০১ অক্টোবর ২০২৫, বুধবার, ১৪ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

ট্রাম্পের আঁকা নগ্ন মহিলার ছবি নিয়ে তোলপাড়

আফিয়া‌‌ নৌশিন
  • আপডেট : ১৮ জুলাই ২০২৫, শুক্রবার
  • / 193

পুবের কলম ওয়েবডেস্ক: মার্কিন কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি এপস্টিনের ৫০তম জন্মদিনে ডোনাল্ড ট্রাম্প একটি নগ্ন মহিলার ছবি এঁকে শুভেচ্ছা জানিয়েছিলেন;এমনই দাবি করেছে মার্কিন সংবাদমাধ্যম ‘ওয়াল স্ট্রিট জার্নাল’। ২০০৩ সালে লেখা ওই চিঠিতে টাইপরাইটারে লেখা ছিল, শুভ জন্মদিন। তোমার প্রতিটা দিন যেন ভিন্ন অথচ দুর্দান্ত ভাবে গোপন হয়ে ওঠে। চিঠির সঙ্গে একটি নগ্ন মহিলার ছবি এঁকে তার গোপনাঙ্গে নিজের স্বাক্ষর হিসেবে শুধু ‘ডোনাল্ড’ শধটি দিয়েছিলেন ট্রাম্প।
এই প্রতিবেদন প্রকাশিত হওয়ার পর আমেরিকায় তীব্র শোরগোল পড়ে যায়।

তবে ট্রাম্প প্রতিবেদনটিকে ‘ভুয়ো ও মিথ্যা’ দাবি করে ‘ওয়াল স্ট্রিট জার্নাল’ ও এর মালিক রুপার্ট মার্ডকের বিরুদ্ধে মামলা করার হুঁশিয়ারি দিয়েছেন। সাক্ষাৎকারে তিনি বলেছেন, আমি কখনোই কোনো ছবি আঁকিনি, বিশেষ করে মেয়েদের ছবি নয়। এগুলো আমার ভাষা বা স্টাইল নয়।
এই বিতর্কের মধ্যেই মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্সও বিষয়টিকে ‘আজগুবি’ বলে উড়িয়ে দিয়েছেন।

এদিকে, এপস্টিনের সঙ্গে ঘনিষ্ঠতার অভিযোগে একাধিক নামের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছিল। ভার্জিনিয়া জিফরে নামে এক নারী এপস্টিন ও তার সহযোগীদের বিরুদ্ধে মানহানির মামলা করেন। মামলার নথিতে বিল ক্লিন্টন, ডোনাল্ড ট্রাম্প, স্টিফেন হকিং, মাইকেল জ্যাকসনসহ বিশ্বের বিখ্যাত অনেক নাম উঠে এসেছে। অভিযোগ রয়েছে, এরা এপস্টিনের পৃষ্ঠপোষকতায় যৌনাচারে জড়িত ছিলেন। এপস্টিনের ‘লোলিতা এক্সপ্রেস’ নামের বিলাসবহুল বিমানে তারা বিভিন্ন দেশে ভ্রমণ করেছেন বলেও শোনা যায়।

আরও পড়ুন: Donald Trump-Shehbaz Sharif: শাহবাজ-মুনিরের প্রশংসায় পঞ্চমুখ ট্রাম্প

২০০৮ সালে নাবালিকা ধর্ষণ ও নিগ্রহের অভিযোগে মামল হয়েছিল এপস্টিনের বিরুদ্ধে। ২০১৯ সালের আগস্টে গ্রেফতারির মাত্র এক মাসের মধ্যে জেলখানায় তিনি আত্মহত্যা করেন।

আরও পড়ুন: আগামী মাসে ট্রাম্পের দেশে মোদি

আরও পড়ুন: ‘গুণ্ডাকে ছাড় দিলে মাথায় ওঠে’

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ট্রাম্পের আঁকা নগ্ন মহিলার ছবি নিয়ে তোলপাড়

আপডেট : ১৮ জুলাই ২০২৫, শুক্রবার

পুবের কলম ওয়েবডেস্ক: মার্কিন কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি এপস্টিনের ৫০তম জন্মদিনে ডোনাল্ড ট্রাম্প একটি নগ্ন মহিলার ছবি এঁকে শুভেচ্ছা জানিয়েছিলেন;এমনই দাবি করেছে মার্কিন সংবাদমাধ্যম ‘ওয়াল স্ট্রিট জার্নাল’। ২০০৩ সালে লেখা ওই চিঠিতে টাইপরাইটারে লেখা ছিল, শুভ জন্মদিন। তোমার প্রতিটা দিন যেন ভিন্ন অথচ দুর্দান্ত ভাবে গোপন হয়ে ওঠে। চিঠির সঙ্গে একটি নগ্ন মহিলার ছবি এঁকে তার গোপনাঙ্গে নিজের স্বাক্ষর হিসেবে শুধু ‘ডোনাল্ড’ শধটি দিয়েছিলেন ট্রাম্প।
এই প্রতিবেদন প্রকাশিত হওয়ার পর আমেরিকায় তীব্র শোরগোল পড়ে যায়।

তবে ট্রাম্প প্রতিবেদনটিকে ‘ভুয়ো ও মিথ্যা’ দাবি করে ‘ওয়াল স্ট্রিট জার্নাল’ ও এর মালিক রুপার্ট মার্ডকের বিরুদ্ধে মামলা করার হুঁশিয়ারি দিয়েছেন। সাক্ষাৎকারে তিনি বলেছেন, আমি কখনোই কোনো ছবি আঁকিনি, বিশেষ করে মেয়েদের ছবি নয়। এগুলো আমার ভাষা বা স্টাইল নয়।
এই বিতর্কের মধ্যেই মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্সও বিষয়টিকে ‘আজগুবি’ বলে উড়িয়ে দিয়েছেন।

এদিকে, এপস্টিনের সঙ্গে ঘনিষ্ঠতার অভিযোগে একাধিক নামের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছিল। ভার্জিনিয়া জিফরে নামে এক নারী এপস্টিন ও তার সহযোগীদের বিরুদ্ধে মানহানির মামলা করেন। মামলার নথিতে বিল ক্লিন্টন, ডোনাল্ড ট্রাম্প, স্টিফেন হকিং, মাইকেল জ্যাকসনসহ বিশ্বের বিখ্যাত অনেক নাম উঠে এসেছে। অভিযোগ রয়েছে, এরা এপস্টিনের পৃষ্ঠপোষকতায় যৌনাচারে জড়িত ছিলেন। এপস্টিনের ‘লোলিতা এক্সপ্রেস’ নামের বিলাসবহুল বিমানে তারা বিভিন্ন দেশে ভ্রমণ করেছেন বলেও শোনা যায়।

আরও পড়ুন: Donald Trump-Shehbaz Sharif: শাহবাজ-মুনিরের প্রশংসায় পঞ্চমুখ ট্রাম্প

২০০৮ সালে নাবালিকা ধর্ষণ ও নিগ্রহের অভিযোগে মামল হয়েছিল এপস্টিনের বিরুদ্ধে। ২০১৯ সালের আগস্টে গ্রেফতারির মাত্র এক মাসের মধ্যে জেলখানায় তিনি আত্মহত্যা করেন।

আরও পড়ুন: আগামী মাসে ট্রাম্পের দেশে মোদি

আরও পড়ুন: ‘গুণ্ডাকে ছাড় দিলে মাথায় ওঠে’