হামাস-মুসলিম ব্রাদারহুড সম্পর্কে ইতিবাচক তুরস্ক

- আপডেট : ১১ মে ২০২২, বুধবার
- / 43
পুবের কলম ওয়েবডেস্কঃ ফিলিস্তিনের মুক্তি আন্দোলন হামাস ও মিশরের মুসলিম ব্রাদারহুডের ব্যাপারে নেতিবাচক নয় তুরস্ক। তুরস্কের একজন শীর্ষ কর্মকর্তা জানান, তুরস্ক হামাসের কোনও সদস্যকে বহিষ্কার করেনি এবং দেশটিতে মুসলিম ব্রাদারহুডের উপস্থিতি দূর করার পরিকল্পনাও নেই তাদের। গত সপ্তাহে বেশ কিছু ইসরাইলি গণমাধ্যমে একটি খবর প্রকাশিত। খবরে লেখা, ইসরাইলের অনুরোধে হামাসের সামরিক শাখার সাথে যুক্ত ব্যক্তিদের নির্বাসিত করছে তুরস্ক। নাম প্রকাশে অনিচ্ছুক তুর্কি কর্মকর্তা বলেন, কোনও হামাস সদস্যকে ফিলিস্তিনে ফেরত পাঠানো হয়নি। যেসব হামাস সদস্য আগে থেকে তুরস্কে ছিল তারা এখনও রয়েছেন। হামাসের মতো মুসলিম ব্রাদারহুডের কোনও সদস্যকেও তুরস্ক থেকে বহিষ্কার করা হয়নি বলে জানিয়েছে আঙ্কারা। মুসলিম ব্রাদারহুডের একজন সদস্য বলেন, ‘এখানে আমাদের ওপর কোনও চাপ নেই।’ এদিকে হামাসের ঘনিষ্ঠ সূত্রও নিশ্চিত করেছে তুরস্কে তাদের কোনও সদস্যকে নির্বাসিত করা হয়নি। তবে তারা এও স্বীকার করেছে, তুরস্কে তাদের সামরিক শাখার উপর নিষেধাজ্ঞা রয়েছে।