ডলারের সাপেক্ষে তলানিতে পাকিস্তানি টাকা, চরম অস্বস্তিতে শাহবাজ সরকার
- আপডেট : ১১ মে ২০২২, বুধবার
- / 56

A macro image of a twenty rupee bank note from Pakistan close up with an American one hundred dollar bill
পুবের কলম ওয়েবডেস্কঃ ডলারের সাপেক্ষে তলানিতে এসে ঠেকল পাকিস্তানি টাকার দাম। চরম অস্বস্তিতে শাহবাজ সরকার। এক ধাক্কায় ৮২ পয়সা কমে বর্তমানে পাকিস্তানি টাকার দর গিয়ে ঠেকেছে এক ডলারে ১৮৮ টাকা ৩৫ পয়সা। লাহোরে এক ডলার বিক্রি হয়েছে ১৮৯ টাকায়।
একটি দেশের ভান্ডারে কত বিদেশি মুদ্রা এবং সোনা মজুদ আছে তার ভিত্তিতে নির্ধারিত হয় সেই রাষ্ট্রের অর্থনৈতিক ভিত্তি। কিন্তু সূত্রের খবর এই বৈদেশিক মুদ্রার ভান্ডার পাকিস্তানের তলানিতে এসে পড়েছে।
সদ্য ক্ষমতা হারানো প্রাক্তন পাক প্রধানমন্ত্রী ইমরান খানের সরকার কে উদ্দেশ্য করে শাহবাজ শরিফ বলেন তাঁর সরকার ভূতপূর্ব সরকারের মত দুর্নীতি পরায়ন হবেনা। কিন্তু যেভাবে ডলারের সাপেক্ষে টাকার মদাম তলানিতে এসে ঠেকছে তাতে পাক প্রধানমন্ত্রীর কপালে অবশ্যই চিন্তার ভাঁজ ফেলবে। এমনটাই মনে করছেন আন্তর্জাতিক কূটনীতিক মহল।উল্লেখ্য এই মুহূর্তে ভারতের এক টাকার মূল্য দু’টাকা ৪৫ পয়সা পাকিস্তানি টাকা।