২৮ নভেম্বর ২০২৫, শুক্রবার, ১১ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

কলম্বিয়ার কুখ্যাত মাদক সম্রাটের  ৩৫ বছরের জেল

অর্পিতা লাহিড়ী
  • আপডেট : ১৯ অক্টোবর ২০২২, বুধবার
  • / 69

 

 

আরও পড়ুন: কলম্বিয়ায় Yellow fever-এর প্রাদুর্ভাব

পুবের কলম ওয়েবডেস্ক:  কলম্বিয়ার এক কুখ্যাত মাদক সম্রাটকে ৩৫ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে আমেরিকায়। মাদক ব্যবসায়ীর ডাকনাম ডন মারিও। গত বছর  বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ডে জড়িত থাকার এবং ক্লান ডেল গালফো (গালফ ক্লান) নামের একটি সন্ত্রাসী দলকে সহযোগিতা করার কথা নিউ ইয়র্কের একটি আদালতে স্বীকার করে ডন মারিও (৫৭)। ডন মারিওর প্রকৃত নাম ড্যানিয়েল রেনডন হেরারা। নিউ ইয়র্কের ইস্টার্ন ডিস্ট্রিকের প্রসিকিউটর ব্রিওন পিস বলেন, এই কারাদণ্ডের লক্ষ্য কলম্বিয়ার এক সময়ের মাদক সম্রাট রেনডন হেরারার অপরাধ জীবনের অবসান ঘটানো। রেনডন হেরারা উগ্র ডানপন্থী সশস্ত্র দল ইউনাইটেড সেলফ-ডিফেন্স ফোর্সেস অব কলম্বিয়ার একজন নেতা ছিলেন। ২০০১ সালে মার্কিন সরকার ইউনাইটেড সেলফ-ডিফেন্স ফোর্সেসকে একটি আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠন ঘোষণা করে। মার্কিন বিচার বিভাগের এক বিবৃতিতে বলা হয়, নির্মম হত্যাকাণ্ড, অপহরণ এবং প্রতিদ্বন্দ্বী মাদক পাচারকারী ও অসামরিক নাগরিকদের নির্যাতনকারী একটি সন্ত্রাসী সংগঠনকে বিভিন্ন সরঞ্জাম দিয়ে সহযোগিতা প্রদানের কথা আদালতে স্বীকার করেছে রেনডন। রেনডন তার বিলিয়ন ডলারের কোকেন সাম্রাজ্যের অংশ হিসেবে ৮০ টনেরও বেশি কোকেন আমেরিকায় পাচার করার কথাও স্বীকার করেছে। ২০০৯ সালে কলম্বিয়ার এক গ্রাম থেকে গ্রেফতার হয় রেনডন। এরপর তাকে ২০১৮ সালে আমেরিকায় বিচারের জন্য পাঠানো হয়।

আরও পড়ুন: নেতানিয়াহুর হত্যাযজ্ঞকে নাৎসি কর্মকাণ্ডের সঙ্গে তুলনা কলম্বিয়ার প্রেসিডেন্ট পেত্রোর

 

আরও পড়ুন: কলম্বিয়ায় ফিলিস্তিনের নামে রাস্তা

 

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

কলম্বিয়ার কুখ্যাত মাদক সম্রাটের  ৩৫ বছরের জেল

আপডেট : ১৯ অক্টোবর ২০২২, বুধবার

 

 

আরও পড়ুন: কলম্বিয়ায় Yellow fever-এর প্রাদুর্ভাব

পুবের কলম ওয়েবডেস্ক:  কলম্বিয়ার এক কুখ্যাত মাদক সম্রাটকে ৩৫ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে আমেরিকায়। মাদক ব্যবসায়ীর ডাকনাম ডন মারিও। গত বছর  বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ডে জড়িত থাকার এবং ক্লান ডেল গালফো (গালফ ক্লান) নামের একটি সন্ত্রাসী দলকে সহযোগিতা করার কথা নিউ ইয়র্কের একটি আদালতে স্বীকার করে ডন মারিও (৫৭)। ডন মারিওর প্রকৃত নাম ড্যানিয়েল রেনডন হেরারা। নিউ ইয়র্কের ইস্টার্ন ডিস্ট্রিকের প্রসিকিউটর ব্রিওন পিস বলেন, এই কারাদণ্ডের লক্ষ্য কলম্বিয়ার এক সময়ের মাদক সম্রাট রেনডন হেরারার অপরাধ জীবনের অবসান ঘটানো। রেনডন হেরারা উগ্র ডানপন্থী সশস্ত্র দল ইউনাইটেড সেলফ-ডিফেন্স ফোর্সেস অব কলম্বিয়ার একজন নেতা ছিলেন। ২০০১ সালে মার্কিন সরকার ইউনাইটেড সেলফ-ডিফেন্স ফোর্সেসকে একটি আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠন ঘোষণা করে। মার্কিন বিচার বিভাগের এক বিবৃতিতে বলা হয়, নির্মম হত্যাকাণ্ড, অপহরণ এবং প্রতিদ্বন্দ্বী মাদক পাচারকারী ও অসামরিক নাগরিকদের নির্যাতনকারী একটি সন্ত্রাসী সংগঠনকে বিভিন্ন সরঞ্জাম দিয়ে সহযোগিতা প্রদানের কথা আদালতে স্বীকার করেছে রেনডন। রেনডন তার বিলিয়ন ডলারের কোকেন সাম্রাজ্যের অংশ হিসেবে ৮০ টনেরও বেশি কোকেন আমেরিকায় পাচার করার কথাও স্বীকার করেছে। ২০০৯ সালে কলম্বিয়ার এক গ্রাম থেকে গ্রেফতার হয় রেনডন। এরপর তাকে ২০১৮ সালে আমেরিকায় বিচারের জন্য পাঠানো হয়।

আরও পড়ুন: নেতানিয়াহুর হত্যাযজ্ঞকে নাৎসি কর্মকাণ্ডের সঙ্গে তুলনা কলম্বিয়ার প্রেসিডেন্ট পেত্রোর

 

আরও পড়ুন: কলম্বিয়ায় ফিলিস্তিনের নামে রাস্তা