বিচারপতি গাভাই দলিত সম্প্রদায়ের, তাই উচ্চবর্ণের সহ্য হচ্ছে না: CJI-কে জুতো ছোড়া নিয়ে সরব কেন্দ্রীয় মন্ত্রী

- আপডেট : ১০ অক্টোবর ২০২৫, শুক্রবার
- / 214
পুবের কলম, ওয়েবডেস্ক: ভারতের প্রধান বিচারপতি বিআর গাভাইকে লক্ষ্য করে জুতো ছোড়ার ঘটনায় দেশজুড়ে তীব্র নিন্দার ঝড় উঠেছে। এবার সেই ঘটনায় মুখ খুললেন কেন্দ্রীয় মন্ত্রী রামদাস আঠাওয়ালে। বিচারপতির পাশে দাঁড়িয়ে তিনি বলেছেন, দলিত সম্প্রদায়ের জাস্টিস গভাই এত উচ্চ পদে পৌঁছেছেন বলে কিছু উচ্চবর্ণের মানুষ তা মেনে নিতে পারছেন না। তাই তাঁকে আক্রামণ করা হয়েছে। এই ঘটনা নিন্দনীয়।
বিচারপতি গাভাইকে লক্ষ্য করে জুতো ছোড়ায় অভিযুক্ত আইনজীবীর বিরুদ্ধে তফসিলি জাতি ও তপশিলি উপজাতি (অত্যাচার প্রতিরোধ) আইনে মামলা দায়ের করার দাবিও জানালেন বিশিষ্ট দলিত নেতা তথা কেন্দ্রীয় সামাজিক ন্যায়বিচার ও ক্ষমতায়ন প্রতিমন্ত্রী আঠাওয়ালে। তিনি বলেন, ‘এই প্রথম দেশের প্রধান বিচারপতিকে আক্রমণ করার চেষ্টা করা হয়েছে।
বিচারপতি গাভাই দলিত সম্প্রদায়ের অন্তর্গত এবং তাঁর যোগ্যতার ভিত্তিতে এই পদটি তিনি অর্জন করেছেন। তাই উচ্চবর্ণের কিছু সদস্য এই সত্যটি হজম করতে পারছেন না। আমি দাবি করছি যে অভিযুক্তদের বিরুদ্ধে তপশিলি জাতি ও উপজাতি আইনে মামলা দায়ের করা হোক। কারণ বিচারপতি গাভাই দলিত হওয়ায় তাঁকে আক্রমণ করার চেষ্টা করা হয়েছিল। এর আগে কোনও প্রধান বিচারপতির ওপর হামলা হয়নি।’
উল্লেখ্য, গত ৬ অক্টোবর আদালত চলাকালীন আইনজীবী রাকেশ কিশোর বিচারপতি বিআর গাভাইয়ের দিকে জুতো ছুড়ে মারার চেষ্টা করেছিলেন। ওই আইনজীবীর অভিযোগ ছিল, বিচারপতি গভাই সনাতন হিন্দু ধর্মের অবমাননা করেছেন। ঘটনার পর প্রবীণ ওই আইনজীবীকে আদালতকক্ষ থেকে বার করে নিয়ে যাওয়া হয়। তখন সেই আইনজীবীকে চিৎকার করে বলেতে শোনা যায়, ‘আমরা সনাতনের অপমান সহ্য করব না।’