০১ অগাস্ট ২০২৫, শুক্রবার, ১৬ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

আগামীকাল বৃষ্টির সম্ভাবনা, বিঘ্ন হতে পারে দুর্গাপুজোর কার্নিভাল

ইমামা খাতুন
  • আপডেট : ৭ অক্টোবর ২০২২, শুক্রবার
  • / 46

পুবের কলম ওয়েব ডেস্ক: আগামীকাল কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। দিনের গড় উষ্ণতা ২৬ থেকে ৩৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে। দুপুরের দিকে আকাশ হালকা মেঘলা থাকবে। তবে বিকেলের দিকে বৃষ্টি শুরু হতে পারে। তবে পরিমাণ কমবে। তাপমাত্রা সামান্য বাড়বে। তবে অস্বস্তি থাকবে। তবে উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ ও রবিবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী বৃষ্টি হতে পারে।

 

আরও পড়ুন: আগামিকাল থেকে রাজ্যে ফের চলবে করমণ্ডল এক্সপ্রেস  

দুই দিনাজপুর, মালদহতেও বর্ষণের ভ্রূকুটি রয়েছে। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে এমনটাই খবর।
আজ রেড রোডে দুর্গাপুজোর কার্নিভাল রয়েছে। দু’বছর পর আবার দুর্গাপ্রতিমা নিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রার সাক্ষী হবে রাজপথ। প্রস্তুতি শেষ হয়েছে। করোনা পরবর্তীতে এই কার্নিভাল দেখা নিয়ে মানুষের মধ্যে আগ্রহ তুঙ্গে। কিন্তু বৃষ্টি হলে কার্নিভালের দেখার আনন্দ মাটি হওয়ার আশঙ্কা থাকছে।

আরও পড়ুন: কাল থেকেই রাজ্যে বাড়বে গরম! তাপপ্রবাহের আশঙ্কা  

প্রসঙ্গত, পুজোর মধ্যেও কলকাতা ও রাজ্যের বিভিন্ন জেলায় বিক্ষিপ্ত বর্ষণ হয়েছে। অনেক জায়গায় ভারী বর্ষণও হয়েছে। বঙ্গোপসাগরে নিম্নচাপের প্রভাবে বৃষ্টি হলেও সেভাবে দাপট দেখাতে পারেনি। তাই বৃষ্টির তীব্রতা ছিল না। ফলে যেটুকু বৃষ্টি হয়েছে, তাতে ছাতা মাথায় দিয়েই মণ্ডপমুখী হয়েছিলেন দর্শনার্থীরা।

আরও পড়ুন: ‘বিদ্বেষী’ আইনজীবী গৌরীকে বিচারক বানানো হল কেন, মামলা শীর্ষকোর্টে , কাল শুনানি

আবহাওয়া দফতরের তরফে আগে জানানো হয়েছিল, দশমী অর্থাৎ বুধবারের পর থেকে দক্ষিণবঙ্গের আবহাওয়ার উন্নতি হবে। সেই মতো বৃষ্টির দাপট কিছুটা হলেও কমবে। তবে আবহাওয়া দফতর সূত্রে শেষ যে খবর, তা থেকে মনে করা হচ্ছে বর্ষা এখনই পিছু ছাড়ছে না।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

আগামীকাল বৃষ্টির সম্ভাবনা, বিঘ্ন হতে পারে দুর্গাপুজোর কার্নিভাল

আপডেট : ৭ অক্টোবর ২০২২, শুক্রবার

পুবের কলম ওয়েব ডেস্ক: আগামীকাল কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। দিনের গড় উষ্ণতা ২৬ থেকে ৩৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে। দুপুরের দিকে আকাশ হালকা মেঘলা থাকবে। তবে বিকেলের দিকে বৃষ্টি শুরু হতে পারে। তবে পরিমাণ কমবে। তাপমাত্রা সামান্য বাড়বে। তবে অস্বস্তি থাকবে। তবে উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ ও রবিবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী বৃষ্টি হতে পারে।

 

আরও পড়ুন: আগামিকাল থেকে রাজ্যে ফের চলবে করমণ্ডল এক্সপ্রেস  

দুই দিনাজপুর, মালদহতেও বর্ষণের ভ্রূকুটি রয়েছে। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে এমনটাই খবর।
আজ রেড রোডে দুর্গাপুজোর কার্নিভাল রয়েছে। দু’বছর পর আবার দুর্গাপ্রতিমা নিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রার সাক্ষী হবে রাজপথ। প্রস্তুতি শেষ হয়েছে। করোনা পরবর্তীতে এই কার্নিভাল দেখা নিয়ে মানুষের মধ্যে আগ্রহ তুঙ্গে। কিন্তু বৃষ্টি হলে কার্নিভালের দেখার আনন্দ মাটি হওয়ার আশঙ্কা থাকছে।

আরও পড়ুন: কাল থেকেই রাজ্যে বাড়বে গরম! তাপপ্রবাহের আশঙ্কা  

প্রসঙ্গত, পুজোর মধ্যেও কলকাতা ও রাজ্যের বিভিন্ন জেলায় বিক্ষিপ্ত বর্ষণ হয়েছে। অনেক জায়গায় ভারী বর্ষণও হয়েছে। বঙ্গোপসাগরে নিম্নচাপের প্রভাবে বৃষ্টি হলেও সেভাবে দাপট দেখাতে পারেনি। তাই বৃষ্টির তীব্রতা ছিল না। ফলে যেটুকু বৃষ্টি হয়েছে, তাতে ছাতা মাথায় দিয়েই মণ্ডপমুখী হয়েছিলেন দর্শনার্থীরা।

আরও পড়ুন: ‘বিদ্বেষী’ আইনজীবী গৌরীকে বিচারক বানানো হল কেন, মামলা শীর্ষকোর্টে , কাল শুনানি

আবহাওয়া দফতরের তরফে আগে জানানো হয়েছিল, দশমী অর্থাৎ বুধবারের পর থেকে দক্ষিণবঙ্গের আবহাওয়ার উন্নতি হবে। সেই মতো বৃষ্টির দাপট কিছুটা হলেও কমবে। তবে আবহাওয়া দফতর সূত্রে শেষ যে খবর, তা থেকে মনে করা হচ্ছে বর্ষা এখনই পিছু ছাড়ছে না।