সংখ্যালঘু কল্যাণ মন্ত্রকের দায়িত্ব পেলেন আজহারউদ্দিন
- আপডেট : ৪ নভেম্বর ২০২৫, মঙ্গলবার
- / 95
পুবের কলম, হায়দারাবাদ: শুক্রবার তেলেঙ্গানার ক্যাবিনেট মন্ত্রী হিসাবে শপথ নেন প্রাক্তন ভারত অধিনায়ক মহম্মদ আজহারউদ্দিন। তবে তিনি কোন দফতরের মন্ত্রী হবেন, তা ঠিক হয়েছিল না। মঙ্গলবার তেলেঙ্গানা রাজ্যের রাষ্ট্রায়ত্ত উদ্যোগ এবং সংখ্যালঘু কল্যাণ মন্ত্রকের দায়িত্ব দেওয়া হল প্রাক্তন ভারত অধিনায়ককে। এদিন রাজ্য সরকারের তরফে এক বিজ্ঞপ্তি জারি করে বিষয়টি জানানো হয়ছো। একটা সময় ভারতীয় দলকে পরিচালনা করেছেন আজহারউদ্দিন। এবার তিনি চালনা করবেন রাজ্যের এক দফতরকে।
প্রসঙ্গত, এতদিন তেলেঙ্গানার রাষ্ট্রায়ত্ত উদ্যোগ মন্ত্রকের দায়িত্বে ছিলেন মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি। সংখ্যালঘু কল্যাণ মন্ত্রকের দায়িত্ব ছিলেন মন্ত্রী আদলুরি লক্ষ্মণ কুমার। এবার সেই দফতরের দায়িত্ব দেওয়া হল আজহারউদ্দিনকে।
উল্লেখ্য, শুক্রবার তেলেঙ্গানার রাজভবনে রাজ্যপাল জিষ্ণু দেব বর্মার কাছে শপথবাক্য পাঠ করেন আজহার। শপথ নেওয়ার পরে আবেগঘন হয়ে আজহার বলেছিলেন, “জাতীয় দলের জার্সিতে আমার অভিষেক হয়েছিল ৩১ ডিসেম্বর। আজও ৩১ তারিখ। মনে হচ্ছে জীবনের একটা বৃত্ত সম্পূর্ণ হল।” গত আগস্ট মাসে কংগ্রেসশাসিত তেলেঙ্গানার বিধান পরিষদে মনোনয়ন দেওয়া হয়েছে আজহারকে। বিধান পরিষদে মনোনয়ন পাওয়ার পরেই শোনা গিয়েছিল, তেলেঙ্গানার ক্যাবিনেটেও জায়গা পেতে পারেন ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক। এবার সেই জল্পনায় সিলমোহর পড়ল মঙ্গলবার। ভারতীয় ক্রিকেট দলের কোনও অধিনায়ক এই প্রথম কোনও রাজ্যের মন্ত্রী হলেন।






























