে ১৪ জানুয়ারি পর্যন্ত। ৫০¬ আসনে দর্শকরা বসতে পারবেন। মোট ১০টি ভেন্যুতে ছবি প্রদর্শিত হবে। নন্দন-১– নন্দন-২– নন্দন-৩– রবীন্দ্র সদন– শিশির মঞ্চ– কনফারেন্স হল কলকাতা ইনফরমেশন সেন্টার– চলচ্চিত্র শতবর্ষ ভবন– রবীন্দ্র ওকাকুরা ভবন– নজরুল তীর্থ-১– নজরুল তীর্থ-২। মোট শো ২০০টি– বিভাগ ১৩টি। মোট ৪২টি দেশ থেকে ১৬০টি ছবি দেখানো হবে। এবারের উদ্বোধনী ছবি সত্যজিৎ রায়ের ‘অরণ্যের দিনরাত্রি’।

পরিচালক অরিন্দম শীল জানালেন– এবারের ফোকাস কান্ট্রি ফিনল্যান্ড। ফিনল্যান্ডের মোট ছটি ছবি প্রদর্শিত হবে। তিনি আরও জানালেন– এবার যেহেতু সত্যজিৎ রায়ের শততম জন্ম শতবর্ষ। তাঁকে স্মরণ জানিয়ে তাঁর চলচ্চিত্রে কাজ করা সমস্ত জীবিত কলাকুশলীদের নিয়ে ‘সত্যজিতের শিল্পীরা’ নামে বিশেষ প্রোগ্রামের আয়োজন হয়েছে ৮ জানুয়ারি– ২০২২ বিকেল ৩টেয়। সেখানে এই গুণী শিল্পীদের সম্মান জানানো হবে। ১১ জানুয়ারি শিশির মঞ্চে বিকেল ৩টেয় সুজিত সরকার সত্যজিৎ রায় মেমোরিয়াল লেকচার দেবেন।

এবার সেন্টেনারি ট্রিবিউট জানানো হচ্ছে সত্যজিৎ রায়– চিদানন্দ দাশগুপ্ত– মিকলস জাঙ্কসকে। স্পেশাল ট্রিবিউট জানানো হবে বুদ্ধদেব দাশগুপ্ত– দিলীপ কুমার– জাঁ পল বেলমন্ড– হ ক্লড কারিয়ের– স্বাতীলেখা সেনগুপ্ত– সুমিতা ভাবেকে।