০৪ নভেম্বর ২০২৫, মঙ্গলবার, ১৭ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

১২৫ কোটি টাকা প্রতারণার অভিযোগে গ্রেফতার করা হল বিএসএফ ডেপুটি কমাডান্ট প্রবীণ যাদবকে

অর্পিতা লাহিড়ী
  • আপডেট : ১৭ জানুয়ারী ২০২২, সোমবার
  • / 49

 

পুবের কলম ওয়েবডেস্কঃ ১২৫ কোটি টাকা প্রতারণার অভিযোগে গ্রেফতার করা হল বিএসএফ ডেপুটি কমাডান্ট প্রবীণ যাদবকে। গুরুগ্রামে মানেসরে ন্যাশনাল সিকিউরিটি গার্ডের সদর দফতরে কর্মরত ছিলেন প্রবীণ।

আরও পড়ুন: ওডিশার নাবালিকাকে যৌন হেনস্থা, গ্রেফতার স্ব-ঘোষিত গুরু

প্রবীণের সঙ্গে গ্রেফতার করা হয়েছে তাঁর স্ত্রী মমতা যাদব এবং তাঁর বোন ঋতুকে। প্রবীণের বাড়িতে তল্লাশি চালিয়ে হতবাক হয়ে যান পুলিশ আধিকারিকরা। নগদ ১৪ কোটি টাকা, এক কোটি টাকার সোনা-গয়না এবং বিএমডব্লু, মার্সেডিস-সহ সাত-সাতটি অত্যাধুনিক গাড়ি বাজেয়াপ্ত করা হয়।

আরও পড়ুন: তন্ত্রমন্ত্রে অসুখ সারানোর আশ্বাস, নাবালিকাকে ঘরে নিয়ে গিয়ে যৌন হেনস্তা ধর্মগুরুর

নিজেকে আইপিএস অফিসার পরিচয় দিয়ে কাজ পাইয়ে দেওয়ার অছিলায় কোটি কোটি টাকা বাজার থেকে তুলতেন এই বিএসএফ কমাডান্ট।

আরও পড়ুন: গ্রেফতার Sonam Wangchuk! ‘তৈরিই ছিলাম’ বললেন লাদাখের ‘র‍্যাঞ্চো’

 

এখানেই  শেষ নয়, এনএসজির নামে ভুয়ো আ্যকাউন্ট বানিয়ে  তাতে  পাঠানো  হত টাকা। স্ত্রী  এবং  যাদবের  শ্যালিকা যিনি  নিজেও একটি  বেসরকারি  ব্যাঙ্কের ম্যানেজার। এই কাজে সহায়তা করতেন। সকলেই  আপাতত  গ্রেফতার।

 

গুরুগ্রামের পুলিশ  আধিকারিকরা জানিয়েছেন  একসময় শেয়ার  বাজারে  ৬০ লক্ষ টাকা হারান প্রবীণ, তারপর  শুরু হয় এই  প্রতারণা। (ছবি সংগৃহীত)

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

১২৫ কোটি টাকা প্রতারণার অভিযোগে গ্রেফতার করা হল বিএসএফ ডেপুটি কমাডান্ট প্রবীণ যাদবকে

আপডেট : ১৭ জানুয়ারী ২০২২, সোমবার

 

পুবের কলম ওয়েবডেস্কঃ ১২৫ কোটি টাকা প্রতারণার অভিযোগে গ্রেফতার করা হল বিএসএফ ডেপুটি কমাডান্ট প্রবীণ যাদবকে। গুরুগ্রামে মানেসরে ন্যাশনাল সিকিউরিটি গার্ডের সদর দফতরে কর্মরত ছিলেন প্রবীণ।

আরও পড়ুন: ওডিশার নাবালিকাকে যৌন হেনস্থা, গ্রেফতার স্ব-ঘোষিত গুরু

প্রবীণের সঙ্গে গ্রেফতার করা হয়েছে তাঁর স্ত্রী মমতা যাদব এবং তাঁর বোন ঋতুকে। প্রবীণের বাড়িতে তল্লাশি চালিয়ে হতবাক হয়ে যান পুলিশ আধিকারিকরা। নগদ ১৪ কোটি টাকা, এক কোটি টাকার সোনা-গয়না এবং বিএমডব্লু, মার্সেডিস-সহ সাত-সাতটি অত্যাধুনিক গাড়ি বাজেয়াপ্ত করা হয়।

আরও পড়ুন: তন্ত্রমন্ত্রে অসুখ সারানোর আশ্বাস, নাবালিকাকে ঘরে নিয়ে গিয়ে যৌন হেনস্তা ধর্মগুরুর

নিজেকে আইপিএস অফিসার পরিচয় দিয়ে কাজ পাইয়ে দেওয়ার অছিলায় কোটি কোটি টাকা বাজার থেকে তুলতেন এই বিএসএফ কমাডান্ট।

আরও পড়ুন: গ্রেফতার Sonam Wangchuk! ‘তৈরিই ছিলাম’ বললেন লাদাখের ‘র‍্যাঞ্চো’

 

এখানেই  শেষ নয়, এনএসজির নামে ভুয়ো আ্যকাউন্ট বানিয়ে  তাতে  পাঠানো  হত টাকা। স্ত্রী  এবং  যাদবের  শ্যালিকা যিনি  নিজেও একটি  বেসরকারি  ব্যাঙ্কের ম্যানেজার। এই কাজে সহায়তা করতেন। সকলেই  আপাতত  গ্রেফতার।

 

গুরুগ্রামের পুলিশ  আধিকারিকরা জানিয়েছেন  একসময় শেয়ার  বাজারে  ৬০ লক্ষ টাকা হারান প্রবীণ, তারপর  শুরু হয় এই  প্রতারণা। (ছবি সংগৃহীত)