বিহার বিধানসভা নির্বাচন: প্রাথমিক গণনায় স্পষ্ট লিডে এনডিএ, পিছিয়ে মহাগঠবন্ধন
- আপডেট : ১৪ নভেম্বর ২০২৫, শুক্রবার
- / 251
জনমত সমীক্ষার ভবিষ্যদ্বাণীকে সত্যি প্রমাণ করেই ভোটগণনা শুরুর পর থেকেই এগিয়ে চলেছে এনডিএ। প্রাথমিক ট্রেন্ডে স্পষ্ট হয়ে উঠছে,বিহারে আবারও সরকার গঠনের পথে নীতীশ-মোদি জোট।
সমীক্ষাগুলো আগেই ইঙ্গিত দিয়েছিল যে নীতীশ কুমারই ফের বিহারের মুখ্যমন্ত্রী হতে পারেন। এতে মহাগঠবন্ধনের শিবিরে কিছুটা চিন্তা বাড়লেও, কয়েকটি সমীক্ষা তাঁদের আশার আলোও দেখিয়েছিল। তবে ফলাফলের প্রথম ঘণ্টার ট্রেন্ডই ছবিটা অনেকটাই পরিষ্কার করে দিচ্ছে।
প্রাথমিক গণনায় কে কোথায়?
এনডিএ: প্রথম এক ঘণ্টার মধ্যেই বড় লিড নিয়ে এগিয়ে যায়।
শুরুতে এগিয়ে ছিল ৮৫ আসনে
খানিক পরেই সংখ্যাটা বেড়ে দাঁড়ায় ১৩১ আসনে, যা স্পষ্টভাবে সংখ্যাগরিষ্ঠতার ওপরে
মহাগঠবন্ধন:
শুরুতে এগিয়ে ছিল ৫১ আসনে
কিছু পরে সেই সংখ্যা বেড়ে দাঁড়ায় ৭০ আসনে, তবে এনডিএর তুলনায় অনেকটাই পিছনে
প্রশান্ত কিশোরের জন সুরাজ পার্টি:
চমক দেখিয়ে ৪ আসনে এগিয়ে
ভোটগণনা শুরু হওয়ার আগে মহাগঠবন্ধনের মুখ্যমন্ত্রী প্রার্থী তেজস্বী যাদব আত্মবিশ্বাসী ছিলেন যে পরিবর্তন আসবেই। তবে ট্রেন্ড দেখে আপাতত সে আশা নড়বড়ে হয়ে পড়েছে।




























