২০ অক্টোবর ২০২৫, সোমবার, ২ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
BREAKING :
ছিলেন মুসলিম নাম বদলে হয়েছেন হিন্দু, এই বলি তারকাদের নাম জানলে আপনি চমকে যাবেন

ইমামা খাতুন
- আপডেট : ২ মে ২০২৩, মঙ্গলবার
- / 45
পুবের কলম, ওয়েবডেস্ক: কথায় আছে ‘নামে কি আসে যায়’! তবে বিনোদন জগতের নায়ক নায়িকাদের বিশেষ করে বলিউড তারকাদের নামেই চেনে গোটা দুনিয়া। কিন্তু যদি জানা যায় তাঁদের যে নামের জন্যই চেনে গোটা দুনিয়া সেই নামটাই যদি তাঁদের আসল নাম না হয়, তাহলে কেমন হয়?
বলিউডে এমন অনেক তারকাই রয়েছেন যারা মুসলিম পরিবারে জন্মগ্রহণ করা সত্ত্বেও হিন্দু নাম নিয়েছেন। দর্শকরা তাদের সেই পরিবর্তিত নামেই চেনেন। এই তারকাদের আসল নাম জানতে ইচ্ছে হয় কি? আজকের এই প্রতিবেদনে জেনে নিন তারকাদের আসল নাম-পরিচয়।
মধুবালা : মুমতাজ জাহান দেহলভি ওরফে মধুবালা। সাদাকালো সিনেমার জগতে তরুণদের মনে ঝড় তোলা এক সুন্দরীর নাম। তৎকালীন জনপ্রিয় অভিনেতা দিলীপ কুমারের থেকে কোনও অংশে কম নন তিনি। রুপে গুণে ও অভূতপূর্ব অভিনয়ে মাতিয়েছিলেন তৎকালীন যুবকদের। তখনকার সময়ের স্বপ্ন সুন্দরী এই অভিনেত্রীও ইন্ডাস্ট্রিতে আসার জন্য পাল্টে ছিলেন নিজের নাম। জানা যায় মধুবালার আসল নাম মমতাজ জাহান দেহলভি। অর্থাৎ তিনিও আদতে হিন্দু নন। তবে নিজের অভিনয় প্রতিভার জোরেই কম সময়ের মধ্যে বেশ নাম ডাক করলেও খুব অল্প বয়সেই মৃত্যু হয়েছিল।
দিলীপ কুমার: স্বাধীনতা পরবর্তী ভারতবর্ষে যখন বলিউড ধীরে ধীরে বিকশিত হচ্ছে তখন এই সুদর্শন অভিনেতার আবির্ভাব। অভিনয়গুণে তিনি সকলকে মুগ্ধ করেন। তবে দিলীপ কুমার তার আসল নাম নয়। নাম শুনে তাকে হিন্দু মনে হলেও তিনি আদতে হিন্দুও নন। তার নাম ছিল মোহাম্মদ ইউসুফ খান। বলিউডে প্রবেশের পর তৎকালীন সময়ের জনপ্রিয় অভিনেত্রী দেবিকা রানির নির্দেশে তাকে নাম-পরিচয় বদলাতে হয়। সেই নির্দেশ মেনেই বলিউডের প্রথম সুপারস্টার হয়েছিলেন দিলীপ কুমার।
অজিত: ৬০-৭০ এর দশকের এই অভিনেতাকে বলিউডের একাধিক ছবিতে ভিলেনের ভূমিকায় দেখা গিয়েছে। তার আসল নাম হামিদ আলি খান। প্রথম ছবি ‘কুরুক্ষেত্র’তে তিনি তার আসল নামই ব্যবহার করেন। তবে পরবর্তীকালে তার নাম পরিবর্তন করে অজিত রাখা হয়।
মীনা কুমারী : এই বলিউড সুন্দরীর আসল নাম ছিল মেহজাবীন বানো। ১৯৩৩ সালে এক সুন্নি মুসলিম পরিবারে তার জন্ম হয়। খুব ছোট বয়স থেকেই তিনি অভিনয় করছেন। ১৯৩৯ সালে প্রথম শিশুশিল্পী হিসেবে তার কর্মজীবন শুরু হয়। এই বয়সেই পরিচালক বিজয় ভাট মেহজাবীনের নাম বদলে রাখেন মীনা কুমারী।
মান্যতা দত্ত: বলিউড তারকাদের এই তালিকায় রয়েছে আরও এক জনপ্রিয় নাম। তিনি হলেন সঞ্জয় দত্তের স্ত্রী তথা অভিনেত্রী মান্যতা দত্ত।অনেকেই হয়তো জানলে অবাক হবেন মান্যতার আসল নাম ছিল দিলনাওয়াজ শেখ। আদতে দুবাইয়ের বাসিন্দা এই অভিনেত্রী বলিউডের পা রাখার আগেই পরিচয় পাল্টে হিন্দু নাম রেখেছিলেন নিজের।
Tag :