২১ নভেম্বর ২০২৫, শুক্রবার, ৪ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

কাল প্রাথমিকে টেট, বিঘ্ন ঘটনোর চেষ্টা! আশঙ্কা প্রকাশ পর্ষদ সভাপতির

ইমামা খাতুন
  • আপডেট : ১০ ডিসেম্বর ২০২২, শনিবার
  • / 101

পুবের কলম ওয়েব ডেস্কঃ আগামীকাল টেট পরীক্ষা। কড়া নিরাপত্তার ঘেরাটোপেই হবে, রবিবারের প্রাথমিকের টেট। এই পরীক্ষাকে বানচাল করার চেষ্টাও করছে এক শ্রেণির মানুষ। তবে পর্ষদের তরফে সবরকম নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। পরীক্ষার আগের দিন শনিবার সাংবাদিক বৈঠকে এ কথা বলেন পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পাল। এ দিন তিনি বলেন, সারারাজ্যে প্রায় ৭ লক্ষ পরীক্ষার্থী টেট পরীক্ষা দেবেন। তাঁদের পরীক্ষা নিয়েই কড়া সতর্কতা বজায় রাখতে চাইছে প্রশাসন। এ দিন সাংবাদিকরা প্রশ্ন ফাঁস নিয়ে জিজ্ঞাসা করে গৌতম পাল বলেন, ‘সমস্ত বিধি মেনে পরীক্ষা গ্রহণ করা হচ্ছে। মোট ৬ লক্ষ ৯০ হাজার ৯৩২ জন পরীক্ষা দেবেন, ১ হাজার ৪৬০টি পরীক্ষাকেন্দ্রে পরীক্ষা হবে।

 

আরও পড়ুন: টেটে পুনরায় ৩৯ জন কে নিয়ে মেধা তালিকা প্রকাশের নির্দেশ

বায়োমেট্রিক অ্যাটেন্ডেন্স, ফেস স্ক্যানের মাধ্যমে পরীক্ষার্থীদের হাজিরা নেওয়া হবে। সবাইকে নির্দেশ দেওয়া হয়েছে, যেন সব বিধি কঠোরভাবে পালন করা হয়।’ পর্ষদ সভাপতির আশঙ্কা, ‘পর্ষদের কাছে সুনির্দিষ্ট খবর আছে, কেউ কেউ পরীক্ষা প্রক্রিয়ায় বিঘ্ন ঘটাতে চেষ্টা করতে পারেন।’ এর পর অবশ্য তিনি জানান, ‘প্রশাসন এই বিষয়ে অবগত আছে, সতর্ক আছে। আমরা যদি দেখি কোনও পরীক্ষার্থী বিধি ঠিকমতো না মেনে পরীক্ষা প্রক্রিয়া বিঘ্ন ঘটানোর চেষ্টা করছে, বা বাইরের কেউ যদি বিঘ্ন ঘটাতে চেষ্টা করে, তা হলে চরম পদক্ষেপ করবে প্রশাসন।

আরও পড়ুন: টেট পাশের নাম্বার কত? রায়দান স্থগিত তৃতীয় বেঞ্চে

পর্ষদ সভাপতি আরও বলেন, এই পরীক্ষাকে সুষ্ঠুভাবে পরিচালনা করতে সর্বস্তরের সব প্রশাসনিক বিভাগ সতর্ক আছে। পর্ষদের সব দিকে নজর থাকবে। তিনি বলেন, ‘আমরা এখানে সেন্ট্রাল কন্ট্রোল রুম করেছি, সেখান থেকে সরাসরি পরীক্ষান্দ্রেগুলিতে কী হচ্ছে, তা আমরা দেখতে পাব। রাজ্যে প্রতিটি পরীক্ষাকেন্দ্রে বসানো হয়েছে সিসিটিভি ক্যামেরা। পুলিশের হেড কোয়ার্টার লালবাজারের মতোই টেটের জন্য কন্ট্রোলরুম খোলা হয়েছে পর্ষদের অফিসে।

আরও পড়ুন: আগস্টের ফের প্রাথমিকের নিয়োগ

 

কন্ট্রোলরুমে বসেই সিসিটিভির মাধ্যমে নজরদারি চলবে। রবিবার ছুটির দিনে টেট পরীক্ষার্থীদের জন্য চলবে অতিরিক্ত মেট্রো। সঙ্গে শিয়ালদহ ও হাওড়া থেকে ট্রেনও। কন্ট্রোল রুমের নম্বর ৬২৯২২৭৮৪৩৮। রবিবার সারাদিন এই নম্বর খোলা থাকছে।২০১৭-র পর ২০২২। রাজ্যে ৫ বছর পর অনুষ্ঠিত হতে চলেছে টেট। প্রাথমিকে নিয়োগ পরীক্ষায় এবার রেকর্ডসংখ্যক পরীক্ষার্থী।

 

সম্প্রতি পরীক্ষার শুরুর আগেই ফাঁস হয়ে গিয়েছিল ডিএলএড-র প্রশ্নপত্র। সোশ্যাল মিডিয়ায় ঘুরছিল প্রশ্নপত্রের ফোটোকপি! কীভাবে? প্রাথমিক শিক্ষা পর্ষদ সূত্রে খবর, হাওড়ার কোনও এক ব্যক্তি মোবাইল থেকে ফাঁস হয়ে যায় ডিএলএড-র দ্বিতীয় বর্ষের এডুকেশন স্টাজিডের প্রশ্ন। সেই নিয়ে কড়া পদক্ষেপ গ্রহণ করেছে পর্ষদ। দুর্নীতি রুখতে এবার রেজাল্টের সঙ্গে ওএমআর শিটও হাতে পাবেন পরীক্ষার্থীরা। কোন প্রশ্নে কত নম্বর পেয়েছেন, উল্লেখ থাকবে ওএমআর শিটে।




টেটে কড়া নিরাপত্তা

 

থানা থেকে প্রশ্নপত্র পাঠানো হবে প্রতিটি পরীক্ষাকেন্দ্রে

 

পরীক্ষাকেন্দ্রে মোবাইল নিয়ে ঢুকতে পারবেন না পরীক্ষার্থীরা

 

প্রতিটি পরীক্ষাকেন্দ্রে থাকবেন একজন সরকারি আধিকারিক

 

সেই সরকারি আধিকারিকের কাছে মোবাইল জমা রাখতে হবে শিক্ষককে

 

বিশেষ প্রয়োজনে লগবুকে সই করে মোবাইল ব্যবহার করা যাবে

 

সরকারি আধিকারিকের সামনেই কথা বলার পর ফের জমা দিতে হবে মোবাইল।




টেটের জন্য বাড়তি মেট্রো

রবিবার সকাল ৯টা ১০ থেকে ১০টা ১৫ পর্যন্ত ১৫ মিনিট অন্তর মেট্রো

 

১০.১৫ থেকে ১১.১৫ পর্যন্ত ৭ মিনিট অন্তর মেট্রো

 

১১.১৫ থেকে ২.৪৫ পর্যন্ত ১৫ মিনিট অন্তর ট্রেন

 

পরীক্ষা শেষে দশ মিনিট অন্তর মেট্রো




 

প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

কাল প্রাথমিকে টেট, বিঘ্ন ঘটনোর চেষ্টা! আশঙ্কা প্রকাশ পর্ষদ সভাপতির

আপডেট : ১০ ডিসেম্বর ২০২২, শনিবার

পুবের কলম ওয়েব ডেস্কঃ আগামীকাল টেট পরীক্ষা। কড়া নিরাপত্তার ঘেরাটোপেই হবে, রবিবারের প্রাথমিকের টেট। এই পরীক্ষাকে বানচাল করার চেষ্টাও করছে এক শ্রেণির মানুষ। তবে পর্ষদের তরফে সবরকম নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। পরীক্ষার আগের দিন শনিবার সাংবাদিক বৈঠকে এ কথা বলেন পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পাল। এ দিন তিনি বলেন, সারারাজ্যে প্রায় ৭ লক্ষ পরীক্ষার্থী টেট পরীক্ষা দেবেন। তাঁদের পরীক্ষা নিয়েই কড়া সতর্কতা বজায় রাখতে চাইছে প্রশাসন। এ দিন সাংবাদিকরা প্রশ্ন ফাঁস নিয়ে জিজ্ঞাসা করে গৌতম পাল বলেন, ‘সমস্ত বিধি মেনে পরীক্ষা গ্রহণ করা হচ্ছে। মোট ৬ লক্ষ ৯০ হাজার ৯৩২ জন পরীক্ষা দেবেন, ১ হাজার ৪৬০টি পরীক্ষাকেন্দ্রে পরীক্ষা হবে।

 

আরও পড়ুন: টেটে পুনরায় ৩৯ জন কে নিয়ে মেধা তালিকা প্রকাশের নির্দেশ

বায়োমেট্রিক অ্যাটেন্ডেন্স, ফেস স্ক্যানের মাধ্যমে পরীক্ষার্থীদের হাজিরা নেওয়া হবে। সবাইকে নির্দেশ দেওয়া হয়েছে, যেন সব বিধি কঠোরভাবে পালন করা হয়।’ পর্ষদ সভাপতির আশঙ্কা, ‘পর্ষদের কাছে সুনির্দিষ্ট খবর আছে, কেউ কেউ পরীক্ষা প্রক্রিয়ায় বিঘ্ন ঘটাতে চেষ্টা করতে পারেন।’ এর পর অবশ্য তিনি জানান, ‘প্রশাসন এই বিষয়ে অবগত আছে, সতর্ক আছে। আমরা যদি দেখি কোনও পরীক্ষার্থী বিধি ঠিকমতো না মেনে পরীক্ষা প্রক্রিয়া বিঘ্ন ঘটানোর চেষ্টা করছে, বা বাইরের কেউ যদি বিঘ্ন ঘটাতে চেষ্টা করে, তা হলে চরম পদক্ষেপ করবে প্রশাসন।

আরও পড়ুন: টেট পাশের নাম্বার কত? রায়দান স্থগিত তৃতীয় বেঞ্চে

পর্ষদ সভাপতি আরও বলেন, এই পরীক্ষাকে সুষ্ঠুভাবে পরিচালনা করতে সর্বস্তরের সব প্রশাসনিক বিভাগ সতর্ক আছে। পর্ষদের সব দিকে নজর থাকবে। তিনি বলেন, ‘আমরা এখানে সেন্ট্রাল কন্ট্রোল রুম করেছি, সেখান থেকে সরাসরি পরীক্ষান্দ্রেগুলিতে কী হচ্ছে, তা আমরা দেখতে পাব। রাজ্যে প্রতিটি পরীক্ষাকেন্দ্রে বসানো হয়েছে সিসিটিভি ক্যামেরা। পুলিশের হেড কোয়ার্টার লালবাজারের মতোই টেটের জন্য কন্ট্রোলরুম খোলা হয়েছে পর্ষদের অফিসে।

আরও পড়ুন: আগস্টের ফের প্রাথমিকের নিয়োগ

 

কন্ট্রোলরুমে বসেই সিসিটিভির মাধ্যমে নজরদারি চলবে। রবিবার ছুটির দিনে টেট পরীক্ষার্থীদের জন্য চলবে অতিরিক্ত মেট্রো। সঙ্গে শিয়ালদহ ও হাওড়া থেকে ট্রেনও। কন্ট্রোল রুমের নম্বর ৬২৯২২৭৮৪৩৮। রবিবার সারাদিন এই নম্বর খোলা থাকছে।২০১৭-র পর ২০২২। রাজ্যে ৫ বছর পর অনুষ্ঠিত হতে চলেছে টেট। প্রাথমিকে নিয়োগ পরীক্ষায় এবার রেকর্ডসংখ্যক পরীক্ষার্থী।

 

সম্প্রতি পরীক্ষার শুরুর আগেই ফাঁস হয়ে গিয়েছিল ডিএলএড-র প্রশ্নপত্র। সোশ্যাল মিডিয়ায় ঘুরছিল প্রশ্নপত্রের ফোটোকপি! কীভাবে? প্রাথমিক শিক্ষা পর্ষদ সূত্রে খবর, হাওড়ার কোনও এক ব্যক্তি মোবাইল থেকে ফাঁস হয়ে যায় ডিএলএড-র দ্বিতীয় বর্ষের এডুকেশন স্টাজিডের প্রশ্ন। সেই নিয়ে কড়া পদক্ষেপ গ্রহণ করেছে পর্ষদ। দুর্নীতি রুখতে এবার রেজাল্টের সঙ্গে ওএমআর শিটও হাতে পাবেন পরীক্ষার্থীরা। কোন প্রশ্নে কত নম্বর পেয়েছেন, উল্লেখ থাকবে ওএমআর শিটে।




টেটে কড়া নিরাপত্তা

 

থানা থেকে প্রশ্নপত্র পাঠানো হবে প্রতিটি পরীক্ষাকেন্দ্রে

 

পরীক্ষাকেন্দ্রে মোবাইল নিয়ে ঢুকতে পারবেন না পরীক্ষার্থীরা

 

প্রতিটি পরীক্ষাকেন্দ্রে থাকবেন একজন সরকারি আধিকারিক

 

সেই সরকারি আধিকারিকের কাছে মোবাইল জমা রাখতে হবে শিক্ষককে

 

বিশেষ প্রয়োজনে লগবুকে সই করে মোবাইল ব্যবহার করা যাবে

 

সরকারি আধিকারিকের সামনেই কথা বলার পর ফের জমা দিতে হবে মোবাইল।




টেটের জন্য বাড়তি মেট্রো

রবিবার সকাল ৯টা ১০ থেকে ১০টা ১৫ পর্যন্ত ১৫ মিনিট অন্তর মেট্রো

 

১০.১৫ থেকে ১১.১৫ পর্যন্ত ৭ মিনিট অন্তর মেট্রো

 

১১.১৫ থেকে ২.৪৫ পর্যন্ত ১৫ মিনিট অন্তর ট্রেন

 

পরীক্ষা শেষে দশ মিনিট অন্তর মেট্রো