০১ অগাস্ট ২০২৫, শুক্রবার, ১৬ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

     ‘দোষী প্রমাণিত হলে আমি স্বেচ্ছায় মৃত্যু বরণ করব’ মন্তব্য ব্রিজভূষণের  

ইমামা খাতুন
  • আপডেট : ৩১ মে ২০২৩, বুধবার
  • / 41

পুবের কলম, ওয়েবডেস্ক: দোষী প্রমাণিত হলে আমি স্বেচ্ছায় মৃত্যু বরণ করব সাংবাদিকদের সামনে এমনটাই মন্তব্য করলেন ব্রিজভূষণ। হেনস্থার অভিযোগে ভারতীয় কুস্তি সংস্থার সভাপতি ব্রিজভূষণ শরণ সিংয়ের গ্রেফতারির দাবিতে অনড় দেশের কুস্তিগীররা।

প্রতিবাদে সরব হয়ে  মঙ্গলবার গঙ্গায় পদক বিসর্জনের জন্যে হরিদ্বারে পৌঁছে গিয়েছিলেন সাক্ষী, বিনেশ, বজরংরা। কিন্তু শেষমেশ পদক বিসর্জন দেননি। পদকগুলো কৃষক নেতাদের হাতে তুলে দিয়ে কেন্দ্রের সরকারকে ৫ দিনের সময়সীমা দিয়ে ফিরে আসেন তাঁরা।

এই ঘটনার পরেই মুখ খুললেন ব্রিজভূষণ। বুধবার প্রতিবাদী কুস্তিগীরদের খোঁচা দিয়ে তাঁর মন্তব্য, ‘ওঁরা হরিদ্বারে গিয়েছিলেন গঙ্গায় পদক বিসর্জন দিতে। কিন্তু সেগুলো কৃষকনেতাদের হাতে তুলে দিয়ে ফিরে এলেন। এটা ওঁদের সিদ্ধান্ত। আমার কিছু বলার নেই।’

এরপর তিনি বলেন, ‘ঘটনার তদন্ত করছে দিল্লি পুলিশ। আমার বিরুদ্ধে যদি কোনও প্রমাণ পাওয়া যায়, তা হলে আমাকে গ্রেফতার করা হবে।’

ব্রিজভূষণ এদিন আরও  জানান, আমার বিরুদ্ধে কোনও তথ্যপ্রমাণ থাকলে আদালতে পেশ করুন। যেকোনও শাস্তি আমি মেনে নিতে প্রস্তুত!

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

     ‘দোষী প্রমাণিত হলে আমি স্বেচ্ছায় মৃত্যু বরণ করব’ মন্তব্য ব্রিজভূষণের  

আপডেট : ৩১ মে ২০২৩, বুধবার

পুবের কলম, ওয়েবডেস্ক: দোষী প্রমাণিত হলে আমি স্বেচ্ছায় মৃত্যু বরণ করব সাংবাদিকদের সামনে এমনটাই মন্তব্য করলেন ব্রিজভূষণ। হেনস্থার অভিযোগে ভারতীয় কুস্তি সংস্থার সভাপতি ব্রিজভূষণ শরণ সিংয়ের গ্রেফতারির দাবিতে অনড় দেশের কুস্তিগীররা।

প্রতিবাদে সরব হয়ে  মঙ্গলবার গঙ্গায় পদক বিসর্জনের জন্যে হরিদ্বারে পৌঁছে গিয়েছিলেন সাক্ষী, বিনেশ, বজরংরা। কিন্তু শেষমেশ পদক বিসর্জন দেননি। পদকগুলো কৃষক নেতাদের হাতে তুলে দিয়ে কেন্দ্রের সরকারকে ৫ দিনের সময়সীমা দিয়ে ফিরে আসেন তাঁরা।

এই ঘটনার পরেই মুখ খুললেন ব্রিজভূষণ। বুধবার প্রতিবাদী কুস্তিগীরদের খোঁচা দিয়ে তাঁর মন্তব্য, ‘ওঁরা হরিদ্বারে গিয়েছিলেন গঙ্গায় পদক বিসর্জন দিতে। কিন্তু সেগুলো কৃষকনেতাদের হাতে তুলে দিয়ে ফিরে এলেন। এটা ওঁদের সিদ্ধান্ত। আমার কিছু বলার নেই।’

এরপর তিনি বলেন, ‘ঘটনার তদন্ত করছে দিল্লি পুলিশ। আমার বিরুদ্ধে যদি কোনও প্রমাণ পাওয়া যায়, তা হলে আমাকে গ্রেফতার করা হবে।’

ব্রিজভূষণ এদিন আরও  জানান, আমার বিরুদ্ধে কোনও তথ্যপ্রমাণ থাকলে আদালতে পেশ করুন। যেকোনও শাস্তি আমি মেনে নিতে প্রস্তুত!