০৩ জুলাই ২০২৫, বৃহস্পতিবার, ১৮ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি, কলকাতা সহ ২০০ স্কুলের মেইলে

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ৮ এপ্রিল ২০২৪, সোমবার
  • / 17

পুবের কলম প্রতিবেদক: বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি মেইল গেল স্কুলের আইডিতে। কলকাতা সহ বিভিন্ন জেলার ২০০টির বেশি স্কুলে এই মেইল গেছে। এই অভিযোগ লালবাজারেও জানানো হয়েছে। এই অভিযোগ পাওয়ার পরই স্কুলগুলিতে পাঠানো হয়েছে বোম্ব স্কোয়ার পৌঁছেছে বোম্ব স্কোয়াড।

স্কুলগুলোর মেল আইডিতে মেল আসে রবিবার রাত ১২ টা বেজে ২৪ মিনিটে । প্রেরক ‘’doll’ অর্থাৎ ডল মেলেই জানানো হয়েছে, স্কুলগুলোর ক্লাসরুমে বোমা রাখা রয়েছে। টাইমার সেট করা রয়েছে সকালের, যখন বাচ্চারা স্কুলে থাকবে। মেলে জানানো হয়, উদ্দেশ্যে যতবেশি সংখ্যক সম্ভব মানুষকে রক্তস্নান করানো।

ওই মেলেই উল্লেখ্য করা হয়েছে দুই জঙ্গি চিং ও ডলের নাম। এই মেইলকে কেন্দ্র করে স্বাভাবিকভাবেই প্রবল উত্তেজনা ছড়িয়েছে। ইতিমধ্যেই স্কুলগুলোতে সতর্ক করা হয়েছে পুলিশের তরফে। পুলিশের তরফে প্রয়োজনীয় পদক্ষেপও করা হচ্ছে। তবে এই মেলটি ভুয়ো হওয়ার সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছেন না পুলিশ আধিকারিকরা।

Tag :

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি, কলকাতা সহ ২০০ স্কুলের মেইলে

আপডেট : ৮ এপ্রিল ২০২৪, সোমবার

পুবের কলম প্রতিবেদক: বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি মেইল গেল স্কুলের আইডিতে। কলকাতা সহ বিভিন্ন জেলার ২০০টির বেশি স্কুলে এই মেইল গেছে। এই অভিযোগ লালবাজারেও জানানো হয়েছে। এই অভিযোগ পাওয়ার পরই স্কুলগুলিতে পাঠানো হয়েছে বোম্ব স্কোয়ার পৌঁছেছে বোম্ব স্কোয়াড।

স্কুলগুলোর মেল আইডিতে মেল আসে রবিবার রাত ১২ টা বেজে ২৪ মিনিটে । প্রেরক ‘’doll’ অর্থাৎ ডল মেলেই জানানো হয়েছে, স্কুলগুলোর ক্লাসরুমে বোমা রাখা রয়েছে। টাইমার সেট করা রয়েছে সকালের, যখন বাচ্চারা স্কুলে থাকবে। মেলে জানানো হয়, উদ্দেশ্যে যতবেশি সংখ্যক সম্ভব মানুষকে রক্তস্নান করানো।

ওই মেলেই উল্লেখ্য করা হয়েছে দুই জঙ্গি চিং ও ডলের নাম। এই মেইলকে কেন্দ্র করে স্বাভাবিকভাবেই প্রবল উত্তেজনা ছড়িয়েছে। ইতিমধ্যেই স্কুলগুলোতে সতর্ক করা হয়েছে পুলিশের তরফে। পুলিশের তরফে প্রয়োজনীয় পদক্ষেপও করা হচ্ছে। তবে এই মেলটি ভুয়ো হওয়ার সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছেন না পুলিশ আধিকারিকরা।