০১ জানুয়ারী ২০২৬, বৃহস্পতিবার, ১৬ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

উত্তরপ্রদেশে আসাদউদ্দিন ওয়াইসিকে ঘর দিতে অস্বীকার করল হোটেল কর্তৃপক্ষ, ক্ষুব্ধ নেতারা

পুবের কলম ওয়েবডেস্ক: উত্তর প্রদেশে আসন্ন বিধানসভা নির্বাচনে নিজের দলকে শক্তিশালী করতে মজলিশ-ই-ইত্তেহাদুল মুসলেমিন (মিম) প্রধান আসাদউদ্দিন ওয়াইসি একটানা সফরে রয়েছেন।  তাঁর সভাগুলোতে প্রচুর মানুষজনের উপস্থিতি থেকে দলের পক্ষ থেকে আশাপ্রকাশ করা হচ্ছে যে তারা রাজ্যে উল্লেখযোগ্য সংখ্যক আসনে জয়ী হবে। দলটির দাবি, তাদের পক্ষে জনগণের সমর্থন থাকায় ক্ষমতাসীন দল এবং বিরোধী দল উভয় দলের মধ্যেই আতঙ্ক বিরাজ করছে।

দু’দিন আগে মোরাদাবাদ সফরের আগে দলীয় কর্মীরা শহরের একটি হোটেলে আসাদউদ্দিন ওয়াইসির জন্য কয়েকটি রুম বুক করেছিলেন। কিন্তু ওয়াইসির পৌঁছানোর সময় হলে হোটেল কর্তৃপক্ষ তাঁর জন্য রুম দিতে অস্বীকার করেন। তারা বলেন, এটি এলআইইউ-এর (স্থানীয় গোয়েন্দা ইউনিট) পক্ষ থেকে বলা হয়েছে। অন্যদিকে, হোটেলের নির্ধারিত রুম না পেয়ে দলীয় নেতারা ক্ষোভ প্রকাশ করে ওই ইস্যুতে তোলপাড় সৃষ্টি করেন। তারা বলেন, রুমটি যখন অগ্রিম বুকিং করে রাখা হয়েছে এবং কারা থাকবেন তাও বলা হয়েছে, তখন অস্বীকার করার কোনো যৌক্তিকতা নেই।

গণমাধ্যমের সঙ্গে আলাপকালে ‘মিম’-এর রাজ্য সভাপতি শওকত আলী বলেন, সিনিয়র পুলিশ সুপারের সঙ্গে এ বিষয়ে কথা বলা হলে তিনি এ ধরণের কোনো নিষেধাজ্ঞার কথা অস্বীকার করে বলেন, নিরাপত্তার কথা বিবেচনা করে আপনাদের আগেই তথ্য দেওয়া উচিত ছিল।

অন্যদিকে, হোটেল কর্তৃপক্ষের তরফে বলা হচ্ছে, এলআইইউ (স্থানীয় গোয়েন্দা ইউনিট) ওয়াইসি ছাড়া আর কাউকে রুম দিতে অস্বীকার করেনি। ‘মিম’  নেতা শওকত আলি বলেন, ওয়াইসির সভায় ভিড় জমার কারণে সরকার ও প্রশাসনের মধ্যে ভয় দেখা দিয়েছে। সে কারণেই এ ধরণের বাধার সৃষ্টি করা হচ্ছে।

ট্যাগ :

পবিত্র কোরআন হাতে শপথ নেবেন নিউ ইয়র্কের নবনির্বাচিত মেয়র জোহরান মামদানি

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

উত্তরপ্রদেশে আসাদউদ্দিন ওয়াইসিকে ঘর দিতে অস্বীকার করল হোটেল কর্তৃপক্ষ, ক্ষুব্ধ নেতারা

আপডেট : ৬ জানুয়ারী ২০২২, বৃহস্পতিবার

পুবের কলম ওয়েবডেস্ক: উত্তর প্রদেশে আসন্ন বিধানসভা নির্বাচনে নিজের দলকে শক্তিশালী করতে মজলিশ-ই-ইত্তেহাদুল মুসলেমিন (মিম) প্রধান আসাদউদ্দিন ওয়াইসি একটানা সফরে রয়েছেন।  তাঁর সভাগুলোতে প্রচুর মানুষজনের উপস্থিতি থেকে দলের পক্ষ থেকে আশাপ্রকাশ করা হচ্ছে যে তারা রাজ্যে উল্লেখযোগ্য সংখ্যক আসনে জয়ী হবে। দলটির দাবি, তাদের পক্ষে জনগণের সমর্থন থাকায় ক্ষমতাসীন দল এবং বিরোধী দল উভয় দলের মধ্যেই আতঙ্ক বিরাজ করছে।

দু’দিন আগে মোরাদাবাদ সফরের আগে দলীয় কর্মীরা শহরের একটি হোটেলে আসাদউদ্দিন ওয়াইসির জন্য কয়েকটি রুম বুক করেছিলেন। কিন্তু ওয়াইসির পৌঁছানোর সময় হলে হোটেল কর্তৃপক্ষ তাঁর জন্য রুম দিতে অস্বীকার করেন। তারা বলেন, এটি এলআইইউ-এর (স্থানীয় গোয়েন্দা ইউনিট) পক্ষ থেকে বলা হয়েছে। অন্যদিকে, হোটেলের নির্ধারিত রুম না পেয়ে দলীয় নেতারা ক্ষোভ প্রকাশ করে ওই ইস্যুতে তোলপাড় সৃষ্টি করেন। তারা বলেন, রুমটি যখন অগ্রিম বুকিং করে রাখা হয়েছে এবং কারা থাকবেন তাও বলা হয়েছে, তখন অস্বীকার করার কোনো যৌক্তিকতা নেই।

গণমাধ্যমের সঙ্গে আলাপকালে ‘মিম’-এর রাজ্য সভাপতি শওকত আলী বলেন, সিনিয়র পুলিশ সুপারের সঙ্গে এ বিষয়ে কথা বলা হলে তিনি এ ধরণের কোনো নিষেধাজ্ঞার কথা অস্বীকার করে বলেন, নিরাপত্তার কথা বিবেচনা করে আপনাদের আগেই তথ্য দেওয়া উচিত ছিল।

অন্যদিকে, হোটেল কর্তৃপক্ষের তরফে বলা হচ্ছে, এলআইইউ (স্থানীয় গোয়েন্দা ইউনিট) ওয়াইসি ছাড়া আর কাউকে রুম দিতে অস্বীকার করেনি। ‘মিম’  নেতা শওকত আলি বলেন, ওয়াইসির সভায় ভিড় জমার কারণে সরকার ও প্রশাসনের মধ্যে ভয় দেখা দিয়েছে। সে কারণেই এ ধরণের বাধার সৃষ্টি করা হচ্ছে।