দেশে ফিরেই প্রধানমন্ত্রীর বাসভবনে মোদির সঙ্গে বৈঠক শুভাংশু শুক্লার

- আপডেট : ১৮ অগাস্ট ২০২৫, সোমবার
- / 31
পুবের কলম ওয়েবডেস্ক : মহাকাশ থেকে ভিডিয়ো কলে শুভাংশু শুক্লার সঙ্গে একদফা আলাপ হয়েছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। কিন্তু এইবার হতে চলেছে মুখোমুখি সাক্ষাৎকার। প্রথম ভারতীয় মহাকাশচারী হিসাবে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে টানা ১৮ দিন কাটানোর পরে জুলাই মাসে পৃথিবীতে ফেরেন শুভাংশু। দীর্ঘ রিহ্যাবের থাকার পর ধীরে ধীরে মাধ্যাকর্ষণ শক্তির সঙ্গে নিজেকে মানিয়ে নিয়ে হাঁটাচলাও শুরু করেছেন তিনি।
গত রবিবার ভোরেই দিল্লি বিমানবন্দরে অবতরণ করেছেন তিনি। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন ইসরো কর্তারা। এমনকি দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্ত এবং কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং-সহ আরও অনেকে ছিলেন। সূত্রের খবর, সোমবার বিকেল ৫টা থেকে সাড়ে ৫টার মধ্যে লোক কল্যাণ মার্গে প্রধানমন্ত্রীর বাসভবনে গিয়ে মোদির সঙ্গে দেখা করবেন তিনি।
আরও জান গিয়েছে, মহাকাশ থেকে মোদির সঙ্গে কথোপকথনের সময় গগনযান মিশন এবং ভারতের নিজস্ব স্পেস স্টেশন তৈরির প্রসঙ্গও উঠেছিল। তখনই মোদি বলেছিলেন, “মিশন গগনযানকে এগিয়ে নিয়ে যেতে হবে। এমনকি নিজেদের স্পেস স্টেশনও তৈরী করতে হবে। আপনার অভিজ্ঞতা অবশ্যই আমাদের কাজে লাগবে”। প্রত্যুতরে শুভাংশুও আশ্বাস দিয়েছিলেন, “অবশ্যই, আমি সবরকমের চেষ্টা করব”।
১৫ অগস্ট স্বাধীনতা দিবসের দিন সকালে লালকেল্লা থেকে ভাষণ দেওয়ার সময়, শুভাংশুর সাফল্যের কথা বিশেষভাবে উল্লেখ করেছিলেন মোদি। ওয়াকিবহল মহলের মতে, প্রধানমন্ত্রীর সঙ্গে শুভাংশুর বৈঠকে আসন্ন মহাকাশ মিশনগুলিই আলোচনার মূল কেন্দ্র হতে পারে। এমনকি আগামী ২৩ অগস্ট ন্যাশনাল স্পেস ডে উপলক্ষে দিল্লির অনুষ্ঠানেও যোগ দেওয়ার সম্ভাবনা রয়েছে শুভাংশুর।