২৯ জুলাই ২০২৫, মঙ্গলবার, ১৩ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

বিরাট আমার চেয়েও স্কিলফুল : সৌরভ

অর্পিতা লাহিড়ী
  • আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২২, শনিবার
  • / 43

পুবের কলম প্রতিবেদক: এশিয়া কাপে সেঞ্চুরি করে নিজের ৭১ তম সেঞ্চুরিই শুধু পূর্ণ করেননি, বরং টি-২০ ক্রিকেটে নিজের প্রথম আন্তর্জাতিক সেঞ্চুরি করেছেন বিরাট কোহলি। প্রায় তিন বছর পরে তিনি এই সেঞ্চুরি পেলেন। আর বিরাটের এই সেঞ্চুরিতে দারুণ খুশি প্রাক্তন ক্যাপ্টেন তথা বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। ৩৪ বছর বয়সী বিরাটকে নিয়ে বলতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়লেন সৌরভ। বলেন, ‘একজন প্লেয়ার হিসেবে তুলনাটা নিশ্চয়ই আসবে স্কিলের ওপর ভিত্তি করে। আর সেদিক দিয়ে বলতে গেলে বিরাট আমার চেয়েও বেশি স্কিলফুল। আমরা দুটো ভিন্ন সময়ের ক্রিকেটার। এবং আমরা দীর্ঘ সময়ের ক্রিকেটার। আমার সমসামিয়ক কালে আমি খেলে গিয়েছি। আর বিরাট এখন খেলে যাচ্ছে। তাছাড়া ওর মধ্যে এখনও অনেকটা ক্রিকেট রয়েছে। ও আরও কিছুদিন খেলবে। আমি যে পরিমাণ ক্রিকেট খেলেছি, তার থেকে অনেক বেশি ক্রিকেট খেলবে বিরাট।’ বিরাট কোহলিকে নিয়ে এতটাই মুগ্ধ সৌরভ যে বলছেন, ‘বিরাট ধরাছোঁয়ার বাইরে।’

যেভাবে বিরাট কোহলি এতদিন ধরে সমালোচনার শিকার হয়েছেন,  তা নিয়ে সৌরভের মন্তব্য, ‘ প্রত্যেকেই সংবাদমাধ্যমের স্ক্রুটিনির মধ্যে থাকেন। শুধুমাত্র সময় অনুয়াযী নামগুলো পরিবর্তন হয়।’ মজা করে সৌরভ বলেন, ‘আমি এর আর্ধেকও জানতে পারতাম না, কারণ আমি খুব বেশি পড়তাম না। যখন আমি কোনও হোটেলে প্রবেশ করতাম, তখনই রিসেপশনে বলে রাখতাম, বস, আমার রুমের বাইরে সকালে কোনও খবরের কাগজ দেবে না। কিন্তু এখন সেই পরিস্থিতিটা অনেকটা পাল্টে গিয়েছে। এখন তো আপনার কম্পিউটার ও ফোনে সোশ্যাল মিডিয়া হাজির। ফলে সমালোচনার বিষয়টা চোখের সামনে পড়েই যাচ্ছে।’

আরও পড়ুন: ICC Champions Trophy: সৌরভ ধোনির সঙ্গে একাসনে রোহিত

তাঁর নিজের সময়েও সমালোচনা ছিল, কিন্তু সেটাকে পাত্তা দিতেন না সৌরভ। বললেন, ‘আমি কোনওদিন ট্রমার মধ্যে দিয়ে যাইনি বা যেতে চাইনি। আমার ভালো দিনও যেমন ছিল, খারাপ দিনও ছিল। কখনও কখনও চাপ কম থাকত, কখনও বা বেশ চাপ থাকত। সেটাই স্বাভাবিক। তরুণ ক্রিকেটাররা সেটা জানে। আমি এটা বলতে পারি, কারণ আমি এ বিষয়ে অনেক অভিজ্ঞ। তরুণদের এটাকেই মাথায় রেখে সুযোগের সদ্ব্যবহার করতে হবে।’

আরও পড়ুন: বিশ্বকাপ নিয়ে কোহলির সঙ্গে আলোচনা নির্বাচকদের!

বিরাট কোহলি ও তাঁর সময়কার ক্রিকেটের কোনও পরিবর্তন হয়েছে কি? জবাবে সৌরভ জানালেন, ‘খেলাটা ধীরে ধীরে পরিবর্তন হচ্ছে। এখন এটা  সীমিত সময়ের। অনেক বেশি ছক্কা, চার মারতে হবে। অফ স্ট্যাম্পের বাইরে খুব বেশি বল ছাড়া যাবে না। কারণ খেলাটা অনেক পরিবর্তন হয়েছে।’

আরও পড়ুন: সাদা বলের ক্রিকেট থেকে নিজেকে সরিয়ে নিচ্ছেন বিরাট কোহলি

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

বিরাট আমার চেয়েও স্কিলফুল : সৌরভ

আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২২, শনিবার

পুবের কলম প্রতিবেদক: এশিয়া কাপে সেঞ্চুরি করে নিজের ৭১ তম সেঞ্চুরিই শুধু পূর্ণ করেননি, বরং টি-২০ ক্রিকেটে নিজের প্রথম আন্তর্জাতিক সেঞ্চুরি করেছেন বিরাট কোহলি। প্রায় তিন বছর পরে তিনি এই সেঞ্চুরি পেলেন। আর বিরাটের এই সেঞ্চুরিতে দারুণ খুশি প্রাক্তন ক্যাপ্টেন তথা বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। ৩৪ বছর বয়সী বিরাটকে নিয়ে বলতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়লেন সৌরভ। বলেন, ‘একজন প্লেয়ার হিসেবে তুলনাটা নিশ্চয়ই আসবে স্কিলের ওপর ভিত্তি করে। আর সেদিক দিয়ে বলতে গেলে বিরাট আমার চেয়েও বেশি স্কিলফুল। আমরা দুটো ভিন্ন সময়ের ক্রিকেটার। এবং আমরা দীর্ঘ সময়ের ক্রিকেটার। আমার সমসামিয়ক কালে আমি খেলে গিয়েছি। আর বিরাট এখন খেলে যাচ্ছে। তাছাড়া ওর মধ্যে এখনও অনেকটা ক্রিকেট রয়েছে। ও আরও কিছুদিন খেলবে। আমি যে পরিমাণ ক্রিকেট খেলেছি, তার থেকে অনেক বেশি ক্রিকেট খেলবে বিরাট।’ বিরাট কোহলিকে নিয়ে এতটাই মুগ্ধ সৌরভ যে বলছেন, ‘বিরাট ধরাছোঁয়ার বাইরে।’

যেভাবে বিরাট কোহলি এতদিন ধরে সমালোচনার শিকার হয়েছেন,  তা নিয়ে সৌরভের মন্তব্য, ‘ প্রত্যেকেই সংবাদমাধ্যমের স্ক্রুটিনির মধ্যে থাকেন। শুধুমাত্র সময় অনুয়াযী নামগুলো পরিবর্তন হয়।’ মজা করে সৌরভ বলেন, ‘আমি এর আর্ধেকও জানতে পারতাম না, কারণ আমি খুব বেশি পড়তাম না। যখন আমি কোনও হোটেলে প্রবেশ করতাম, তখনই রিসেপশনে বলে রাখতাম, বস, আমার রুমের বাইরে সকালে কোনও খবরের কাগজ দেবে না। কিন্তু এখন সেই পরিস্থিতিটা অনেকটা পাল্টে গিয়েছে। এখন তো আপনার কম্পিউটার ও ফোনে সোশ্যাল মিডিয়া হাজির। ফলে সমালোচনার বিষয়টা চোখের সামনে পড়েই যাচ্ছে।’

আরও পড়ুন: ICC Champions Trophy: সৌরভ ধোনির সঙ্গে একাসনে রোহিত

তাঁর নিজের সময়েও সমালোচনা ছিল, কিন্তু সেটাকে পাত্তা দিতেন না সৌরভ। বললেন, ‘আমি কোনওদিন ট্রমার মধ্যে দিয়ে যাইনি বা যেতে চাইনি। আমার ভালো দিনও যেমন ছিল, খারাপ দিনও ছিল। কখনও কখনও চাপ কম থাকত, কখনও বা বেশ চাপ থাকত। সেটাই স্বাভাবিক। তরুণ ক্রিকেটাররা সেটা জানে। আমি এটা বলতে পারি, কারণ আমি এ বিষয়ে অনেক অভিজ্ঞ। তরুণদের এটাকেই মাথায় রেখে সুযোগের সদ্ব্যবহার করতে হবে।’

আরও পড়ুন: বিশ্বকাপ নিয়ে কোহলির সঙ্গে আলোচনা নির্বাচকদের!

বিরাট কোহলি ও তাঁর সময়কার ক্রিকেটের কোনও পরিবর্তন হয়েছে কি? জবাবে সৌরভ জানালেন, ‘খেলাটা ধীরে ধীরে পরিবর্তন হচ্ছে। এখন এটা  সীমিত সময়ের। অনেক বেশি ছক্কা, চার মারতে হবে। অফ স্ট্যাম্পের বাইরে খুব বেশি বল ছাড়া যাবে না। কারণ খেলাটা অনেক পরিবর্তন হয়েছে।’

আরও পড়ুন: সাদা বলের ক্রিকেট থেকে নিজেকে সরিয়ে নিচ্ছেন বিরাট কোহলি