০২ অগাস্ট ২০২৫, শনিবার, ১৭ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

বাংলাদেশে দুর্গা পুজোয় হামলা, ভারতকে সতর্ক করলেন শেখ হাসিনা

অর্পিতা লাহিড়ী
  • আপডেট : ১৬ অক্টোবর ২০২১, শনিবার
  • / 15

পুবের কলম ওয়েব ডেস্কঃ বুধবার বাংলাদেশের কুমিল্লা জেলায় দুর্গা পুজোয় প্যান্ডেলে হামলা হয়। এই হামলার তীব্র নিন্দা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা । বাংলাদেশের প্রধানমন্ত্রী হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যারা এই হামলায় যুক্ত তাদের রেয়াত করা হবে না। যেকোনও ধর্মেরই লোক হোক না কেন, শাস্তি তাদের পেতেই হবে।
পাশাপাশি সাম্প্রদায়িক এমন অসহিষ্ণুতার জন্য শেখ হাসিনা ভারতকেও সতর্ক থাকার বার্তা দিয়েছেন। বিবিসি বাংলার রিপোর্ট অনুযায়ী, শেখ হাসিনা বলেছেন, ভারতে যেন এমন কিছু না হয়, যার প্রভাব বাংলাদেশে পড়ে আর এখানে থাকা হিন্দু সম্প্রদায়কে তা ভুগতে হয়।
বাংলাদেশি প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, গোটা বিশ্বেই সন্ত্রাসবাদীরা মাথাচাড়া দিয়ে উঠছে। শুধু আমাদের দেশকেই না, প্রতিবেশী দেশগুলোকেও সতর্ক থাকতে হবে। উনি বলেন, ‘ভারত আমাদের স্বাধীনতার লড়াইয়ের জন্য অনেক সহযোগিতা করেছে, আমরা এর জন্য আজীবন কৃতজ্ঞ হয়ে থাকব। কিন্তু ভারতে এমন কিছু যেন না হয়, যার প্রভাব বাংলাদেশে পড়ে। আর এখানে থাকা হিন্দু সম্প্রদায়ের বিপদ বেড়ে যায় ওদেরও এই নিয়ে সতর্ক থাকা উচিৎ।
অনেকে বলছেন হাসিনা আসলে কূটনৈতিক ভাষায় বুঝিয়ে দিলেন এই অসহিষ্ণুতা আসলে পড়শী ভারত থেকেই সেদেশে ঢুকে পড়ছে । ভারতে সংখ্যালঘুদের ওপর যে মানসিক ও শারীরিক নির্যাতন হয়ে চলেছে এবং তা থেকে যেভাবে একটি বিশেষ রাজনৈতিক দল ফায়দা লাভের চেষ্টা করছে, হাসিনা স্পষ্ট করে না বললেও সেদিকেই ইঙ্গিত করেছেন। মনে করেছেন অনেকেই।
বাংলাদেশের চাঁদিপুরের হাজীগঞ্জ উপজেলায় বুধবার দুর্গা পুজোর অনুষ্ঠানের সময় হওয়া সাম্প্রদায়িক হিংসায় ৩ জনের মৃত্যু হয়। এছাড়াও ৬০ জন আহত হয়েছেন। রিপোর্ট অনুযায়ী, একটি ফেসবুক পোস্টে কুরআনের অবমাননার গুজব ছড়ানোর পর বাংলাদেশের কুমিল্লা জেলার দুর্গা মণ্ডপে হামলা হয়। আর এরপর সেই সাম্প্রদায়িকতার আগুন ছড়িয়ে পড়ে।

আরও পড়ুন: বাংলাদেশে স্টারলিংক চালু

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

বাংলাদেশে দুর্গা পুজোয় হামলা, ভারতকে সতর্ক করলেন শেখ হাসিনা

আপডেট : ১৬ অক্টোবর ২০২১, শনিবার

পুবের কলম ওয়েব ডেস্কঃ বুধবার বাংলাদেশের কুমিল্লা জেলায় দুর্গা পুজোয় প্যান্ডেলে হামলা হয়। এই হামলার তীব্র নিন্দা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা । বাংলাদেশের প্রধানমন্ত্রী হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যারা এই হামলায় যুক্ত তাদের রেয়াত করা হবে না। যেকোনও ধর্মেরই লোক হোক না কেন, শাস্তি তাদের পেতেই হবে।
পাশাপাশি সাম্প্রদায়িক এমন অসহিষ্ণুতার জন্য শেখ হাসিনা ভারতকেও সতর্ক থাকার বার্তা দিয়েছেন। বিবিসি বাংলার রিপোর্ট অনুযায়ী, শেখ হাসিনা বলেছেন, ভারতে যেন এমন কিছু না হয়, যার প্রভাব বাংলাদেশে পড়ে আর এখানে থাকা হিন্দু সম্প্রদায়কে তা ভুগতে হয়।
বাংলাদেশি প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, গোটা বিশ্বেই সন্ত্রাসবাদীরা মাথাচাড়া দিয়ে উঠছে। শুধু আমাদের দেশকেই না, প্রতিবেশী দেশগুলোকেও সতর্ক থাকতে হবে। উনি বলেন, ‘ভারত আমাদের স্বাধীনতার লড়াইয়ের জন্য অনেক সহযোগিতা করেছে, আমরা এর জন্য আজীবন কৃতজ্ঞ হয়ে থাকব। কিন্তু ভারতে এমন কিছু যেন না হয়, যার প্রভাব বাংলাদেশে পড়ে। আর এখানে থাকা হিন্দু সম্প্রদায়ের বিপদ বেড়ে যায় ওদেরও এই নিয়ে সতর্ক থাকা উচিৎ।
অনেকে বলছেন হাসিনা আসলে কূটনৈতিক ভাষায় বুঝিয়ে দিলেন এই অসহিষ্ণুতা আসলে পড়শী ভারত থেকেই সেদেশে ঢুকে পড়ছে । ভারতে সংখ্যালঘুদের ওপর যে মানসিক ও শারীরিক নির্যাতন হয়ে চলেছে এবং তা থেকে যেভাবে একটি বিশেষ রাজনৈতিক দল ফায়দা লাভের চেষ্টা করছে, হাসিনা স্পষ্ট করে না বললেও সেদিকেই ইঙ্গিত করেছেন। মনে করেছেন অনেকেই।
বাংলাদেশের চাঁদিপুরের হাজীগঞ্জ উপজেলায় বুধবার দুর্গা পুজোর অনুষ্ঠানের সময় হওয়া সাম্প্রদায়িক হিংসায় ৩ জনের মৃত্যু হয়। এছাড়াও ৬০ জন আহত হয়েছেন। রিপোর্ট অনুযায়ী, একটি ফেসবুক পোস্টে কুরআনের অবমাননার গুজব ছড়ানোর পর বাংলাদেশের কুমিল্লা জেলার দুর্গা মণ্ডপে হামলা হয়। আর এরপর সেই সাম্প্রদায়িকতার আগুন ছড়িয়ে পড়ে।

আরও পড়ুন: বাংলাদেশে স্টারলিংক চালু