০৮ অগাস্ট ২০২৫, শুক্রবার, ২২ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
BREAKING :
‘বন্ধুত্বের সমাবেশ’: এসসিও তিয়ানজিন শীর্ষ সম্মেলনে প্রধানমন্ত্রী মোদিকে স্বাগত জানাল চিন

ইমামা খাতুন
- আপডেট : ৮ অগাস্ট ২০২৫, শুক্রবার
- / 16
পুবের কলম ওয়েবডেস্ক: এসসিও সম্মেলনে মোদিকে স্বাগত জানাল চিন। সাংহাই কো-অপারেশন সংস্থা (এসসিও) শীর্ষ সম্মেলনে যোগ দেবেন তিনি। সেই তথ্য প্রকাশ্যে আসতেই মোদিকে স্বাগত জানিয়ে ভারতের দিকে বন্ধুত্বের হাত বড়াল বেজিং। জানা গেছে, চিনের তিয়ানজিনে আয়োজিত এই এসসিও বৈঠকে যোগ দিতে আগামী ৩১ আগস্ট চিনে যাবেন মোদি। ১ সেপ্টেম্বর পর্যন্ত সেখানে থাকবেন।
ঘটনা প্রসঙ্গে চিনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুও জিয়াকুন জানান, ৩১ অগস্ট থেকে ১ সেপ্টেম্বর পর্যন্ত SCO শীর্ষ সম্মেলনে ২০টিরও বেশি দেশের নেতারা অংশগ্রহণ করবেন। যার মধ্যে রয়েছে সমস্ত এসসিও সদস্য রাষ্ট্র এবং ১০টি আন্তর্জাতিক সংস্থার প্রধান।
জিয়াকুন বলেন, ‘আমরা বিশ্বাস করি এই সম্মেলন সংহতি, বন্ধুত্বপূর্ণ এবং ফলপ্রসূ হবে।’