সংখ্যালঘুর মানবাধিকার রক্ষায় ভারতকে দায়িত্ব মনে করালেন জাতিসংঘ প্রধান

- আপডেট : ১৯ অক্টোবর ২০২২, বুধবার
- / 14
পুবের কলম, ওয়েব ডেস্ক: মানবাধিকারের প্রশ্নে বিশ্বমঞ্চে ভারতের কণ্ঠস্বর তখনই গ্রহণযোগ্য হয়ে উঠবে, যখন দেশের সংখ্যালঘু সম্প্রদায়ের মানবাধিকার সুপ্রতিষ্ঠিত হবে। এমনটাই মনে করেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিয়ো গুতেরেস। মুম্বইয়ে একটি অনুষ্ঠানে আইআইটি বম্বের পড়ুয়াদের সম্বোধন করার সময় গুতেরেস বলেছেন, মানবাধিকার কাউন্সিলের নির্বাচিত সদস্য হিসেবে বিশ্বব্যাপী মানবাধিকার রক্ষায় ভারতের কিছু দায়িত্ব রয়েছে। গোটা বিশ্বে মানবাধিকারের ধারণা প্রচার করা সহ সংখ্যালঘু সম্প্রদায় ও প্রতিটি মানুষের মানবাধিকার সম্পর্কে সচেতনতা, তা রক্ষা ও প্রচার করার দায়িত্বভার ভারতকে নিতে হবে বলে মত গুতেরেসের।
গুতেরেস ভারতের বহুত্ববাদের প্রশংসা করে বলেছেন, ভারতের বহুত্ববাদ বোঝাপড়ার উপর ভিত্তি করে গড়ে উঠেছে। তিনি বলেছেন, বহুত্ববাদ আসলে ভারতের সংস্কৃতিকে আরও মজবুত করে। ভারতের বহুত্ববাদ যে বোঝাপড়ার উপর ভিত্তি করে গড়ে উঠেছে, সেটা ভারতের নাগরিকদের জন্মগত অধিকার। আর এই জন্মগত অধিকার প্রতিশ্রুতির ভিত্তিতে এগিয়ে নিয়ে যাওয়া যায় না। এই অধিকার প্রতি মুহূর্তে সুনিশ্চিত ও পুনর্নবীকরণ করার ব্যবস্থাও করতে হবে।
জাতিসংঘ মহাসচিবের মতে, ভারতের বহুত্ববাদের মর্যাদা রক্ষা ও প্রতিটি নাগরিকের অধিকারকে সুনিশ্চিত করতে হলে মহাত্মা গান্ধির মূল্যবোধের উপর জোর দিতে হবে। এর আগেও ২ অক্টোবর আন্তর্জাতিক মঞ্চে বিশ্ব শান্তি ও অহিংসা প্রতিষ্ঠায় গান্ধিজির মুল্যবোধের উপর জোর দেওয়ার আবেদন জানিয়েছিলেন তিনি। ভারতের ভিন্ন সংস্কৃতি, ভিন্ন ধর্মের প্রতি সহনশীলতা ও ঘৃণা ভাষণ বন্ধ করার উপর জোর দিতে অনুরোধ করেছেন তিনি। এছাড়া ভারতের সাংবাদিক, মানবাধিকার কর্মী, পড়ুয়া ও শিক্ষাবিদদের স্বাধীনতা সুনিশ্চিত করার আবেদনও জানিয়েছেন।
তিনি বলেছেন, নারী পুরুষ, মেয়ে ও ছেলেদের সমান অধিকার ও স্বাধীনতা ছাড়া কোনো দেশেরই সম্পূর্ণ বিকাশ সম্ভব নয়। কারোর নাম না নিলেও দেশে বেড়ে চলা সংখ্যালঘুদের কোণঠাসা, দলিত নির্যাতন, ধর্ষণ ও ঘৃণা ভাষণের প্রতিটি বিষয় স্পষ্ট ভাবে তাঁর কণ্ঠে উঠে এসেছে এদিনের বক্তব্যে।