ডেঙ্গু প্রতিরোধে ব্যর্থ পুর প্রশাসকমন্ডলী এই দাবিতে পুরসভায় ফগিং মেশিন এবং মশার মডেল সহ বিক্ষোভ বিজেপির
- আপডেট : ১১ অক্টোবর ২০২২, মঙ্গলবার
- / 18
আইভি আদক, হাওড়া: প্রায় প্রতিদিনই ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা বাড়ছে হাওড়া পুর এলাকায়। এ অবস্থায় পুর প্রশাসকমন্ডলীর ব্যর্থতার অভিযোগ তুলে মঙ্গলবার দুপুরে হাওড়া পুরসভার গেটের সামনে ফগিং মেশিন এবং মশার মডেল হাতে বিক্ষোভ দেখালো বিজেপি। বিজেপির রাজ্য নেতা উমেশ রায়ের নেতৃত্বে বিজেপি কর্মীরা হাওড়া পুরসভার গেটের সামনে ফগিং মেশিনের সাহায্যে ধোঁয়া ছড়িয়ে বিক্ষোভ দেখায়। উমেশ রাই বলেন, হাওড়া পুরসভার আধিকারিক থেকে শুরু করে অনেকেই ডেঙ্গুতে আক্রান্ত। সাধারণ মানুষ প্রতিদিনই ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছেন। এই অবস্থায় পুরসভার প্রশাসকমন্ডলী শুধু বৈঠক করে চলেছেন। এই বৈঠক করে কিছু হবেনা।
মশার তেল ছড়িয়ে লার্ভা মারার পাশাপাশি ধোঁয়া স্প্রে করে মশা ধ্বংস করতে হবে। এই পুরসভার হাতে ফগিং মেশিন পর্যন্ত নেই। ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা বাড়ছে। এই নিয়ে তারা এদিন প্রতীকী বিক্ষোভ দেখালেন। পুরসভা এই নিয়ে ঠিকমতো ব্যবস্থা না নিলে বিজেপি বড়সড় আন্দোলন করে হাওড়া পুরসভা ঘেরাও করবে বলে তিনি হুমকি দেন। এর পাশাপাশি উমেশ রাই বলেন, হাওড়ায় পুরভোটের আগে যে ডিলিমিটেশন করা হয়েছে তা আমরা মানিনা। যেখানে শাসক দল দুর্বল বা যেখানে বিরোধী কাউন্সিলর আছেন সেখানেই ওয়ার্ড ভাঙা হয়েছে। তৃণমূল ছাড়া সব বিরোধী দলই এই একপেশে ওয়ার্ড পুনর্বিন্যাসের সমালোচনা করেছে।