হাজার বিপত্তি কাঁটিয়ে নির্বিঘ্নে টেট, মন্তব্য শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর

- আপডেট : ১১ ডিসেম্বর ২০২২, রবিবার
- / 10
পুবের কলম ওয়েব ডেস্কঃ রাজ্যজুড়ে রবিবার টেটের আয়োজন করেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। দীর্ঘ ৫ বছর পর ফের টেট পরীক্ষা। অনেকেই পরীক্ষা বানচাল করার চেষ্টা করছে, এমনটাই আশঙ্কা প্রকাশ করেছিলেন পর্ষদ সভাপতি গৌতম পাল। শুধু তাই নয়, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর অভিযোগ ছিল, আগাম প্রশ্ন বলে দেওয়ার নামে টাকা চাওয়া হচ্ছে । সমস্ত অভিযোগ উড়িয়ে , নানা রকম বাঁধা পেরিয়ে প্রায় নির্বিঘ্নে ঘটল প্রাথমিকের টেট এমনটাই মন্তব্য করল শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।
সংবাদ মাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানান, ”সকাল থেকে হোয়াটস অ্যাপে ভুয়ো প্রশ্নপত্র ছড়িয়ে দেওয়া হয়। আমরা সঙ্গে সঙ্গে পরীক্ষা করে দেখি পুরোটাই ভুয়ো। পর্ষদকে সঙ্গে সঙ্গে সাইবার ক্রাইমে অভিযোগ জানাতে বলেছি।” এখানেই শেষ নয়, তিনি বলেন, ”এক ধরনের অন্তর্ঘাত, ষড়যন্ত্র চলছে যাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার এই পরীক্ষা সফলভাবে না নিতে পারে। তাই সব ধরণের চেষ্টা চালানো হচ্ছে।”
বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর অভিযোগ প্রসঙ্গে বলেন, রাজ্যে এতদিন পর একটা গুরুত্বপূর্ণ পরীক্ষা চলছে। ওনার উচিৎ পাশে থাকার সব রকমের চেষ্টা করার, নাকি আরও বেশি বিতর্ক তৈরি করা।
উল্লেখ্য, সারারাজ্যে প্রায় ৭ লক্ষ পরীক্ষার্থী টেট পরীক্ষা দিচ্ছে। তাঁদের পরীক্ষা নিয়েই কড়া সতর্কতা জারি করেছে প্রশাসন। প্রায় মোট ৬ লক্ষ ৯০ হাজার ৯৩২ জন পরীক্ষা দিচ্ছে, এবং কমপক্ষে ১ হাজার ৪৬০টি পরীক্ষাকেন্দ্রে পরীক্ষা হচ্ছে ।
শনিবার সংবাদ মাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে পর্ষদ সভাপতির আশঙ্কা প্রকাশ করে বলেছিলেন, ‘পর্ষদের কাছে সুনির্দিষ্ট খবর আছে, কেউ কেউ পরীক্ষা প্রক্রিয়ায় বিঘ্ন ঘটাতে চেষ্টা করতে পারেন।’ এর পর অবশ্য তিনি জানান, ‘প্রশাসন এই বিষয়ে অবগত আছে, সতর্ক আছে। আমরা যদি দেখি কোনও পরীক্ষার্থী বিধি ঠিকমতো না মেনে পরীক্ষা প্রক্রিয়া বিঘ্ন ঘটানোর চেষ্টা করছে, বা বাইরের কেউ যদি বিঘ্ন ঘটাতে চেষ্টা করে, তা হলে চরম পদক্ষেপ করবে প্রশাসন।