১০ অগাস্ট ২০২৫, রবিবার, ২৪ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

বিহারে ভোটার তালিকা বিতর্ক: নোটিস ছাড়া নাম বাদ নয় – আশ্বাস নির্বাচন কমিশনের

আফিয়া‌‌ নৌশিন
  • আপডেট : ১০ অগাস্ট ২০২৫, রবিবার
  • / 30

পুবের কলম ওয়েবডেস্ক: বিহারে ভোটার তালিকা সংশোধন নিয়ে সুপ্রিম কোর্টে নির্বাচন কমিশনের বড় আশ্বাস। শনিবার শীর্ষ আদালতে হলফনামা দিয়ে কমিশন জানাল, নোটিস না দিয়ে কোনও ভোটারের নাম বাদ দেওয়া হবে না। কমিশনের বক্তব্য অনুযায়ী, ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার আগে সংশ্লিষ্ট ভোটারকে নোটিস ধরানো হবে, যেখানে স্পষ্টভাবে উল্লেখ থাকবে বাদ দেওয়ার কারণ। একই সঙ্গে কমিশন জানিয়েছে, সাধারণ ন্যায়বিচারের নীতি মেনেই প্রক্রিয়া চলবে এবং যার নাম তালিকা থেকে বাদ যাবে, তিনি নিজের বক্তব্য কমিশনের কাছে জানাতে পারবেন ও প্রমাণস্বরূপ নথি জমা দিতে পারবেন।

 

চলতি বছর বিহারে বিধানসভা নির্বাচন হওয়ার আগে ‘বিশেষ নিবিড় সমীক্ষা’ (Special Intensive Revision – SIR) চালাচ্ছে নির্বাচন কমিশন। গত ১ অগস্ট প্রকাশিত খসড়া ভোটার তালিকা থেকে প্রায় ৬৫ লক্ষ ভোটারের নাম বাদ পড়েছে। এ নিয়ে অ্যাসোসিয়েশন অফ ডেমোক্রেটিক রিফর্মস (ADR) সুপ্রিম কোর্টে মামলা করে অভিযোগ তোলে, এই বিপুল সংখ্যক নাম স্বচ্ছতার সঙ্গে বাদ দেওয়া হয়নি। এডিআর-এর আইনজীবী প্রশান্ত ভূষণ আদালতে জানান, বাদ দেওয়া ভোটারদের কারণ স্পষ্ট করা হয়নি এবং খসড়া ভোটার তালিকার পূর্ণাঙ্গ কপি রাজনৈতিক দলগুলিকে দেওয়া হয়নি। অভিযোগ, বুথ স্তরের আধিকারিকরা (BLO) যথাযথ নথি যাচাই না করেই নাম বাদ দিয়েছেন।

আরও পড়ুন: বিহার: ডোনাল্ড ট্রাম্পের রেসিডেন্সিয়াল সার্টিফিকেট চেয়ে আবেদন

 

আরও পড়ুন: ‘ডগবাবুর পর কাউয়া’, বিহারে আবাসিক শংসাপত্র পেতে আবেদন কাকের

৬ অগস্টের শুনানিতে বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি উজ্জ্বল ভূঞা এবং বিচারপতি এনকে সিংহের বেঞ্চ কমিশনের কাছে ব্যাখ্যা চান। কমিশন হলফনামায় জানায়, বৈধ ভোটারের নাম যাতে বাদ না যায়, সেজন্য ১০ দফা নথি যাচাই হয়েছে এবং গোটা প্রক্রিয়ায় রাজনৈতিক দলগুলিকেও যুক্ত করা হয়েছে। কমিশনের দাবি, বিএলও-রা ভোটারদের বাড়ি গিয়ে ফর্ম সংগ্রহ করেছেন, যাঁদের কাছ থেকে ফর্ম পাওয়া যায়নি তাঁদের নাম বুথ স্তরের এজেন্ট ও স্বীকৃত রাজনৈতিক দলগুলিকে পাঠানো হয়েছে।

আরও পড়ুন: বিহারের সাড়ে ৬ লক্ষ ভোটারের নাম তামিলনাড়ুর তালিকায়

 

কমিশনের মতে, ২০ জুলাই নামের তালিকা দেওয়ার পরে ১ অগস্ট খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হয়। সংযোজন ও বিয়োজনের পর নতুন তথ্য রাজনৈতিক দলগুলির প্রতিনিধিদের ফের জানিয়ে দেওয়া হবে। এই মামলার পরবর্তী শুনানি আগামী ১২ অগস্ট সুপ্রিম কোর্টে হবে।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

বিহারে ভোটার তালিকা বিতর্ক: নোটিস ছাড়া নাম বাদ নয় – আশ্বাস নির্বাচন কমিশনের

আপডেট : ১০ অগাস্ট ২০২৫, রবিবার

পুবের কলম ওয়েবডেস্ক: বিহারে ভোটার তালিকা সংশোধন নিয়ে সুপ্রিম কোর্টে নির্বাচন কমিশনের বড় আশ্বাস। শনিবার শীর্ষ আদালতে হলফনামা দিয়ে কমিশন জানাল, নোটিস না দিয়ে কোনও ভোটারের নাম বাদ দেওয়া হবে না। কমিশনের বক্তব্য অনুযায়ী, ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার আগে সংশ্লিষ্ট ভোটারকে নোটিস ধরানো হবে, যেখানে স্পষ্টভাবে উল্লেখ থাকবে বাদ দেওয়ার কারণ। একই সঙ্গে কমিশন জানিয়েছে, সাধারণ ন্যায়বিচারের নীতি মেনেই প্রক্রিয়া চলবে এবং যার নাম তালিকা থেকে বাদ যাবে, তিনি নিজের বক্তব্য কমিশনের কাছে জানাতে পারবেন ও প্রমাণস্বরূপ নথি জমা দিতে পারবেন।

 

চলতি বছর বিহারে বিধানসভা নির্বাচন হওয়ার আগে ‘বিশেষ নিবিড় সমীক্ষা’ (Special Intensive Revision – SIR) চালাচ্ছে নির্বাচন কমিশন। গত ১ অগস্ট প্রকাশিত খসড়া ভোটার তালিকা থেকে প্রায় ৬৫ লক্ষ ভোটারের নাম বাদ পড়েছে। এ নিয়ে অ্যাসোসিয়েশন অফ ডেমোক্রেটিক রিফর্মস (ADR) সুপ্রিম কোর্টে মামলা করে অভিযোগ তোলে, এই বিপুল সংখ্যক নাম স্বচ্ছতার সঙ্গে বাদ দেওয়া হয়নি। এডিআর-এর আইনজীবী প্রশান্ত ভূষণ আদালতে জানান, বাদ দেওয়া ভোটারদের কারণ স্পষ্ট করা হয়নি এবং খসড়া ভোটার তালিকার পূর্ণাঙ্গ কপি রাজনৈতিক দলগুলিকে দেওয়া হয়নি। অভিযোগ, বুথ স্তরের আধিকারিকরা (BLO) যথাযথ নথি যাচাই না করেই নাম বাদ দিয়েছেন।

আরও পড়ুন: বিহার: ডোনাল্ড ট্রাম্পের রেসিডেন্সিয়াল সার্টিফিকেট চেয়ে আবেদন

 

আরও পড়ুন: ‘ডগবাবুর পর কাউয়া’, বিহারে আবাসিক শংসাপত্র পেতে আবেদন কাকের

৬ অগস্টের শুনানিতে বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি উজ্জ্বল ভূঞা এবং বিচারপতি এনকে সিংহের বেঞ্চ কমিশনের কাছে ব্যাখ্যা চান। কমিশন হলফনামায় জানায়, বৈধ ভোটারের নাম যাতে বাদ না যায়, সেজন্য ১০ দফা নথি যাচাই হয়েছে এবং গোটা প্রক্রিয়ায় রাজনৈতিক দলগুলিকেও যুক্ত করা হয়েছে। কমিশনের দাবি, বিএলও-রা ভোটারদের বাড়ি গিয়ে ফর্ম সংগ্রহ করেছেন, যাঁদের কাছ থেকে ফর্ম পাওয়া যায়নি তাঁদের নাম বুথ স্তরের এজেন্ট ও স্বীকৃত রাজনৈতিক দলগুলিকে পাঠানো হয়েছে।

আরও পড়ুন: বিহারের সাড়ে ৬ লক্ষ ভোটারের নাম তামিলনাড়ুর তালিকায়

 

কমিশনের মতে, ২০ জুলাই নামের তালিকা দেওয়ার পরে ১ অগস্ট খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হয়। সংযোজন ও বিয়োজনের পর নতুন তথ্য রাজনৈতিক দলগুলির প্রতিনিধিদের ফের জানিয়ে দেওয়া হবে। এই মামলার পরবর্তী শুনানি আগামী ১২ অগস্ট সুপ্রিম কোর্টে হবে।