০১ অক্টোবর ২০২৫, বুধবার, ১৪ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

বিহার: ডোনাল্ড ট্রাম্পের রেসিডেন্সিয়াল সার্টিফিকেট চেয়ে আবেদন

ইমামা খাতুন
  • আপডেট : ৭ অগাস্ট ২০২৫, বৃহস্পতিবার
  • / 187

পুবের কলম,ওয়েবডেস্ক: বিহারে সরকারি পোর্টাল ‘রাইটস টু পাবলিক সার্ভিসেস’ এর মাধ্যমে সমস্তিপুর জেলায় ডোনাল্ড ট্রাম্পের জন্য রেসিডেন্সিয়াল সার্টিফিকেট চেয়ে আবেদন ঘিরে হইচই পড়ে গিয়েছে। এর আগে ‘ডগবাবুর’ নামে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট চেয়ে আবেদন জমা পড়েছিল। বিহারে নির্বাচন কমিশনের বিশেষ ভোটার তালিকা সংশোধনের কারণে এই মুহুর্তে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট এর চাহিদা তুঙ্গে।


কারণ ভোটদাতার নাগরিকত্ব প্রমাণে এই সার্টিফিকেট জরুরি। ২৯ জুলাই সমস্তিপুরে এই আবেদন করা হয়। ট্রাম্পের বাবার নাম দেওয়া হয় ফ্রেডেরিক ক্রিস্ট ট্রাম্প। ঠিকানা হাসানপুর, ১৩ নম্বর ওয়ার্ড। ডাকঘর বকরপুর। মহিউদ্দিন নগর ব্লক, সমস্তিপুর। এর সঙ্গে ট্রাম্পের ছবি দেওয়া একটি জাল আধার কার্ডও জমা দেওয়া হয় ভোটার তালিকায় নাম তোলার জন্য। এই আবেদন নির্বাচন কমিশন খারিজ করে দিয়েছে। কিন্তু প্রশ্ন উঠেছে কে এই রসিকতা করেছে? তা বের করতে তদন্তে নেমেছে পুলিশ।

আরও পড়ুন: Election commission: পশ্চিমবঙ্গে শীঘ্রই শুরু হবে SIR? জবাব দিল নির্বাচন কমিশন

 

রাজ্য সরকারের এক মুখপাত্র বলেছেন, সরকারি পোর্টালকে উপহাসের পাত্র করে তুলতেই ইচ্ছে করে এটা করা হয়েছে। কিন্তু আধার কার্ড জাল করা মারাত্মক অপরাধ। সেই অভিযোগে সমস্তিপুর পুলিশ এফ আই আর করেছে। মহিউদ্দিন নগরে কয়েক জায়গায় তল্লাশি করে কিছু জাল নথি পাওয়া গিয়েছে বলে জানিয়েছে পুলিশ। এর আগে পাটনার মাসারুহি থানা অঞ্চলে একইভাবে সরকারি পোর্টাল ব্যবহার করে ডগবাবুর নামে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট চেয়ে আবেদন জমা পড়েছিল।

 

তা নিয়ে তদন্ত করে সার্কেল অফিসেরই এক করণিককে গ্রেফতার করা হয়। এরপর বিহারের নওয়াদায় ‘ডগেশবাবু’, ‘ডগেশ কি পাপ্পা’, ডগেশ কি মাম্মির নামেও একই আবেদন করা হয়। তা নিয়েও তদন্ত হচ্ছে। পুলিশ বলছে, যেই এমন করবে ধরা পড়বেই।

প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

বিহার: ডোনাল্ড ট্রাম্পের রেসিডেন্সিয়াল সার্টিফিকেট চেয়ে আবেদন

আপডেট : ৭ অগাস্ট ২০২৫, বৃহস্পতিবার

পুবের কলম,ওয়েবডেস্ক: বিহারে সরকারি পোর্টাল ‘রাইটস টু পাবলিক সার্ভিসেস’ এর মাধ্যমে সমস্তিপুর জেলায় ডোনাল্ড ট্রাম্পের জন্য রেসিডেন্সিয়াল সার্টিফিকেট চেয়ে আবেদন ঘিরে হইচই পড়ে গিয়েছে। এর আগে ‘ডগবাবুর’ নামে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট চেয়ে আবেদন জমা পড়েছিল। বিহারে নির্বাচন কমিশনের বিশেষ ভোটার তালিকা সংশোধনের কারণে এই মুহুর্তে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট এর চাহিদা তুঙ্গে।


কারণ ভোটদাতার নাগরিকত্ব প্রমাণে এই সার্টিফিকেট জরুরি। ২৯ জুলাই সমস্তিপুরে এই আবেদন করা হয়। ট্রাম্পের বাবার নাম দেওয়া হয় ফ্রেডেরিক ক্রিস্ট ট্রাম্প। ঠিকানা হাসানপুর, ১৩ নম্বর ওয়ার্ড। ডাকঘর বকরপুর। মহিউদ্দিন নগর ব্লক, সমস্তিপুর। এর সঙ্গে ট্রাম্পের ছবি দেওয়া একটি জাল আধার কার্ডও জমা দেওয়া হয় ভোটার তালিকায় নাম তোলার জন্য। এই আবেদন নির্বাচন কমিশন খারিজ করে দিয়েছে। কিন্তু প্রশ্ন উঠেছে কে এই রসিকতা করেছে? তা বের করতে তদন্তে নেমেছে পুলিশ।

আরও পড়ুন: Election commission: পশ্চিমবঙ্গে শীঘ্রই শুরু হবে SIR? জবাব দিল নির্বাচন কমিশন

 

রাজ্য সরকারের এক মুখপাত্র বলেছেন, সরকারি পোর্টালকে উপহাসের পাত্র করে তুলতেই ইচ্ছে করে এটা করা হয়েছে। কিন্তু আধার কার্ড জাল করা মারাত্মক অপরাধ। সেই অভিযোগে সমস্তিপুর পুলিশ এফ আই আর করেছে। মহিউদ্দিন নগরে কয়েক জায়গায় তল্লাশি করে কিছু জাল নথি পাওয়া গিয়েছে বলে জানিয়েছে পুলিশ। এর আগে পাটনার মাসারুহি থানা অঞ্চলে একইভাবে সরকারি পোর্টাল ব্যবহার করে ডগবাবুর নামে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট চেয়ে আবেদন জমা পড়েছিল।

 

তা নিয়ে তদন্ত করে সার্কেল অফিসেরই এক করণিককে গ্রেফতার করা হয়। এরপর বিহারের নওয়াদায় ‘ডগেশবাবু’, ‘ডগেশ কি পাপ্পা’, ডগেশ কি মাম্মির নামেও একই আবেদন করা হয়। তা নিয়েও তদন্ত হচ্ছে। পুলিশ বলছে, যেই এমন করবে ধরা পড়বেই।