০৪ অক্টোবর ২০২৫, শনিবার, ১৭ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

কালো, কুৎসিত বলে কটাক্ষ ! স্বামীকে কাটারি দিয়ে কুপিয়ে যৌনাঙ্গ কেটে খুন, ধৃত স্ত্রী

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২২, বুধবার
  • / 70

পুবের কলম, ওয়েবডেস্ক: কালো, কুৎসিত বলে কটাক্ষ! স্বামীকে ধারালো কাটারির এলোপাথারি কোপ দিয়ে যৌনাঙ্গ কেটে খুন করল স্ত্রী। ছত্তিশগড়ের দুর্গ জেলার ঘটনা। অভিযুক্ত স্ত্রীকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ আধিকারিক দেবাংশ রাঠোর (পাটান অঞ্চল) জানিয়েছেন, অভিযুক্ত মহিলাকে ঘন ঘন তার স্বামী কালো বলে কটূক্তি করতেন। বার বার একই গঞ্জনা শুনতে শুনতে রাগে উত্তেজিত হয়ে রবিবার রাতে স্বামীকে কাটারি দিয়ে কোপাতে থাকে সে। এমনকী তার যৌনাঙ্গ কেটে দেয়। ঘটনায় মৃত্যু হয়েছে স্বামীর।

আরও পড়ুন: kulgam encounter: কুলগাঁও-র ঘন জঙ্গলে সেনা-জঙ্গির গুলির লড়াই

সোমবার পুলিশ ৩০ বছর বয়সী সংগীতা সোনওয়ানিকে গ্রেফতার করে। মৃত স্বামীর নাম অনন্ত সোনওয়ানি (৪০)।

আরও পড়ুন: ভিন্ন রাজ্যে বাঙালি শ্রমিকদের উপর নির্যাতন, মৃত্যু, বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়া, পথে তৃণমূল কংগ্রেস

প্রাথমিক তদন্তের ভিত্তিতে পুলিশ জানিয়েছে, অভিযুক্ত স্ত্রীকে তার স্বামী ‘কুৎসিত’ বলে ডাকতেন। এই নিয়ে প্রায় ঝগড়া হত দুজনের মধ্যে।

আরও পড়ুন: মুসলিম ও কাশ্মীরিদের টার্গেট করবেন না, আর্জি পহেলগাঁও কাণ্ডে শহিদ বিনয়ের স্ত্রীর

পুলিশ জানায়, অভিযুক্ত স্ত্রী স্বামীকে খুন করার পরে গ্রামের মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করেছিল। গ্রামের মানুষকে সে জানিয়েছিল, তার স্বামীকে কেউ খুন করেছে।  কিন্তু পরে পুলিশের প্রশ্নের কাছে চাপে পড়ে সে স্বামীকে খুনের কথা স্বীকার করে।

পুলিশ অভিযুক্ত সংগীতা সোনওয়ানিকে গ্রেফতার করেছে। সংগীতা সোনওয়ানি মৃত অনন্ত সোনওয়ানি’র দ্বিতীয় পক্ষের স্ত্রী ছিলেন। প্রথম পক্ষের স্ত্রীয়ের মৃত্যুর পর সংগীতা বিয়ে করেন অনন্তকে।

রাঠোর জানান, ভারতীয় দণ্ডবিধির ৩০২ ধারায় সংগীতা সোনওয়ানির বিরুদ্ধে খুনের মামলা দায়ের করা হয়েছে।

 

 

 

 

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

কালো, কুৎসিত বলে কটাক্ষ ! স্বামীকে কাটারি দিয়ে কুপিয়ে যৌনাঙ্গ কেটে খুন, ধৃত স্ত্রী

আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২২, বুধবার

পুবের কলম, ওয়েবডেস্ক: কালো, কুৎসিত বলে কটাক্ষ! স্বামীকে ধারালো কাটারির এলোপাথারি কোপ দিয়ে যৌনাঙ্গ কেটে খুন করল স্ত্রী। ছত্তিশগড়ের দুর্গ জেলার ঘটনা। অভিযুক্ত স্ত্রীকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ আধিকারিক দেবাংশ রাঠোর (পাটান অঞ্চল) জানিয়েছেন, অভিযুক্ত মহিলাকে ঘন ঘন তার স্বামী কালো বলে কটূক্তি করতেন। বার বার একই গঞ্জনা শুনতে শুনতে রাগে উত্তেজিত হয়ে রবিবার রাতে স্বামীকে কাটারি দিয়ে কোপাতে থাকে সে। এমনকী তার যৌনাঙ্গ কেটে দেয়। ঘটনায় মৃত্যু হয়েছে স্বামীর।

আরও পড়ুন: kulgam encounter: কুলগাঁও-র ঘন জঙ্গলে সেনা-জঙ্গির গুলির লড়াই

সোমবার পুলিশ ৩০ বছর বয়সী সংগীতা সোনওয়ানিকে গ্রেফতার করে। মৃত স্বামীর নাম অনন্ত সোনওয়ানি (৪০)।

আরও পড়ুন: ভিন্ন রাজ্যে বাঙালি শ্রমিকদের উপর নির্যাতন, মৃত্যু, বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়া, পথে তৃণমূল কংগ্রেস

প্রাথমিক তদন্তের ভিত্তিতে পুলিশ জানিয়েছে, অভিযুক্ত স্ত্রীকে তার স্বামী ‘কুৎসিত’ বলে ডাকতেন। এই নিয়ে প্রায় ঝগড়া হত দুজনের মধ্যে।

আরও পড়ুন: মুসলিম ও কাশ্মীরিদের টার্গেট করবেন না, আর্জি পহেলগাঁও কাণ্ডে শহিদ বিনয়ের স্ত্রীর

পুলিশ জানায়, অভিযুক্ত স্ত্রী স্বামীকে খুন করার পরে গ্রামের মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করেছিল। গ্রামের মানুষকে সে জানিয়েছিল, তার স্বামীকে কেউ খুন করেছে।  কিন্তু পরে পুলিশের প্রশ্নের কাছে চাপে পড়ে সে স্বামীকে খুনের কথা স্বীকার করে।

পুলিশ অভিযুক্ত সংগীতা সোনওয়ানিকে গ্রেফতার করেছে। সংগীতা সোনওয়ানি মৃত অনন্ত সোনওয়ানি’র দ্বিতীয় পক্ষের স্ত্রী ছিলেন। প্রথম পক্ষের স্ত্রীয়ের মৃত্যুর পর সংগীতা বিয়ে করেন অনন্তকে।

রাঠোর জানান, ভারতীয় দণ্ডবিধির ৩০২ ধারায় সংগীতা সোনওয়ানির বিরুদ্ধে খুনের মামলা দায়ের করা হয়েছে।