০৮ মে ২০২৫, বৃহস্পতিবার, ২৫ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

কৃষ্ণাঙ্গ হত্যা: মার্কিন পুলিশ ইউনিট বিলুপ্ত

ইমামা খাতুন
  • আপডেট : ২৯ জানুয়ারী ২০২৩, রবিবার
  • / 16

পুবের কলম ওয়েব ডেস্ক: আমেরিকার টেনেসি অঙ্গরাজ্যের মেমফিস পুলিশের বিশেষ ইউনিট ‘স্করপিয়ন’-কে স্থায়ীভাবে বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। এক কৃষ্ণাঙ্গ তরুণকে পিটিয়ে হত্যার ঘটনায় এই ইউনিটের কর্মকর্তারা জড়িত ছিলেন বলে অভিযোগ।

এক বিবৃতিতে স্করপিয়নের বাকি ইউনিটগুলোও ভেঙে দেওয়ার আহ্বান জানিয়েছে মেমফিস পুলিশ বিভাগ।  ‘স্ট্রিট ক্রাইমস অপারেশন টু রিস্টোর পিস ইন আওয়ার নেইবারহুডস’ বোঝাতে সংক্ষেপে ‘স্করপিয়ন’ নামটি ব্যবহার করা হয়। এই দলটি পুলিশের ৫০ সদস্য নিয়ে গঠিত। নির্দিষ্ট এলাকায় অপরাধ সংঘটনের মাত্রা কমিয়ে আনার উদ্দেশ্যেই এই ইউনিট গঠন করা হয়েছিল।

আরও পড়ুন: মোদি-যোগীর প্রশংসা! যাত্রীকে গাড়িচাপা দিয়ে খুনের অভিযোগ ট্যাক্সিচালকের বিরুদ্ধে

গত ৭ জানুয়ারির এক ভিডিয়ো প্রকাশ পাওয়ার পর দেখা যায়, স্করপিয়ন ইউনিটের কর্মকর্তারা ২৯ বছর বয়সী টায়ার নিকোলসকে সড়কে ফেলে পেটাচ্ছেন ও লাথি মারছেন। গ্রেফতারের তিন দিন পর মারা যান নিকোলস। বিবৃতিতে মেমফিস পুলিশ বিভাগ বলেছে, সবার স্বার্থে এই ইউনিটকে স্থায়ীভাবে নিষ্ক্রিয় করা হয়েছে।

আরও পড়ুন: বাক্সবন্দি দেহ থানায় এনে মাকে খুনের কথা স্বীকার মেয়ের

আরও বলা হয়, ‘কয়েকজনের জঘন্য কর্মকাণ্ডে স্করপিয়ন অসম্মানিত হয়েছে। তাই ক্ষতিগ্রস্তদের ক্ষোভ প্রশমনের প্রক্রিয়ায় সক্রিয় পদক্ষেপ গ্রহণ জরুরি।’  কৃষ্ণাঙ্গ নিকোলসের মৃত্যুর ঘটনায় যে ৫ প্রাক্তন পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ‘দ্বিতীয়-ডিগ্রির হত্যার’ অভিযোগ আনা হয়েছে, তাঁরা সবাই কৃষ্ণাঙ্গ। টেনেসির আইনে ‘দ্বিতীয়-ডিগ্রির হত্যা’ হল জেনেশুনে কাউকে ‘হত্যা’।

আরও পড়ুন: আমেরিকায় ১০জনকে হত্যার পর আত্মহত্যা বন্দুকবাজের

উল্লেখ্য, ডাকাতি, গাড়ি চুরিসহ সংঘবদ্ধ অপরাধী চক্রের বড় ধরনের অপরাধ দমানোর চেষ্টায় ২০২১ সালে পুলিশের স্করপিয়ন ইউনিট চালু করা হয়। বেপরোয়াভাবে গাড়ি চালানোর অভিযোগে নিকোলসকে গ্রেফতার করেছিল এই ইউনিটের ৫ পুলিশ সদস্য।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

কৃষ্ণাঙ্গ হত্যা: মার্কিন পুলিশ ইউনিট বিলুপ্ত

আপডেট : ২৯ জানুয়ারী ২০২৩, রবিবার

পুবের কলম ওয়েব ডেস্ক: আমেরিকার টেনেসি অঙ্গরাজ্যের মেমফিস পুলিশের বিশেষ ইউনিট ‘স্করপিয়ন’-কে স্থায়ীভাবে বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। এক কৃষ্ণাঙ্গ তরুণকে পিটিয়ে হত্যার ঘটনায় এই ইউনিটের কর্মকর্তারা জড়িত ছিলেন বলে অভিযোগ।

এক বিবৃতিতে স্করপিয়নের বাকি ইউনিটগুলোও ভেঙে দেওয়ার আহ্বান জানিয়েছে মেমফিস পুলিশ বিভাগ।  ‘স্ট্রিট ক্রাইমস অপারেশন টু রিস্টোর পিস ইন আওয়ার নেইবারহুডস’ বোঝাতে সংক্ষেপে ‘স্করপিয়ন’ নামটি ব্যবহার করা হয়। এই দলটি পুলিশের ৫০ সদস্য নিয়ে গঠিত। নির্দিষ্ট এলাকায় অপরাধ সংঘটনের মাত্রা কমিয়ে আনার উদ্দেশ্যেই এই ইউনিট গঠন করা হয়েছিল।

আরও পড়ুন: মোদি-যোগীর প্রশংসা! যাত্রীকে গাড়িচাপা দিয়ে খুনের অভিযোগ ট্যাক্সিচালকের বিরুদ্ধে

গত ৭ জানুয়ারির এক ভিডিয়ো প্রকাশ পাওয়ার পর দেখা যায়, স্করপিয়ন ইউনিটের কর্মকর্তারা ২৯ বছর বয়সী টায়ার নিকোলসকে সড়কে ফেলে পেটাচ্ছেন ও লাথি মারছেন। গ্রেফতারের তিন দিন পর মারা যান নিকোলস। বিবৃতিতে মেমফিস পুলিশ বিভাগ বলেছে, সবার স্বার্থে এই ইউনিটকে স্থায়ীভাবে নিষ্ক্রিয় করা হয়েছে।

আরও পড়ুন: বাক্সবন্দি দেহ থানায় এনে মাকে খুনের কথা স্বীকার মেয়ের

আরও বলা হয়, ‘কয়েকজনের জঘন্য কর্মকাণ্ডে স্করপিয়ন অসম্মানিত হয়েছে। তাই ক্ষতিগ্রস্তদের ক্ষোভ প্রশমনের প্রক্রিয়ায় সক্রিয় পদক্ষেপ গ্রহণ জরুরি।’  কৃষ্ণাঙ্গ নিকোলসের মৃত্যুর ঘটনায় যে ৫ প্রাক্তন পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ‘দ্বিতীয়-ডিগ্রির হত্যার’ অভিযোগ আনা হয়েছে, তাঁরা সবাই কৃষ্ণাঙ্গ। টেনেসির আইনে ‘দ্বিতীয়-ডিগ্রির হত্যা’ হল জেনেশুনে কাউকে ‘হত্যা’।

আরও পড়ুন: আমেরিকায় ১০জনকে হত্যার পর আত্মহত্যা বন্দুকবাজের

উল্লেখ্য, ডাকাতি, গাড়ি চুরিসহ সংঘবদ্ধ অপরাধী চক্রের বড় ধরনের অপরাধ দমানোর চেষ্টায় ২০২১ সালে পুলিশের স্করপিয়ন ইউনিট চালু করা হয়। বেপরোয়াভাবে গাড়ি চালানোর অভিযোগে নিকোলসকে গ্রেফতার করেছিল এই ইউনিটের ৫ পুলিশ সদস্য।